/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *পশ্চিমবঙ্গের আকাশে ঘনাচ্ছে ঘন কালো মেঘ! কেমন থাকবে আজকের আবহাওয়া* West Bengal Bangla
*পশ্চিমবঙ্গের আকাশে ঘনাচ্ছে ঘন কালো মেঘ! কেমন থাকবে আজকের আবহাওয়া*


শনিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে। বেশিরভাগ জা়য়গাতেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে প্রায় ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিনও সকাল থেকে কার্যত গতকালের মতোই পরিস্থিতি। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে সাত জেলায় আবহাওয়া দফতরের লাল সতর্কতা জারি হয়েছ। তবে কিছুটা কম থাকবে তাপমাত্রা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আগামী রবিবার রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৭° সেলসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭° সেলসিয়াস। আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে।রা থাকবে ।

*আজকের রাশিফল ২২শে এপ্রিল ( শনিবার)*


মেষ রাশি: আজকে সামান্য আয় বৃদ্ধি পেলেও মনে কর্ম ও আর্থিক বিষয়ে একটা উদ্বেগ অধিকাংশ সময় যাবৎ বজায় থাকবে। পারিবারিক কারণে আজ মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বৃষ রাশি: আজকের দিনটি আপনার ধৈর্য্য ও অধ্যবসায় প্রত্যাশা করবে। কর্মক্ষেত্রে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে নতুন যোগাযোগের পক্ষে দিনটি অনুকূল।

মিথুন রাশি: সামগ্রিকভাবে দিনটি আনন্দের মধ্যে অতিবাহিত হলেও দিনের মধ্যভাগে আপনার মানসিক প্রফুল্লতা কোনো কারণবশত নষ্ট হবে। আজ কেউ আপনাকে অকারণ দোষারোপ করবেন ও ভুল বুঝতে পারেন।

কর্কট রাশি: আজকের দিনটা বন্ধু ও আত্মীয়দের সান্নিধ্যে আনন্দের মধ্যেই কাটবে। আজ শারীরিক অবনতির লক্ষ্মণ রয়েছে। পাশাপাশি, আজ পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। অপ্রত্যাশিত কিছু অর্থের আগমন ঘটবে। বাড়িতে আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হবে। আজ আপনাকে কোনো নিমন্ত্রণ রক্ষা করতে হতে পারে। ধর্মীয় ভাব আজ বৃদ্ধি পাবে। বেকারদের নতুন যোগাযোগের সম্ভাবনা রয়েছে। কোনো তীর্থক্ষেত্র কিংবা দেবালয়ে ভ্রমণ সম্পন্ন হবে। প্রেমিকার সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে ও কোনো শুভ সংবাদ আশা করতে পারেন।

সিংহ রাশি: কর্মক্ষেত্রে কোনো একটি বিষয়ে দুশ্চিন্তা দিনের অধিকাংশ সময়কে বিকৃত করে তুলবে। আজ আর্থিক টান থাকলেও অযাচিতভাবে কিছু অর্থ আসবে। শারীরিক দিক থেকে আজ কিছুটা অস্বস্তির ভাব দেখা দেবে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আজ আপনি পেতে পারেন। আপনি আজ কোনো ভালো কাজে অর্থব্যয় করবেন। পাশাপাশি, কারও অনুরোধ রক্ষা করতে পারেন। মানসিক চঞ্চলতা বজায় থাকবে। প্রেমিক-প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দদায়ক কাটবে।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে কাজ আজ কিছুটা বিঘ্নিত হবে এবং অযথা উদ্বেগ বৃদ্ধি করবে। মানসিক চঞ্চলতাও বৃদ্ধি পেতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব ঘটবে এবং আর্থিক দিক থেকে কিছুটা টান থেকে যাবে। শারীরিক দিক থেকে আপনি আজ বিব্রত বোধ করবেন। নতুন ব্যক্তিদের সাথে আজ পরিচয় ঘটতে পারে। কোথাও আমন্ত্রণ রক্ষার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত কিছু অর্থাগম ঘটবে। কোনো আত্মীয়ের বাড়িতে আজ বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের যোগাযোগ বৃদ্ধি ঘটলেও মানসিক অভাব বজায় থাকবে।

