উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তর ২৪ পরগনা: বুধবার উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দরে দাসপুরে কারখানায় আগুন লাগা প্রসঙ্গে তিনি বলেন,এই ঘটনায় ২০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, এটা ঠিক হতে ৬-৭মাস সময় লাগবে।যতদিন না কারখানা আবার চালু হচ্ছে ততদিন পরিবার গুলিকে আড়াই হাজার টাকা করে দেবে।
চুঁচুড়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু প্রসঙ্গে ,এই পরিবারগুলোকে দুই লক্ষ টাকা করে আমরা দিচ্ছি।
মানুষের মৃত্যুর বদলে টাকা কিছুই নয়। অনেক সময় এই টাকাটা যারা থেকে গেল তাদের কাজে লাগে।
ভবানীপুরের ব্যবসায়ী খুন হওয়া প্রসঙ্গে বলেন ,এখন আমি সেখানে যাচ্ছি, পরিবারের সঙ্গে দেখা করতে।
শিলিগুড়িতে সভা বাতিল প্রসঙ্গে
সব হবে, মিছিল বাতিল করেছি কারণ নির্বাচন আসলে আমাকে মিছিল করতেই হবে আর অনেক জায়গায় মিছিল হবেও সবই একসাথে হয়ে যাবে। প্রোগ্রাম আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি ইতিমধ্যেই ৩-৪ জায়গায় ঘুরলাম। আমার অবস্থান স্পষ্ট। সিএএ এবং এনআরসি নিয়ে।
আসামের মুখ্যমন্ত্রীও বলেছেন, সিএএতে সত্যিকারের নাগরিকত্ব পাওয়া যাবে না।।এটা হচ্ছে লোক দেখানো এবং লোক ঠকানো। এর পেছনেই হচ্ছে এনআরসি।ওটা মাথায় ওটা লেজুর। দুটোই করতে দেব না। আগে যেটা ছিল ডিএম সার্ভে করে দিয়ে দিত কোন অসুবিধা ছিল না। জেলাশাসকের থেকে ক্ষমতাটা কেড়ে নেওয়া হল।আমেরিকায় ঘুরতে গেলে পাঁচ বছর থাকলে গ্রীন কার্ড পায়। পৃথিবীর বিভিন্ন দেশে পাঁচ বছরের থেকে দশ বছরের মধ্যে নাগরিকত্ব পায়।সুতরাং বছর পাঁচেক দশেক থাকলে আবেদন করলে এমনিতেই পায়। সেই পদ্ধতি চালু করে তো হয়ে যায়।
আজকে আতঙ্ক। যে আবেদন করবে তার সম্পত্তির অধিকার কি থাকবে।
তার আগের গুলো সবই তো বাতিল হয়ে গেল, তার মানে। এটাতে একটা প্রশ্ন চিহ্ন আছে যা মানুষের জন্য ক্ষতিকারক। আমরা আগেও বলেছি এনআরসি করতে দেবো না। সিএএর সঙ্গে এনআরসি যুক্ত আছে। এটাতে কেউই লাভবান হবে না। মাঝখান থেকে আপনারা দেখেছেন আসামের উনিশ লক্ষ লোককে বাদ দেওয়া হয়েছিল এনআরসি ও সিএএ করতে গিয়ে। তাতে ১৩ লক্ষ হিন্দু বাঙালিও বাদ হয়েছিল। তাতে সংখ্যালঘু ও শিখরা বাদ হয়েছিল। নেপালিরা বাদ হয়েছিল। এই নিয়ে অনেক আগুন জ্বলেছে। আমরা চাই না নতুন করে আগুন জ্বালাতে।আমরা বাংলায় এটা চালু করতে দেব না।বাবুন ব্যানার্জি প্রসঙ্গে
যা বলার আমি শিলিগুড়িতেই বলে এসেছি। সেটাই অবস্থান।
Mar 13 2024, 16:22