দিন কয়েক পরেই বিয়ে, তার আগে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
এসবি নিউজ ব্যুরো: রাত পোহালেই বিয়ের আশীর্বাদ, তার আগেই নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন কলকাতা পুলিশের কনস্টেবল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত ওই কনস্টেবল এর নাম জয়ন্ত সরকার, বয়স ২৭ বছর। ওই কনস্টেবলের বাড়ি নদীয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাথনা এলাকায়। বর্তমানে সে কলকাতা পিটিএসে কর্মরত ছিলেন।
জানা যায় ওই কনস্টেবল পাঁচ বছর আগে চাকরি পেয়েছিলেন। পরিবারের সূত্রে খবর, পারিবারিক কোনো অশান্তি ছিল না তার। দিন কয়েকের মধ্যে তার বিয়ে হওয়ার কথা ছিল। আগামীকাল ছিল সেই বিয়ের আশীর্বাদ। পরিবারের কাছে গতকাল গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে ফোন করে আত্মঘাতীর বিষয়টি জানানো হয়। যানা যায় ওই কনস্টেবল কর্মরত অবস্থায় নিজেই নিজেকে গুলি করেন।
রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ময়নাতদন্তের পর আজ তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। তবে কোন পারিবারিক অশান্তি ছিল না বলে দাবি পরিবারের। কি কারনে এমন ঘটনা তা বুঝে উঠতে পারছে না পরিবার।।
প্রাথমিক অনুমান কোন বিষয়ে মানসিক অবসাদে ভুগছিল ওই কনস্টেবল জয়ন্ত সরকার। জয়ন্ত সরকারের বন্ধু সূত্রে জানা যায়, এর আগে জয়ন্ত সরকারের সঙ্গে এক যুবতীর রেজিস্ট্রি হয়েছিল। সেটি কোন কারণে আবার ডিভোর্স হয়ে যায়। এই ঘটনার পেছনে সেই কারণ রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে কনস্টেবল এর মৃত্যুর ঘটনায় শোকস্তব্দ গোটা এলাকা।
Feb 29 2024, 11:46