তুলা রাশি: কর্মক্ষেত্রে আজকের দিনটা নৈরাশ্যের সৃষ্টি করতে পারে। হঠাৎ কোনো সমস্যা বা ঝামেলা দেখা দিতে পারে। সামান্য কিছু অর্থাগম হলেও আর্থিক সঙ্কটের অবসান ঘটবে না। আজ আপনি কোনো সুসংবাদ পেতে পারেন। হঠাৎ কোনো দ্রব্যের ক্ষতি এবং অর্থব্যয় ঘটতে পারে। পারিবারিক ব্যাপারে অশান্তি লেগে থাকবে। কোনো নতুন যোগাযোগ সম্পন্ন হবে। শারীরিক অস্বস্তি বজায় থাকবে এবং কোনো ঘটনায় মানসিক প্রশান্তি নষ্ট হবে। প্রেমিক-প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দদায়ক কাটবে।

বৃশ্চিক রাশি: কোনো কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্রে নতুন কোনো ঝামেলা বিব্রত করতে পারে। আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। 

ধনু রাশি: কর্মক্ষেত্র কিছুটা উদ্বেগ বজায় থাকলেও সামান্য আয় বৃদ্ধি ঘটবে। আজ কোনো সুযোগ অযাচিত ভাবে আসতে পারে। অপ্রত্যাশিতভাবে আর্থিক উন্নতি ঘটবে। প্রতিটি ক্ষেত্রেই আজ দৈহিক এবং মানসিক চাপ বজায় থাকবে। বুদ্ধির দোষে কোনো কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোনো ভালো খবর আজ পাবেন। পারিবারিক ব্যাপারে মতবিরোধজনিত অশান্তি বজায় থাকবে। কোনো গুণী ব্যক্তির সাথে পরিচয় ঘটবে। আপনি আজ কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে পারেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে অনর্থক অশান্তির মধ্যেও ভালোবাসা বৃদ্ধি পাবে।

মকর রাশি: কর্ম ও আর্থিক ক্ষেত্র পূর্বের তুলনায় আশাপ্রদ হবে। তবে সমস্ত কাজেই একটা অযথা উৎকণ্ঠা বিব্রত করে রাখবে। নতুন কোনো পরিকল্পনা আজ মাথায় আসতে পারে। যা কিছু করবেন ভেবে করবেন। পাশাপাশি করার আগে তলিয়ে দেখে নেবেন। পারিবারিক ও পারস্পরিক ঝামেলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। নইলে মানসিক অশান্তিতে ভুগবেন। কোনো সুন্দর যোগাযোগ ঘটবে। কারও সাথে মতবিরোধ হতে পারে। সামান্য আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। আজ কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের দিনটা আমেজহীনভাবে কাটবে।

কুম্ভ রাশি: দিনের অধিকাংশ সময় শারীরিক অস্বস্তিতে ভুগতে পারেন। মানসিক উদ্বেগ ও অশান্তি বজায় থাকবে। চরম দুশ্চিন্তার মধ্যেও সামান্য আর্থিক উন্নতি ও যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে, কর্মক্ষেত্রে হতাশাপূর্ণ মনোভাব বজায় থাকবে। কারও সাথে আজ অযথা অশান্তির সৃষ্টি ও ভুল বোঝাবুঝি ঘটতে পারে। বাড়ির পরিবেশ আজ কোনো কারণে অপ্রীতিকর হয়ে উঠবে। কোনো প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের মানসিক অশান্তি চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে। এমনকি সাময়িক বিচ্ছেদও ঘটতে পারে।

মীন রাশি: আজ কিছুটা হলেও আয় বৃদ্ধি পাবে। তবে মানসিক দুশ্চিন্তা কমবে না। কর্মক্ষেত্রের পরিবেশ বাধা মুক্ত থাকবে। অপ্রত্যাশিত কোনো সহযোগিতা কিংবা অর্থলাভ ঘটবে। কোনো ব্যাপারে উৎসাহিত হবেন। মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে অতিবাহিত হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে সাময়িক অশান্তি দেখা দিলেও পরে আন্তরিকতা বৃদ্ধি পাবে।

