রাজ্য সরকারের জাতীয় পরিবার সহায়তা প্রকল্পের সুবিধা পেল ২৪ জন অসহায় মহিলা, ৪০ হাজার টাকা করে চেক প্রদান করলেন পৌরসভার চেয়ারম্যান
এসবি নিউজ ব্যুরো:রাজ্যের একাধিক প্রকল্পের মধ্যে এক অন্যতম প্রকল্প জাতীয় পরিবার সহায়তা প্রদান। এবার এই প্রকল্পের সুবিধা পেল ২৪ জন স্বামীহারা অসহায় বিধবা মহিলা। ৪০ হাজার টাকার চেক ২৪ জন মহিলার হাতে তুলে দিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান। মঙ্গলবার বিকেলে শান্তিপুর পৌরসভায় জাতীয় পরিবার সহায়তা প্রধান প্রকল্পের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানের মধ্য দিয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, রাজ্য সরকারের এ প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত হয় শান্তিপুরের বিভিন্ন এলাকার ২৪ জন অসহায় মহিলা। যদিও তারা প্রত্যেকেই বিপিএল তালিকাভুক্ত। আজ তাদের হাতেই এই চেক প্রদান করা হলো। তবে এই প্রকল্পের আওতায় এককালীনই টাকা দেওয়া হয়, আগামীতে এই মহিলাটা যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন সেখানেও তাদের নাম নথিভুক্ত হবে আর মাসে মাসে তারা পাবেন বিধবা ভাতা।
প্রাপক মহিলারা জানাচ্ছেন, এমনিতে তাদের খুবই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে, আর তাদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন পৌরসভার আধিকারিকদের কাছে। আজ এই টাকা পেয়ে খুবই খুশি বলে জানাচ্ছেন তারা।
Feb 28 2024, 12:54