/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *গার্ডেনরিচ কান্ডের ছায়া এবার উত্তর দমদমে* West Bengal Bangla
*গার্ডেনরিচ কান্ডের ছায়া এবার উত্তর দমদমে*
*খবর কলকাতা:* শনিবার রাতে একেবারে গার্ডেনরিচের ধাঁচে উত্তর দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় ইতিমধ্যেই বিমানবন্দর থানার পুলিশ ১৮ জনকে আটক করেছে।উত্তর দমদম পৌরসভার ১৭নং ওয়ার্ডের ওয়ার্ড কার্যালয়ের থেকে ঢিল ছোড়া দূরত্বে বেআইনি নির্মাণের একাংশ ভেঙে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার পর থেকেই এলাকায় দেখা মেলেনি কাউন্সিলর সিআইসি মহুয়া শীলের। ঘটনাস্থলে এসে উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস জানান ,গোটা বিষয়টি পৌরপ্রধান খতিয়ে দেখছেন।বিরাটির শরৎকালোনির শরৎ বোস রোডে বেআইনি প্রোমোটিং ভেঙ্গে মৃত এক।এই বাড়ির লাগোয়া বাসিন্দা কেযা শর্মা চৌধুরী, বয়স ৪৫।বিল্ডিংর একাংশ ভেঙে তার মৃত্যু হয়।

এলাকায় যথেষ্ট চাঞ্চল্য, স্থানীয় বাসিন্দাদের দাবি অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বহুতলটি। আজ ৩ প্রোমোটার সহ কন্টাক্টার ২ জন লেবার ইনচার্জকে গ্রেফতার করা হয়েছে। মোট ৬জন গ্রেফতার।গ্রেফতার করেছে বিমানবন্দর থানার পুলিশ। সাজিব সেন ওরফে সাজু,গৌতম দে ও সৌভিক মজুমদার ৩ জন হল প্রোমোটার। গ্রেফতার অজয় পাতিল হল লেবার কন্টাকটার।
*রবিবাসরীয় প্রচারে ঝাড়গ্রামের  তৃণমূলের প্রার্থী*

*কেকেএনবি:* আবহাওয়ার উত্তাপ বারার সঙ্গে বাড়ছে রাজনৈতিক প্রচারের উত্তাপ।রবিবারে সকাল থেকেই ঝাড়গ্রাম শহরে প্রচার করছেন তৃনমূলের প্রার্থী কালিপদ সরেন। রোদ ওঠার আগেই একাধিক ওয়ার্ড ঘুরে এলাকার চা দোকানে বসে চায়ের সাথে আড্ডা জমান তিনি। আড্ডার মাঝেই শুনে নেন এলাকার মানুষের অভাব অভিযোগ।

চা খেতে খেতেই উঠে গিয়ে বয়ঃজ্যোষ্ঠ লোকেদের সাথে কথা সেরে নিচ্ছেন। কদমকানন এলাকায় ১ নম্বর ওয়ার্ডে মানুষ অভিযোগ করেন লেভেল ক্রসিং নিয়ে। চরম হায়রানির শিকার হতে হয় তাঁদের। বিষয়টা গুরুত্বর সাথে দেখবেন বলে আশ্বাস দিলেন প্রার্থী। এদিন সারাদিন শহরেই প্রচার সারবেন তিনি। যেহেতু ছুটির দিন জেলা সদরে সবাই বাড়িতে থাকবেন তাই রবিবার ঝাড়গ্রাম শহরে প্রচার।

বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ চড়া হওয়ায় দুপুরববেলা প্রচার বন্ধ রেখে দলীয় কর্মীদের সাথে আলোচনা সারবেন বলে জানালেন প্রার্থী নিজে। ফের বিকেলে শহরে প্রচার করবেন। গতকালই বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। তবে আজ তাকে কোথাও দেখা যায়নি। প্রচারে এখনো এগিয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তৃণমূলের প্রার্থী কালিপদ সরেন।
*সোনামুই নার্সারি ফুটবল কোচিং  ক্যাম্প* 
*খেলা*
*খবর কলকাতা:* হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত সোনামুই গ্রামের ক্রীড়াপ্রেমী মানুষ লকডাউন পরবর্তী সময় উপলব্ধি করলেন যে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা খেলার মাঠ ছেড়ে ক্রমশ মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তাই স্থানীয় ছেলে মেয়েদের মাঠমুখী করতে তারা সোনামুই গ্রামের অন্তর্গত সোনামুই বয়েজ স্কুলের মাঠে ২০২২ সালে ১৫-২০ জন ছেলেদের নিয়ে এক ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু করেছিলেন। যা ধীরে ধীরে স্থানীয় অঞ্চল গুলির যুব সম্প্রদায়ের মধ্যে একটা আগ্রহের সৃষ্টি করে। আজ এই ক্যাম্প শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫০ জন। উল্লেখ্য, এই ক্যাম্পের কিছু ছেলে বর্তমানে ময়দানের বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক জহর দাসের কাছ থেকে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। ২০২৩ সালে কলকাতা মাঠে  টাউন ক্লাবের হয়ে ৫ম ডিভিশন লিগে অংশগ্রহণ করেছে। এছাড়া  ইউনাইটেড স্পোর্টস একাডেমিতে অনূর্ধ্ব ১৫ দলে জায়গা করে নিয়েছে। বর্তমানে এই প্রশিক্ষণ শিবির থেকে বেশ কিছু ছেলে এআইএসএফ পরিচালিত অনূর্ধ্ব ১০ এবং ১২ বছর বয়স বিভাগের বেবী লীগের খেলায় অংশগ্রহণ করতে চলেছে। এহেন সামাজিক কাজে ছেলেদের উৎসাহিত করে খেলার মাঠ মুখী করাতে খুশী স্থানীয় প্রশাসন সহ , এলাকার মানুষজন।

*ছবি সৌজন্যে: কর্তৃপক্ষ।*
হালিশহরে মহাপ্রভুর পুজো দিয়ে জয়লাভের প্রার্থনা অর্জুন সিংয়ের

উত্তর ২৪ পরগনা: শ্রীচৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরী বসবাস করতেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অর্ন্তগত হালিশহরেই। গুরুদেবের বাস্তুভিটা থেকে মাটি নিয়ে শ্রীচৈতন্য তিলক কাটতেন। তাঁকে অনুসরণ করে অন্যান্য চৈতন্য-ভক্তরাও তাই করতেন। মাটি নিতে নিতে বড় জলাশয়ের সৃষ্টি হয়েছে, যা আজ “চৈতন্য ডোবা” নামে পরিচিতি লাভ করেছেন।

শনিবার বেলায় হালিশহরের চৈতন্য ডোবায় মহাপ্রভুর মন্দিরে দোল মহা উৎসব উপলক্ষে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ চাইলাম, যাতে অসুর শক্তি নাশ করে ভোট যুদ্ধে তিনি জয়লাভ করতে পারেন।

শনিবারসীয় সকালে প্রচারে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়

উত্তর ২৪ পরগনা: শনিবার সকালে উত্তর দমদমের নিমতা কালচার মোড় থেকে বিরাটি ব্রিজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে প্রচার চালালেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। তার সমর্থনে এদিন প্রচারে অংশ নেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর দমদমের পুরপ্রধান বিধান বিশ্বাস। ধামসা মাদল থেকে ব্যান্ড ও নৃত্যের মাধ্যমে চলে প্রচার অভিযান। প্রায় হাজার দশেক তৃণমূল কর্মী সমর্থকরা এদিন এই শোভাযাত্রায় অংশ নেন। নিমতা কালচার মোড় থেকে শুরু করে গোটা এম বি রোড ধরে চলে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার মধ্যে দিয়েই ভোটের আবেদন জানান তৃণমূল প্রার্থী। তার সমর্থনে জনগণের কাছে ভোটের দাবি করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ হওয়ার লড়াই লড়ছেন বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায়। তিনি জানান, "প্রচারে ভালো সাড়া পাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে মানুষ আমাদের সমর্থন জানানোর আশ্বাস দিচ্ছেন।"ডায়মন্ড হারবারে বিরোধীরা এখনো প্রার্থী না দিতে পারা প্রসঙ্গে তিনি বলেন, অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে বিরোধীদের এরকম বুকের পাটা নেই।শাহজাহানকে ইডি নিজেদের হেফাজতে নিতে বসিরহাট আদালতের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে বলেন, বিষয়টি আদালতে রয়েছে এ বিষয় কোন মন্তব্য করব না।