*সিপিএম নেতা মদন ঘোষ প্রয়াত*


প্রবীণ সিপিএম নেতা মদন ঘোষের জীবনাবসান হয়েছে। শুক্রবার সকালে ৭’টা ১০ মিনিট নাগাদ বর্ধমানে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল ৮১। মৃত্যুর কারণ জানা যায়নি। সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মদনবাবু দীর্ঘদিন পার্টির বর্ধমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি। এছাড়া পার্টির কৃষক সভার গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

*ছাত্রীকে মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত কালিয়াগঞ্জ*

দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হচ্ছে RAF। ছুড়তে হচ্ছে টিয়ার গ্যাস। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইটবৃষ্টি। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরের ধারে কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিল। তারপর আর ফেরেনি। স্থানীয় বাসিন্দারাই পুকুরের ধারে ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাত্রীর শরীর বিবস্ত্র ছিল। ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ইতিমধ্যেই শুরু হয়েছে পথ অবরোধ । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি । তবে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

*নিয়োগ দুর্নীতিতে আরও এক TMC নেতা*

চাকরি বিক্রির সঙ্গে ভাঙড়ের নেতার যোগ? নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরও এক তৃণমূল নেতাকে তলব করল সিবিআই। নিজাম প্যালেসে হাজিরা দিতে এলেন ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শাহজাহান মোল্লা। এর আগে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক গুরুত্বপূর্ণ নথি। এসএসসির প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গিয়েছে বলে দাবি করল সিবিআই। ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও।

*বাংলায় ভয়ানক ট্রেন দুর্ঘটনা!*

ধূপগুড়িতে লাইনচ্যুত হলো মালগাড়ির ইঞ্জিন ১২৪৯১(ডাউন)। ইঞ্জিন শান্টিং করার সময়ে লাইনচ্যুত হয়ে পড়ে ইঞ্জিন। রেল লাইনের একেবারে শেষ প্রান্তে চলে আসে। রেলপাত শেষ হয়ে সেই এলাকায় রাস্তার সঙ্গে মিশে গেছে। যদিও বড়সড় দুর্ঘটনা কিছু হয়নি। ওই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করে। ধূপগুড়ি স্টেশনের সাইট লাইন ৬ এন এন ৩৫ ক্রসিং গেটে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে রেল লাইনের বড় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

*আয়োজিত হল শ্রমিকদের অধিকার ও সুরক্ষা বিষয়ক কর্মশালা*


বীরভূম:-ডিস্ট্রিক লেবার ডিপার্টমেন্ট ও নানুর পঞ্চায়েত সমিতির সহায়তায় এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় শ্রমিকদের অধিকার ও সুরক্ষা বিষয়ক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার নানুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে।

উক্ত আলোচনায় নারী ও শিশু পরিযায়ী শ্রমিকদের অধিকার সুরক্ষা বিষয়ক আলোচনা হয়। 

মাইগ্রেন্ট রেজিলেন্স কোলাবরেটিভ প্রোগ্রামের মূল উদ্দেশ্যই ছিল সেভ মাইগ্রেশন ও সকলের জন্য সন্মান। শ্রমিকদের ও তার পরিবারের সামাজিক সুরক্ষা,আইনি সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শিবির । এছাড়াও ২৪ ঘণ্টা পরিষেবায় চালু শ্রমিক হেল্প লাইন নাম্বারের সুবিধা,শ্রম দপ্তরের মাধ্যমে শ্রমিকদের নানাবিধ সহযোগিতা ,জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি, সি ডাব্লিউ সি, লোক আদালত ইত্যাদি সহায়তা পেতে পারে শ্রমিকরা। কাজের ক্ষেত্রে কোন অনাকাক্ষিত ঘটনায় বিপদ গ্রস্ত শ্রমিক হেল্প লাইনের সাহায্যে তার সমস্যা জানাতে পারেন শ্রমিক বা তার পরিবারের যে কোন ব্যক্তি।

 নারী পুরুষ সমকাজে সমবেতন, মহিলাদের গর্ভবস্থায় ছুটি ও কম্পেনসেসান এর অর্থ পাওয়ার সুযোগ এবং অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা বীমা ও পিএফ হিসেবে আর্থিক সুবিধা পাওয়ার জন্য বিনা মূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন লেবার ইন্সপেক্টর ।

