ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরি না বাড়ায় ধর্মঘটে জগদ্দলের জে জে আই জুটমিলের অস্থায়ী শ্রমিকরা
উত্তর ২৪ পরগনা: ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী বর্ধিত মজুরি না দেওয়ায় কাজ বন্ধ রেখে ধর্মঘটে জগদ্দলের জে জে আই জুটমিলের অস্থায়ী শ্রমিকরা। বুধবার সকাল থেকে ভাগা-ভাউচার অর্থাৎ অস্থায়ী শ্রমিকরা ধর্মঘটে সামিল হওয়ায় মিলে অচলাবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে মজুরি না দিলে তারা ধর্মঘট চালিয়ে যাবার হুঁশিয়ারি অস্থায়ী শ্রমিকদের। উল্লেখ্য, চলতি বছরের তিন জানুয়ারি ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ৩ ফ্রেবুয়ারি থেকে সমস্ত জুটমিল শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা। কিন্তু জগদ্দলের জে জে আই জুটমিলে চুক্তি অনুযায়ী অস্থায়ী শ্রমিকদের ৪৮৫ টাকা মজুরি দেওয়ার কথা। কিন্তু মিল কর্তৃপক্ষ মাত্র ২০ টাকা বাড়িয়েছে। ফলে মজুরি দাঁড়িয়েছে ৪৩০ টাকা।
শ্রমিকদের ধর্মঘট নিয়ে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক বিনয় মন্ডল বলেন, ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভাগা-ভাউচার কিংবা জিরো নাম্বার শ্রমিকদের মজুরি বাড়েনি। তাই ওরা ক্ষোভে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন। বিনয় বাবু জানান, এই মিলে শ্রমিক সংখ্যা ৩৫০০ জন।।তার মধ্যে ৬০ শতাংশ অস্থায়ী শ্রমিক। তার দাবি, অল্প সংখ্যক স্থায়ী শ্রমিক দিয়ে কখনই মিল চালানো সম্ভব নয়। অবিলম্বে অস্থায়ী শ্রমিকদের চুক্তি অনুযায়ী মজুরি দেওয়া হোক। তাহলেই সমস্যা মিটে যাবে।
Feb 28 2024, 12:55