*কবিতা*

অব্যক্ত যন্ত্রনা

গোপাল মাঝি

পথ চলতে দেখা হলো

হলো পরিচয়,

পরিচয়টা গাঢ় হতেই

হলো পরিণয় |

হাত বাড়িয়ে করতে তুমি

আমায় আহ্বান,

চিরদিন তো কাছেই আছি

দিয়ে মন -প্রাণ |

কর্ম -সূত্রে দূরে থাকি

হয়না তেমন দেখা,

ভিডিও কলে দু'জন মিলে

বলি মনের কথা |

ছেড়ে তোমায় থাকি বলে

কতই কষ্ট হয়,

পাথর যদি হতাম আমি

সহ্য করা যায় |

ভিডিও কলে বললে কিছু

কেন কর তিরস্কার,

ভাববো কি এটাই আমার

পাওনা পুরস্কার!

বন্ধ থাক ভিডিও কল

ফোনে হোক কথা,

কিছুটা তো বলতে পারবো

মনের যতো ব্যথা |

লোহায় মরিচা পড়তে থাকে

রাখলে বাইরে ফেলে,

মনের টানে ভাঁটা পড়ে

পুরনো কি হলে!

পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

খবর কলকাতা: তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা এলাকায়। রঘুনাথপুর শহর ও রঘুনাথপুর এক নম্বর ব্লকের পক্ষ থেকে রোড শো করার কথা ছিল রঘুনাথপুর ব্লকডাঙ্গা এলাকা থেকে। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী পৌঁছেও যান সেখানে।কিন্তু দেখা যায় সেখান থেকে ১৫০ মিটার দূরে জড়ো হয়েছিল তৃনমূলের শ্রমিক সংগঠনের বহু নেতা এবং কর্মী।

রঘুনাথপুর ব্লকডাঙ্গা থেকে মিছিল দিয়ে শুরু হওয়ার কথা ছিল সেখানে পৌঁছে বিষয়টি জানতে পারেন অরুপ চক্রবর্তী । তার কাছে এসে কয়েকজন কর্মী বলেন, ওখানে আলাদা গ্রুপ করা হয়েছে । বিষয়টি শুনে ক্ষুন্ন হন তিনি। এরপর কর্মীদের মান ভাঙাতে সেখান থেকেই মিছিল শুরু করেন তৃণমূল পার্থী অরূপ চক্রবর্তী। ভিড় ছিল বাড়ি যাচ্ছিল না। তাই ডাকতে গেছিলাম সাফাই অরূপ চক্রবর্তীর।

অন্যদিকে, বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারও রঘুনাথপুর বিধানসভার বেড়ো অঞ্চলে প্রচার চালান তিনি। ভোট এখন প্রায় দুই মাস বাকি তবু এক ইঞ্চি মাটি ছাড়তে নারাজ তৃণমূল বিজেপি সবাই ।

*প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল, মানতে নারাজ বিজেপি*

খবর কলকাতা: বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের গেটে পঞ্চায়েত প্রধানকে হটানোর দাবি তুলে পোস্টার। প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। তবে গোষ্ঠী কোন্দল মানতে নারাজ বিজেপি । আজ সাতসকালে সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের গেটে পঞ্চায়েত প্রধানকে হাটানোর দাবি তুলে পোস্টারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে কৌতুহল তৈরি হয়।একেবারে পঞ্চায়েত অফিসের প্রধান ফটকে এই পোস্টার দেওয়া হয়েছে ।