৪০ হাজার মহিলাদের নিয়ে ফিল্ডের কাজের অভিজ্ঞতা নিয়ে গ্রাম সেবিকা তৃপ্তি মন্ডল জানালেন যে এই বিষয়ে ওনাদের পরিবার গুলিকে সচেতনার জন্য আগামী দিনে সংঘ মহাসংঘ স্তরে আরো আলোচনার প্রয়োজন।এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন পাল, নানুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত বড়ুয়া, শ্রমিক ইন্সপেক্টর চয়ন সাহা, পরিযায়ী শ্রমিক সহ নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর হেমন্ত প্রধান প্রমুখ।

নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্পাদিকা রহিমা খাতুন জানান,"যে আগামী দিনে কোন মহামারী বা দুর্যোগ আসলে বাংলার অসংগঠিত পরিযায়ী শ্রমিকরা শ্রম অধিকার পেতে তারা সাহসী ভূমিকা গ্রহণ করবে। ভিনরাজ্যে গিয়েও নিরাপদে কাজ এবং সম্মানের সাথে পরিবারের সকলকে নিয়ে সুস্থ্য জীবন জীবিকা নির্বাহ করবেন।

*গোটা রাজ্য জুড়েই চলবে লু-এর তাণ্ডব! জেনে নিন আজকের আবহাওয়া*


সকাল থেকেই অস্বস্তির আবহাওয়া গোটা রাজ্য জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে এদিন কলকাতা-সহ সাত জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এক্ষেত্রে শুকনো গরম হাওয়া বইবে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১.৭°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১.৮° সেলসিয়াস। এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার পরিষ্কার থাকবে। তবে গরম ও অস্বস্তির আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে ।

*আজকের রাশিফল ২১শে এপ্রিল ( শুক্রবার)*


মেষ রাশি: অতীতের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। আপনি আজ হঠাৎ করে কোনো সফর করতে পারেন। অত্যধিক ব্যস্ততার মধ্যে আজকের দিনটি কাটবে।

বৃষ রাশি- কোনো সন্দেহজনক জায়গায় আজ অর্থ বিনিয়োগ করবেন না। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান।

মিথুন রাশি- শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। আপনার রসিক মনোভাব আজ কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে।

ধনু রাশি: অতীতে অযথা অর্থব্যয়ের কারণে বর্তমান সময়ে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। শরীর নিয়ে আজ অযথা চিন্তা করবেন না। আপনি আজ কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন এবং সেখানে গিয়ে অনেকেটা ভালো লাগবে।

মকর রাশি: দীর্ঘদিন ধরে বাড়ির কোনো ফেলে রাখা কাজ শেষ করার জন্য আজকের দিনটি উপযুক্ত। আপনি আজ ঘাড় অথবা পিঠের ব্যথায় ভুগতে পারেন। তাই, অবশ্যই বিশ্রাম নিন এবং চিকিৎসকদের পরামর্শও গ্রহণ করুন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, খাওয়াদাওয়ার ব্যাপারেও সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন।

মীন রাশি: আপনার যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে নিজের মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির প্রতি সতর্ক থাকুন। বিশেষ করে আপনার মানিপার্সটি আজ নিরাপদ স্থানে রাখুন। নাহলে সেগুলি চুরির সম্ভাবনা রয়েছে।

*পঞ্চায়েত ভোট নিয়ে বড় ঘোষণা অভিষেকের*

গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে প্রার্থী নিয়ে গোপন ব্যালটে মতামত দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। "সব ভোটেই বন্ধ ঘরে প্রার্থী ঠিক হতো। সুপারিশ আসে, সিদ্ধান্ত নেয় নেতৃত্ব", জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার ভারতে প্রথমবার গ্রামে মানুষের পঞ্চায়েত করতে মানুষের মতামত নিতে চলেছে এই দল। বাম আমলে ভোট নিয়ে রক্তস্নান হত, বাম শিবিরকে এভাবেই কটাক্ষ করলেন অভিষেক।