বাংলাদেশ থেকে ভারতে সোনা চোরা চালানর আগেই উদ্ধার ৬৯.২৭ লক্ষ টাকার সোনা
উত্তর ২৪ পরগণা : বাংলাদেশ থেকে ভারতে সোনা চোরা চালানোর আগেই ৬৯.২৭ লক্ষ টাকার সোনা উদ্ধার করল দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার সীমান্ত চৌকি জয়ন্তীপুরের ০৫ বাহিনীর বিএসএফের জাওয়ানরা।বিএসএফ সূত্রে খবর তারা গোপন সূত্রে খবর পায় এবং এক সন্দেহভাজন ভারতীয় ব্যক্তিকে আটক করে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় ০৯টি সোনার বিস্কুট।যার ওজন ১.০৪৯ গ্রাম। মলদ্বারে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারত পাচারের চেষ্টা করছিল। আটক সোনার আনুমানিক বাজার মূল্য ৬৯,২৭,৬২৪/- টাকা। বিএসএফ সূত্রে আরো জানা যায় ধৃত পাচারকারীর নাম মেহেরুদ্দিন মালি। পিতা - রুমজান মালি, গ্রাম - জয়ন্তীপুর (ছত্তিসগড়িয়া), জেলা- উত্তর ২৪ পরগনা (পঃ বঃ), সীমান্ত বেড়ার সামনে।জিজ্ঞাসাবাদে মেহেরুদ্দিন মালি জানায় যে, সে তার গ্রামের জয়ন্তীপুর।(ছত্তিসগড়িয়া) বিপরীতে অবস্থিত বাংলাদেশের সাদিপুর গ্রামের মিলন শেখের কাছ থেকে ০৯ পিস সোনার বিস্কুট পেয়েছে। বিএসএফ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৮সালে একটি মানব পাচারের মামলায় বিএসএফ দ্বারা গ্রেপ্তার হয়ে বনগাঁয় জেলে ছিলেন।আটক ব্যক্তি ও জব্দকৃত জিনিসপত্র শুল্ক বিভাগ পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে।
Mar 18 2024, 09:18