*কবিতা*
"কেমন আছি আমি"
গোপাল মাঝি
কেন রুদ্র মূর্তি ধরে
শাসিয়ে গেলে তুমি,
একবার কি ভেবে দেখলে
কেমন আছি আমি?
অনেক প্রশ্ন করে গেলে
উত্তর কি দেবো,
সব প্রশ্নের উত্তর মিলবে
যেদিন চোখ মুদিব' |
এমন দিন ছিলনা আগে
মোদের এ' জীবনে,
মনের কথা বলতে পারতাম
আমরা তো দু' জনে |
হঠাৎ করে বিছানা ছাড়
হয়ে কেন গেল,
আমার প্রশ্নের উত্তরটা কি
তুমিই একবার বল |
রাতের বেলা বিছানায় শুয়ে
ঘুমাতে না পারি,
কেমন করে বাঁচি বল
প্রশ্ন করি তারই |
সন্দেহ রোগ বেসেছে বাঁসা
মনে যে তোমার,
বকছো তুমি আবোল -তাবোল
বয়স বাড়ারও পর |
নাক ডাকার শব্দে যদি
ঘর -বাড়ী কাঁপে,
কান দু'টি চেপেও কি
ঘুমাতে কেউ পারে?
চেষ্টা করলে সারান সম্ভব
এমন ধরণ রোগ,
সবাই আমরা ফিরে পাবো
আসবে মাহেন্দ্র যোগ |
Mar 09 2024, 20:10