চা বাগান এলাকায় ক্রেশ ও হেল্থ সেন্টার তৈরি করা নিয়ে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে প্রসাশনিক বৈঠক করলেন রাজ্য দুই মন্ত্রী
এসবি নিউজ ব্যুরো: চা বাগান এলাকায় ক্রেশ ও হেল্থ সেন্টার তৈরি করা নিয়ে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে প্রসাশনিক বৈঠক করলেন রাজ্য দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন," চা বাগান এলাকায় ক্রেশ ও হেল্থসেন্টার তৈরি করছে রাজ্য সরকার। ৭১টি ক্রেশ ও ৫২টি হেল্থ সেন্টার তার মধ্যে কোনটির কাজ শেষ হয়েছে এবং কোটনার কাজ চলছে।
এইগুলোর আমরা রেগুলার মনিটরিং করে মিটিং করলাম।" এর পাশাপাশি আরও বলেন, আগামী ৮ মার্চ ২৩টি ক্রেশ চালু হয়ে যাবে। অপরদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শেখ শাজাহান প্রসঙ্গে বলেন, পদক্ষেপ নিয়েছে সরকারের পুলিশ প্রশাসন। এবং বিচার প্রক্রিয়ার মধ্যে ব্যাপারটা আছে এর বাইরে কিছু বলার নেই। শুভেন্দু অধিকারী বলেছেন সিআইডিকে দিয়ে নয় সিবিআইকে দিয়ে তদন্ত করা হোক সেই প্রসঙ্গে তিনি বলেন, উনি কি বলছেন তার উপরে কোন কিছুই নির্ভর করে না। আর উনি যদি সবজান্তা হন, তাহলে সবজান্তা হবেন এটা ঠিক নয়।
Feb 29 2024, 20:17