যেখানে প্রথমেই লেখা রয়েছে বিজেপি এবং তার নীচে লেখা রয়েছে " অত্যাচারী , দুরাচারি , পরীবাদী পার্টির কর্মীদের সাথে দুর্ব্যবহারকারী ডিহিপাড়া পঞ্চায়েত প্রধানকে হটান , ডিহিপারা পঞ্চায়েতের বিজেপির সংগঠন বাঁচান সকল বিজেপি কর্মীদের কাছে আমাদের অনুরোধ আসুন আমরা সবাই মিলে আন্দোলন করে এই পঞ্চায়েত প্রধানকে পরিবর্তন করি "।আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসকবিরোধী রাজনৈতিক তরজা ।

ডিহিপারা পঞ্চায়েত প্রধান মুনমুন ঘোষ বলেন , "বিজেপি এই পোস্টার দিতে পারেনা। কেননা আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই।"এটা তৃণমূলের চক্রান্ত বলেই মনে করছেন তিনি।

বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল বলেন , "বিজেপির অবস্থাটা ভাবুন বিজেপির লোকেরাই বিজেপির পঞ্চায়েত প্রধানকে হটাতে চাইছে। বিজেপির মধ্যে চরম হতাশা চলছে। এটা একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে।"এছাড়াও তিনি বলেন , বিজেপিকে উৎখাত করে ওখানে মা মাটি সরকারের তৃণমূলের পঞ্চায়েত গঠন হোক ।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস অবশ্য বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ মানতে নারাজ । পঞ্চায়েত প্রধানের সুরে সুর মিলিয়ে তিনি বলেন , "এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয় এর পেছনে তৃণমূল যুক্ত রয়েছে বলে তিনি দাবি করেন "।

*মেদিনীপুরের নারায়ণগড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গচিত্র, শুরু রাজনৈতিক তরজা*

খবর কলকাতা: লোকসভার ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক পারদ চড়ছে তুঙ্গে। শাসক হোক বা বিরোধী বাকযুদ্ধে নেই পিছিয়ে কেউ। তবে বাকযুদ্ধ থেকে এবার এসেছে ব্যঙ্গচিত্রে। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গ চিত্রসহ ফ্লেক্স দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার খালিনা এলাকাতে।

সকাল থেকে এলাকায় বিজেপির প্রার্থীকে নিয়ে নানান ধরনের ব্যঙ্গচিত্র এঁকে ফ্লেক্স লাগানো হয়েছে। ফ্লেক্সের নিচে লেখা ছিল প্রচারে "কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জবকার্ড হোল্ডার"। আর রাস্তার ধারে এইরকম ব্যঙ্গচিত্রসহ ফ্লেক্স দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর এই ফ্লেক্স লাগানোর পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত বলে সরাসরি অভিযোগ আনলেন বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পল।

এদিন তিনি দাঁতনে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "এধরনের যত ছোট কাজ, নিম্ন রুচির কাজ সবই তৃণমূল কংগ্রেসের করা। বসিরহাটে তৃণমূলের প্রার্থী সন্দেশখালীর রেখা পাত্রের নামেও তৃণমূল নোংরা পোস্টার ছেড়েছে এইসব কাজ তাদেরই মানায়"। যদিও এই ঘটনার সাথে তৃণমূল কোন ভাবে জড়িত নয় বলে দাবি নারায়নগড় ব্লক তৃণমূলের এস সি সেলের সভাপতি সুশান্ত ধল এর।

