*প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, মানতে নারাজ বিজেপি*
খবর কলকাতা: বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের গেটে পঞ্চায়েত প্রধানকে হটানোর দাবি তুলে পোস্টার। প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। তবে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ বিজেপি । আজ সাতসকালে সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের গেটে পঞ্চায়েত প্রধানকে হাটানোর দাবি তুলে পোস্টারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে কৌতুহল তৈরি হয়।একেবারে পঞ্চায়েত অফিসের প্রধান ফটকে এই পোস্টার দেওয়া হয়েছে ।
যেখানে প্রথমেই লেখা রয়েছে বিজেপি এবং তার নীচে লেখা রয়েছে " অত্যাচারী , দুরাচারি , পরীবাদী পার্টির কর্মীদের সাথে দুর্ব্যবহারকারী ডিহিপাড়া পঞ্চায়েত প্রধানকে হটান , ডিহিপারা পঞ্চায়েতের বিজেপির সংগঠন বাঁচান সকল বিজেপি কর্মীদের কাছে আমাদের অনুরোধ আসুন আমরা সবাই মিলে আন্দোলন করে এই পঞ্চায়েত প্রধানকে পরিবর্তন করি "।আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসকবিরোধী রাজনৈতিক তরজা ।
ডিহিপারা পঞ্চায়েত প্রধান মুনমুন ঘোষ বলেন , "বিজেপি এই পোস্টার দিতে পারেনা। কেননা আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই।"এটা তৃণমূলের চক্রান্ত বলেই মনে করছেন তিনি।
বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল বলেন , "বিজেপির অবস্থাটা ভাবুন বিজেপির লোকেরাই বিজেপির পঞ্চায়েত প্রধানকে হটাতে চাইছে। বিজেপির মধ্যে চরম হতাশা চলছে। এটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে।"এছাড়াও তিনি বলেন , বিজেপিকে উৎখাত করে ওখানে মা মাটি সরকারের তৃণমূলের পঞ্চায়েত গঠন হোক ।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস অবশ্য বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ মানতে নারাজ । পঞ্চায়েত প্রধানের সুরে সুর মিলিয়ে তিনি বলেন , "এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয় এর পেছনে তৃণমূল যুক্ত রয়েছে বলে তিনি দাবি করেন "।
Mar 31 2024, 17:41