অমৃত ভারত স্টেশন প্রকল্পে সেজে উঠবে শিয়ালদহ মেইন শাখার নৈহাটি স্টেশন
উত্তর ২৪ পরগনা: অমৃত ভারত স্টেশন প্রকল্পে গোটা দেশে ১২৭৫ টি স্টেশন আধুনিকীকরনের পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক। সোমবার ৫৫০টি অমৃত ভারত স্টেশন নির্মাণ ভিস্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব রেলের ২৮ টি স্টেশনের সার্বিক উন্নয়ন হবে অমৃত ভারত স্টেশন প্রকল্পে। তার মধ্যে শিয়ালদহ মেইন শাখার নৈহাটি-সহ ৮টি স্টেশন এই প্রকল্পের আওতায়।
এদিন নৈহাটি স্টেশনে রেলের তরফে প্রধানমন্ত্রীর উদ্বোধন ডিজিটাল মাধ্যমে দেখানো হয়। পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মোহন মজুমদার এদিন বলেন, পূর্ব রেলের ২৮ টি স্টেশন অমৃত ভারত প্রকল্পে উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭০৪ কোটি টাকা। তার মধ্যে নৈহাটি স্টেশনের সার্বিক উন্নয়নে ব্যয় করা হবে ৭.৮৫ কোটি টাকা।
সৌমিত্র বাবু আরও জানান, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওয়েটিং হল, বিশ্রামাগার, শৌচালয়-সহ নানান আধুনিক ব্যবস্থা থাকছে। এদিন হাজির ছিলেন রেলের জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য রূপক মিত্র-সহ রেলের অধিকারিকগণ।
Feb 26 2024, 17:53