হাত ছাড়লেন কৌস্তভ, ২৪- ৪৮ ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন
উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস। কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তভ বাগচী। বুধবার ই-মেল মারফত দলের সমস্ত পদ থেকে ইস্তফাপত্র তিনি পাঠিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে।
এদিন বিকেলে ব্যারাকপুরের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কৌস্তভ বলেন, কংগ্রেসের সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করলাম। একপ্রকার বাধ্য হয়েই তিনি দল ছেড়েছেন। তবে নিজের বর্তমান সিদ্ধান্ত থেকে তিনি পিছু হটবেন না। দলের কেউ কেউ তাঁর বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ করছেন। এপ্রসঙ্গে কৌস্তভের সাফ জবাব, দলীয় কর্মীদের কাউকেই তাঁর সঙ্গে আসার জন্য অনুরোধ করবেন না।
কেউ স্বেচ্ছায় এলে তাঁকে স্বাগত জানাবেন। কৌস্তভের দাবি, জীবনে লুকিয়ে কিছু করিনি। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পরবর্তী সিদ্ধান্ত তিনি জানাবেন। তাহলে লোকসভা নির্বাচনের আগে কি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন কৌস্তভ, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
Feb 28 2024, 23:37