গ্রাম গঞ্জে ঘুরে স্কুলছুটদের পাঠ দেওয়ার জন্য উদ্ভোধন অত্যাধুনিক পাঠশালা
এসবি নিউজ ব্যুরো : কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা লোকসভা নির্বাচনের বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে আজ থেকে বাঁকুড়ায় শুরু হল মোবাইল পাঠশালা। অত্যাধুনিক সাজে সজ্জিত এই পাঠশালা গ্রামে গ্রামে ঘুরে স্কুলছুটদের প্রাথমিকের পাঠ দেবে।
প্রয়োজনে স্কুলছুটদের ফের স্কুলের পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তুলবে। সম্প্রতি একাধিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় স্কুলছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হচ্ছে। বহু পড়ুয়া প্রাথমিকের পাঠ শেষ করার আগেই গিয়ে জুটছে কাজে। এই পরিস্থিতিতে শুধু রাজ্যের শিক্ষা দফতর নয়, কেন্দ্রীয় শিক্ষা দফতরও তা নিয়ে উদ্বিগ্ন। স্কুলছুটের সেই সংখ্যায় এবার রাশ টানতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের উদ্যোগে চালু হল মোবাইল পাঠশালা।
মোবাইল এই পাঠশালায় শুধু বইয়ের পড়া নয়, অডিও ভিস্যুয়াল ব্যাবস্থার মাধ্যমে অত্যাধুনিক পাঠ দানও করা হবে পড়ুয়াদের। একটি সরকার অধিগৃহীত কেন্দ্র সরকারী সংস্থার অর্থ সাহায্যে ও সেবা ভারতী নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় গ্রামে গ্রামে ঘুরে এই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে এই পাঠদানের কাজ করবে বলে জানানো হয়েছে।
Mar 10 2024, 16:46