তিনি বলেন," গরিব মানুষ ১০০ দিনের কাজের টাকা কাজ করা সত্ত্বেও পাননি। কেন্দ্র সরকার বঞ্চিত করে রেখেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি বিশেষ দলের সঙ্গে যোগ সাজোসে প্রভাবিত হয়ে বেশ কিছু রায় দিয়েছেন। অথচ গরিব মানুষদের প্রাপ্য টাকার বিষয়ে গরিব মানুষদের প্রতি বিরূপ মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই এই ধরনের বঞ্চিত জব কার্ড হোল্ডাররা ফ্লেক্স লাগিয়েছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই"।

মধু জি আই তকমা পাওয়ার পর সুন্দরবনে সর্বপ্রথম শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ

এসবি নিউজ ব্যুরো: এবছর আবার শুরু হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের এলাকায় মধু সংগ্রহ করার জন্য ম‌উলেদের‌ কাছ থেকে আবেদন পত্র সংগ্রহ করা হয়েছিল। প্রাথমিক ভাবে বনদফতর ম‌উলেদের‌ ৯১ টি দলকে জঙ্গলে ঢোকার অনুমতি দেবে। মোট মউলো থাকবে ২৪০ জন মধু সংগ্রহ করতে যাবে। সুন্দরবনের জঙ্গল-লাগোয়া, নদী-খাঁড়িতে লাগাতার বাঘের হানায় মানুষের মৃত্যু হচ্ছে। তাই মধু সংগ্রহ করতে গিয়ে জঙ্গলে গিয়ে ম‌উলেদের‌ প্রাণহানি হলে মাথা পিছু দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছে বনদফতর ।

এবছর সরকার নির্ধারিত মধুর দাম কেজি প্রতি ৩০০ টাকা । আর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১০ টন ।সুন্দরবনের মধুর সুখ্যাতি জগৎজোড়া।প্রতিটি মধু সংগ্রহকারী দলে থাকে ৬ জন করে ম‌উলে । এই মধু সংগ্রহকারী বছরের অন্যান্য সময় সুন্দরবনের খাল-বিলে মাছ কাঁকড়া ধরে জীবন-জীবিকা অতিবাহিত করেন ।

বছরের এই সময়টায় বনদফতরের থেকে বিশেষ অনুমতি নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে জীবনের বাজি রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে তাঁরা বেরিয়ে পড়েন মধু সংগ্রহের কাজে । মউলেরা জঙ্গল থেকে যাতে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসে, সেই প্রার্থনা করে চলছে বনবিবির কাছে পূজার্চনা।অভিজ্ঞ মউলেরা জঙ্গলে নেমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। মৌচাক দেখতে পেলেই বিশেষ আওয়াজ করে সবাইকে এক জায়গায় জড়ো করেন। তারপর আগুনের ধোঁয়া দিয়ে মধু সংগ্রহের কাজ চালান ।

প্রতিবছর এই মধু সংগ্রহের সময় সুন্দরবনে বাংলাদেশের দুষ্কৃতীদের আনাগোনা বেড়ে যায়। বাংলাদেশী দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিশ প্রশাসন ও বনদফতরের উদ্যোগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন দিকে।প্রাথমিক ভাবে ১৫ দিনের জন্য মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে। প্রথম ১৫ দিনে সংগৃহীত মধু বনদফতরের কাছে জমা দিয়ে ফের দ্বিতীয় দফায় জঙ্গল থেকে মধু সংগ্রহের জন্য রওনা দেবেন মউলেরা। বন দফতরের তরফে মউলেদের সংগৃহীত মধু সরকারি দাম কেজি প্রতি ৩০০ টাকায় কিনে নেওয়া হবে । আর সংগৃহীত মোম মউলেরা খোলা বাজারে বিক্রি করতে পারবেন ।

মউলেদের সংগ্রহ করা ওই মধু বনদফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন ।সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে ‘মৌবন’ নামে বাজারে বিক্রি করবে তারা । ফরেস্ট কর্পোরেশনকে দেওয়ার পরেও মধু বাড়তি থাকলে তা বন দফতরের তরফেই বাইরে বিক্রি করা হবে ।