/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ইষ্টবেঙ্গল জয় পেল ১-০ তে* West Bengal Bangla
*ইষ্টবেঙ্গল জয় পেল ১-০ তে*

খেলা

আইএসএল

খবর কলকাতা: গতকাল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-০ তে জয় পেল ইষ্টবেঙ্গল।আইএসএল এ পয়েন্ট টেবলে প্রথম ছয়ে শেষ করাই লক্ষ্য এবার লাল-হলুদের। তবে এদিনও খেলায় ধারাবাহিকতা বজায় না থাকায় সেই রাস্তা কঠিন মনে হচ্ছিল। হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর গত ম্যাচে জামশেদপুরের মাঠে হার হয় ইষ্টবেঙ্গলের। এ দিন ঘরের মাঠে চেন্নায়িনের বিরুদ্ধেও বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল। যদিও গোলে শট কিছুতেই হচ্ছিল না। অবশেষে ম্যাচের ৬৫ মিনিটে কাঙ্খিত গোলটি পায় ইষ্টবেঙ্গল।

ছবি: সঞ্জয় হাজরা ( খবর কলকাতা)।

বিবাহের আগে নব দম্পতিদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক, পরামর্শ চিকিৎসাদের

এসবি নিউজ ব্যুরো: বিবাহের আগে নব দম্পতিদের অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া বাধ্যতামূলক, না হলে নিজেদের ভুলের কারণে নবজাতকদের জন্য ঘটতে পারে প্রাণ হানি, এক থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির থেকে এমনটাই জানালেন চিকিৎসকেরা। সোমবার নদীয়ার হাঁসখালি ব্লকের তাহেরপুর থানার বাদকুল্লা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যে স্বাস্থ্য ভবনের আধিকারিক সহ জেলা স্তরের বিশিষ্ট চিকিৎসকেরা।

যদিও এই থ্যালাসেমিয়া শিবিরে নবদম্পতি থেকে শুরু করে যুবক-যুবতীরাও পরীক্ষা করাতে আসেন। চিকিৎসকদের দাবি, বিবাহের আগে প্রত্যেকেরই উচিত একবার করে থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া, কারণ দম্পতি দুজনেরই যদি থ্যালাসেমিয়া সংক্রমণ থাকে তাহলে নবজাতক জন্ম নেওয়ার পরে সেও আক্রান্ত হবে থ্যালাসেমিয়ায়, আর ১০ বছর যেতে না যেতেই তার প্রাণহানি হতে পারে।

যদিও রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটি হাসপাতাল এবং সাস্থকেন্দ্রে গুলিতে সচেতনতামূলক প্রচার ও থ্যালাসেমিয়া শিবেরর আয়োজন করা হয়েছে এর আগে থেকেই। মানুষও সচেতন হচ্ছে। আগামী দিনে সংক্রমণের সংখ্যা আরো যতটা কমিয়ে নিয়ে আসা যায় তারই চেষ্টা চালাচ্ছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। তবে পরীক্ষা করাতে আসা আগত প্রত্যেকেরই সাথে খোলামেলা আলোচনা করেন চিকিৎসকেরা। যদিও এদিনের থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরে সাধারণের উৎসাহ ছিল যথেষ্টই।

ধামাখালি ও সন্দেশখালির সংযোগ নদীপথে আরো সুগম করার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার ধামাখালি ও সন্দেশখালির সংযোগ নদীপথে আরো সুগম করার জন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।এই দুটি স্থানের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে cargo shipment LCT জেটির উদ্যোগ নেওয়া হবে ।আজ রাজ্য স্তরের পরিবহন দপ্তরের এক বিশেষ প্রতিনিধি দল ধামাখালি ও সন্দেশ খালি জেটি ঘুরে দেখেন ।

এই পরিদর্শনের নেতৃত্বে ছিলেন দপ্তরের আধিকারিক শ্রী অরূপ কুমার দত্ত, সি ই( এম) ও ডেপুটি এম ডি , অসিত কুমার দাস , এ ই ( এম) ও ডি এম ( ভার প্রাপ্ত) ও জেলা প্রশাসনের প্রতিনিধি দল।উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য কি কি করনীয় এ বিষয়ে এদিন পর্যবেক্ষণের পর আলোচনা করা হয় ।এই উদ্যোগের বাস্তবায়নের পরে ধামাখালি ও সন্দেশখালি ২ ব্লকের অসংখ্য মানুষ উপকৃত হবেন।

