ব্যারাকপুরে পার্থর সিন্ডিকেট রাজ খতম করতে হবে তোপ অর্জুন সিংয়ের
উত্তর ২৪ পরগনা: ব্যারাকপুর থেকে পার্থ-র সিন্ডিকেটরাজ খতম করতে হবে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই তৃণমূল প্রার্থীকে নিশানা করলেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, ভোটের মুখে নৈহাটির গৌরীপুর জুটমিল খোলার আশ্বাস দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু গৌরীপুর মিল এখনও খোলে নি। মিল না খোলায় বেজায় চটেছেন শ্রমিক মহল্লার মানুষজন। এই বন্ধ মিল নিয়ে শ্রমিক নেতা তথা সাংসদ অর্জুন সিং বলেন, গৌরীপুর জুটমিল চালু নিয়ে শ্রমিকদের সঙ্গে ভাওতাবাজি করা হয়েছে। রঙ কল, সিসি কারখানা-সহ অনেক কলকারাখানা গৌরীপুরে এখনও বন্ধ। সাংসদ অর্জুন সিং বলেন, পার্থ ভৌমিক সর্বদা ডুয়েল গেম খেলে। ব্যারাকপুরের মানুষ এবার ভোটে এর জবাব দেবে। তাঁর অভিযোগ, নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কমিটি জোর করে দখল করে নেওয়া হয়েছে। অরবিন্দ রোডের হকার ভাইদের অবস্থা অত্যন্ত শোচনীয়। সাংসদের দাবি, এবার পার্থ ভৌমিকের সিন্ডিকেটরাজ খতম করতে হবে। ভোট পরবর্তী হিংসার নায়ক পার্থ ভৌমিক ও জ্যোতিপ্রিয় মল্লিক। সিবিআই ওই দুজনের নামে এফআইআর করেছিল। ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তও চলছে। সাংসদ অর্জুন সিং বলেন, ২০১৯ সালে ব্যারাকপুর থেকে বিজেপি জিতেছিল। এবারও বিজেপি জিতবে।
Mar 14 2024, 17:14