বিবাহের আগে নব দম্পতিদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক, পরামর্শ চিকিৎসাদের
এসবি নিউজ ব্যুরো: বিবাহের আগে নব দম্পতিদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক, না হলে নিজেদের ভুলের কারণে নবজাতকদের জন্য ঘটতে পারে প্রাণ হানি, এক থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির থেকে এমনটাই জানালেন চিকিৎসকেরা। সোমবার নদীয়ার হাঁসখালি ব্লকের তাহেরপুর থানার বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যে স্বাস্থ্য ভবনের আধিকারিক সহ জেলা স্তরের বিশিষ্ট চিকিৎসকেরা।
যদিও এই থ্যালাসেমিয়া শিবিরে নবদম্পতি থেকে শুরু করে যুবক-যুবতীরাও পরীক্ষা করাতে আসেন। চিকিৎসকদের দাবি, বিবাহের আগে প্রত্যেকেরই উচিত একবার করে থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া, কারণ দম্পতি দুজনেরই যদি থ্যালাসেমিয়া সংক্রমণ থাকে তাহলে নবজাতক জন্ম নেওয়ার পরে সেও আক্রান্ত হবে থ্যালাসেমিয়ায়, আর ১০ বছর যেতে না যেতেই তার প্রাণহানি হতে পারে।
যদিও রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটি হাসপাতাল এবং সাস্থকেন্দ্রে গুলিতে সচেতনতামূলক প্রচার ও থ্যালাসেমিয়া শিবেরর আয়োজন করা হয়েছে এর আগে থেকেই। মানুষও সচেতন হচ্ছে। আগামী দিনে সংক্রমণের সংখ্যা আরো যতটা কমিয়ে নিয়ে আসা যায় তারই চেষ্টা চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। তবে পরীক্ষা করাতে আসা আগত প্রত্যেকেরই সাথে খোলামেলা আলোচনা করেন চিকিৎসকেরা। যদিও এদিনের থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরে সাধারণের উৎসাহ ছিল যথেষ্টই।
Feb 27 2024, 09:13