অমৃত ভারত স্টেশন প্রকল্পে সেজে উঠবে শিয়ালদহ মেইন শাখার নৈহাটি স্টেশন

উত্তর ২৪ পরগনা: অমৃত ভারত স্টেশন প্রকল্পে গোটা দেশে ১২৭৫ টি স্টেশন আধুনিকীকরনের পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক। সোমবার ৫৫০টি অমৃত ভারত স্টেশন নির্মাণ ভিস্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব রেলের ২৮ টি স্টেশনের সার্বিক উন্নয়ন হবে অমৃত ভারত স্টেশন প্রকল্পে। তার মধ্যে শিয়ালদহ মেইন শাখার নৈহাটি-সহ ৮টি স্টেশন এই প্রকল্পের আওতায়।

এদিন নৈহাটি স্টেশনে রেলের তরফে প্রধানমন্ত্রীর উদ্বোধন ডিজিটাল মাধ্যমে দেখানো হয়। পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মোহন মজুমদার এদিন বলেন, পূর্ব রেলের ২৮ টি স্টেশন অমৃত ভারত প্রকল্পে উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭০৪ কোটি টাকা। তার মধ্যে নৈহাটি স্টেশনের সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে ৭.৮৫ কোটি টাকা।

সৌমিত্র বাবু আরও জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওয়েটিং হল, বিশ্রামাগার, শৌচালয়-সহ নানান আধুনিক ব্যবস্থা থাকছে। এদিন হাজির ছিলেন রেলের জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য রূপক মিত্র-সহ রেলের অধিকারিকগণ।

নন্দীগ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ

এসবি নিউজ ব্যুরো: বিজেপির অভিযোগ,নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির একটি দলীয় কার্যালয়ে গতকাল রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূলের লোকেরা আগুন লাগিয়ে দিয়েছে এমনই অভিযোগ বিজেপির।

অপরদিকে বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই অগ্নিসংযোগ এর ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।গতকাল রাতে বিজেপির দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ।

কামতাপুরী ভাষা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হল ইসলামপুরে

এসবি নিউজ ব্যুরো: কামতাপুরী ভাষা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হল ইসলামপুরের সূর্যসেন মঞ্চে।কামতাপুরী ভাষা একাডেমীর উদ্যোগে ও ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় আজকের এই কর্মসূচি।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস, বিশিষ্ট শিক্ষক পাসারুল আলম সহ কামতাপুরী ভাষা একাডেমীর কর্মকর্তারা।

আজকের এই অনুষ্ঠানে ঠাকুর পঞ্চানন বর্মা মোমেন্ট তুলে দেওয়া হয় বিশিষ্ট জনদের হাতে।চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন," মাতৃ ভাষায় কথা বলার যে আনন্দ সেটাই ভাষায় প্রকাশ করা যায় না।"

বৈজ্ঞানিক কৃষি আলোচনা চক্র ইফকো সারের কর্মসূচি কালিয়াগঞ্জের ফতেপুরে

এসবি নিউজ ব্যুরো: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ফতেপুরে অনুষ্ঠিত হল ইফকো সার কম্পানির বৈজ্ঞানিক কৃষি আলোচনা চক্র।অনুষ্ঠানের শুরুতেই অতিথিবরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।এই কর্মসূচিতে ইফকোর কোম্পানির বিশিষ্ট কর্মকর্তারা সারের বিষয়ে বিভিন্ন দিক তারা বক্তব্যের মাধ্যমে কৃষকব ন্ধুদের মধ্যে তুলে ধরেন।

এদিনের কর্মসূচিতে দুই শতাধিকের উপর কৃষক বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ১১০ তম মন কি বাত অনুষ্ঠান শোনানো হল ব্যারাকপুর সাংগঠনিক জেলা ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের পক্ষ থেকে

উত্তর ২৪ পরগনা: প্রধানমন্ত্রীর ১১০ তম মন কি বাত অনুষ্ঠান শোনানো হল ব্যারাকপুর সাংগঠনিক জেলা ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের পক্ষ থেকে হালিশহরের হাজিনগর নৈহাটি জুটমিলের সামনে। অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ট্রেড ইউনিয়ন সেলের রাজ্য সম্পাদক অরিত্র চ্যাটার্জী, বিজেপি নেতা অমিতাভ রায়, কৃষ্ণেন্দু মুখার্জী। এছাড়া ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জী, রাজ্য যুবমোর্চার সাধারণ সম্পাদক উত্তম অধিকারী ও কুন্দন সিং প্রমুখ।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের ব্রিজে অবশেষে আলো জ্বলল

