আজ ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম জন্মতিথি
এসবি নিউজ ব্যুরো: অন্যান্য বছরের মতো এবছরও আজকের দিনটি মহাসমারোহে পালন করা হচ্ছে ঠাকুরের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে।ভোরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পূজা পাঠ।সকালে হয় প্রভাত ফেরী।বহু মানুষ ও ভক্তরা যোগ দেন এই প্রভাত ফেরীতে। কামারপুকুর শহর পরিক্রমা করে এই প্রভাত ফেরী।এছাড়াও সারাদিন ধরে চলবে ঠাকুরের নানান পূজা পাঠ ও ভক্তিমূলক গান।সাজিয়ে তোলা হয়েছে গোটা মঠ ও মঠ চত্বর। আজকের দিনে ঠাকুরের জন্মভিটায় হাজির হন ভিন জেলার ভক্তরা।
ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে।প্রায় ১৫-২০ হাজার ভক্তদের প্রসাদ দেওয়া হবে জানানো হয়।এছাড়াও কামারপুকুরের অন্যতম আকর্ষণ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে কামারপুকুর মেলা।সেই মেলা দেখতেও প্রতিদিন ভীড় জমান সাধারণ মানুষ।
Mar 12 2024, 13:50