দীর্ঘ দুই মাস ধরে জলের সংকটে ভুগছে এলাকার বাসিন্দারা
*এসবি নিউজ ব্যুরো:* পবিত্র রমজান মাসের গ্রীসের তাপদাহ। আর এমনি সময়ে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় আসছে না পানীয় জল।পাইপ লাইন আছে নেই জল।দীর্ঘ দুই মাস ধরে জলের সংকটে ভুগছে এলাকার বাসিন্দারা। পাইপ লাইন তৈরি হয়েছে প্রায় কয়েক বছর হয়ে গেল।আগে জল আসলেও প্রায় দুই- আড়াই মাস ধরে বিন্দুগ্রাম , লুথার পাড়া , ঘাট পাড়া , খুন্তি পাড়া , বাধিয়াপাড়া , হাড্ডিবন্না, লোহা পট্টি , কোথাও যাচ্ছেনা আর্সেনিক মুক্ত জল । গ্রামবাসীদের পার্শ্ববর্তী গঙ্গা থেকে রান্নাবান্না ও স্নানের জল বয়ে আনতে হচ্ছে এই রমজানের উপবাসের মধ্যেই। ঘরের মা বোনেরা এই উপবাসের মধ্যে কষ্ট করে জল বহন করে নিয়ে আসছেন ।এলাকাবাসীর অভিযোগ PHP দফতর ঠিকভাবে কাজ করছে না , এলাকার পাইপ লাইন মেইন্টেনেন্স এর জন্য প্রতিবছর যে টেন্ডার হয় সেগুলি মেইনটেনেন্সের কাজ হয় না । খরার তীব্র তাপ প্রবাহে , এলাকার মানুষ জলের জন্য হাহাকার করছেন । প্রশাসনের তরফ থেকেও এই ব্যাপারে কোন উচিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না । এলাকার মানুষজন চান দ্রুত এই সমস্যার সমাধান করা হোক ।
এলাকার খাদ্য কর্মাধ্যক্ষ মালতি মন্ডল ঘোষের প্রতিনিধি বাবলু ঘোষ জানালেন, আমরাও বারবার অভিযোগ করেছি , কিন্তু, পিএইচ দপ্তর এই ব্যাপার গুলো নিয়ে কোন পদক্ষেপই গ্রহণ করছে না । তবে তিনি জানালেন, এলাকার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে একটি জল প্রকল্পের উদ্বোধন হয়েছে । প্রকল্পের কাজ সম্পন্ন হলে এক থেকে দেড় বছরের মধ্যে এলাকার মানুষের জল সমস্যা আর থাকবে না বলে জানালেন । এর জন্য তিনি নিজে জমি দান করেছেন । এই প্রকল্পের মাধ্যমে চৌদ্দটি মৌজার মানুষ উপকৃত হবে বলে তিনি জানালেন ।
Mar 18 2024, 09:21