এসবি নিউজ ব্যুরো: উদ্বোধনের প্রায় ৪ বছর পরে আলো জ্বলল উত্তরবঙ্গের অন্যতম দীর্ঘ মালদহের ভূতনি সেতুতে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সেতু আলোকিত করা হল ২৮ লক্ষ টাকা খরচে প্রায় ১৫৪ টি সোলার লাইট বসানো হল। শনিবার সন্ধ্যায় ভূতনি সেতুর সোলার লাইট প্রকল্পের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা।

মালদহের মানিকচকের সঙ্গে ভূতনি দ্বীপের লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই ভূতনি সেতু। ফুলহার নদীর ওপর এই সেতু তৈরির উদ্যোগ নেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূতনিকে জেলা অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করতে কয়েকশো কোটি টাকা খরচে তৈরি হয় ভূতনি সেতু। কিন্তু, এতদিন আলো না থাকায় সন্ধ্যা নামলেই বিপদসঙ্কুল হয়ে পড়ছিল ভূতনি সেতু।

অনেকেই রাতের দিকে যাতায়াত করতে পারছিলেন না। পাশাপাশি, নানারকম দুষ্কর্ম চলছিল বলেও অভিযোগ উঠেছিল। এই পরিস্থিতিতে সেতু আলোকিত করার নতুন প্রকল্প নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। দীর্ঘ প্রতীক্ষার পর এদিন সন্ধ্যায় সেতুতে আলো জ্বলতেই খুশির ছোঁয়া ভূতনিতে।

মেদিনীপুর শহরের ১৯ নং ওয়ার্ড এর বক্সিবাজার এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি সারলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ

এসবি নিউজ ব্যুরো: গতকাল রাতে মেদিনীপুর শহরের ১৯ নং ওয়ার্ড এর বক্সিবাজার এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি সারলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি নিয়ে রাজ্য সরকার, রাজ্যের শাসকদল ও পুলিশকে তীব্র কটাক্ষ করলেন তিনি। তিনি বলেন, "ওনাদের সবকিছু বুঝতে দেরি হয়। ইডি সিবিআই এর উপরে লোককে দিয়ে এ্যাটাক করিয়ে বলেছিলেন জনরোষ। আজ তার কার্যকর্তাদের অঞ্চল সভাপতিদের লোক রাস্তায় ধরে জুতোপেটা করছে, তখন তৃণমূলের বুদ্ধি হয়েছে যে এটা জনরোষ। ১২ বছর ধরে মানুষকে বঞ্চিত করেছেন। প্রতিবাদ করলে ধরেছেন, কেস দিয়েছেন, জেলে পুরেছেন, মহিলাদের তুলে নিয়েছেন, ধর্ষণ করেছে আপনাদের গুন্ডারা, পার্টির লোকেরা। তারপরে যখন তারা বেরিয়ে এসে প্রতিবাদ করছে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন, এরা নাকি বাইরের লোক। কত রকম অপমান করবেন। আপনি কি ভাবছেন ৫০০ টাকা দিয়ে কি সবার ইজ্জত কিনে নিয়েছেন।

আজ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তৃণমূলকে সব জায়গায় হতে হবে।"

শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিযোগ নেই, এই প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, ওখানকার পুলিশ কোন অভিযোগ নেয় ? আজকে সব বড় বড় অফিসাররা, রাজীব কুমার পর্যন্ত গেছেন। ১২ বছরে ক'দিন গেছেন ? এসপি, ডিজি, ডিআইজি কদিন গেছেন ওখানে ? তৃণমূলের কোন নেতা গেছে ? শাহজাহানের হাতে ওখানকার মানুষকে ছেড়ে দিয়েছেন। নেকড়ের হাতে। তাই এদের চুষে খেয়েছে। আজ যখন মানুষ প্রতিরোধ করতে ঘুরে দাঁড়িয়েছে, তখন তাদের গিয়ে বোঝানো হচ্ছে। এই পুলিশের মুখ কখনো ওখানে দেখেনি ওরা। পুলিশ দাঁড়িয়ে থেকে অত্যাচার করেছে। সেই পুলিশের কথা কেন শুনবে। তাই পুলিশের গাড়ি আটকাচ্ছে, পুলিশকে ইট পাটকেল মারছে। সারা পশ্চিম বাংলায় এই পরিস্থিতি। গুন্ডা আর পুলিশের ভয়ে মহিলারা মুখ খুলতো না, সবে খুলেছে, বাংলার কোণে কোণে থেকে এই ধরণের প্রতিবাদের আওয়াজ আসবে।

ইন্ডিয়া জোট নিয়ে সেলিমের মন্তব্যের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এইসব গল্প অনেকদিন শুনবে লোকেরা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যাদের ভিটেমাটি উঠে গেছে, তাদের কথায় কে পাত্তা দেয় ?