/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *কার্যত বনধের চেহারা নিল সন্দেশখালি* West Bengal Bangla
*কার্যত বনধের চেহারা নিল সন্দেশখালি*

গত ৫ জানুয়ারি লোকে লোকারণ্য ছিল সন্দেশখালি, সরবেড়িয়ার বাজার। এমনকি ইডি আক্রান্ত হওয়ার পরও সেখানে সারাদিন জুড়ে ভিড় ছিল বহু মানুষের। আর ঘটনার ১৯ দিন পর সেই ছবিটা রাতারাতি ১৮০ ডিগ্রি পালটে গেছে। আজ সন্দেশখালিতে যেন কার্যত বনধের ছবিই ধরা পড়ছে।

ইডি সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যেতেই সন্দেশখালির এসপিকে মেইল মারফত ইডি জানিয়েছিল, আজ তারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যাবে। সেই মোতাবেক এদিন ভোরেই যখন ইডির ৫-পাঁচটি গাড়ি সরবেড়িয়ার বাজার অতিক্রম করে শেখ শাহজাহানের বাড়ির দিকে যাচ্ছে, তখনই দেখা যায় রাস্তার দু’ধার পুলিশে পুলিশে ছয়লাপ।

শেখ শাহজাহান কমিটির বাজার কার্যত জনশূন্য। এমনকি গ্রামও কার্যত জনমানবহীন। গত ১৮ দিন আগে যে ঘটনার সম্মুখীন হয়েছিল ইডি, তার যেন তিলমাত্র উপস্থিতি নেই কোথাও। আজ অন্য এক সন্দেশখালিকেই দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

*ধান-আলুর পাশাপশি অর্থকরী ফসল হিসেবে আখ চাষে লাভের মুখ দেখছে গড়বেতার কৃষকরা*

এসবি নিউজ ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও গড়বেতা, কৃষি প্রধান এলাকা। মূলত ধান ও আলু এই এলাকার প্রধান চাষ। আগেকার দিনে প্রত্যেকের বাড়িতে কমবেশি লাগানো হতো আখ। আখ থেকে গুড় তৈরি করার জন্য বসানো হতো সাল। তবে সময়ের সাথে সাথে এখন প্রায় বিলুপ্তির দিকেই চলে এসেছিলো আখ চাষ। তবে হঠাৎ করে আবার আখ চাষের উপর জোর দিয়েছে গড়বেতা ব্লকের মেটাডহর গ্রামের চাষীরা।

স্থানীয় এক আখ চাষী জানান, ধান- আলুর তুলনায় অনেকটাই লাভজনক এই চাষ। তবে সময় মত ওষুধ প্রয়োগ করতে হয়। আঁক মিষ্টি হওয়ার কারণে পোকামাকড়ে খেয়ে নেওয়ার প্রবণতাটা একটু বেশি দেখা যায়। পাশাপাশি, সরকারি সাহায্য পেলে আরও ভালোভাবে চাষ করা যাবে বলে জানান তিনি। অপর এক চাষী আহমদুল্লাহ খান জানান, অন্যান্য চাষের তুলনায় লাভ বেশি। বিঘে প্রতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা লাভ হয়। তিনি আরো বলেন যারা আলু ও ধান চাষের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন, তারা আখ চাষ করুন লাভ ভালো হবে।

তবে এখন আখ থেকে গুড় তৈরি করতে আর মেশিন বসানো হয়না। হকাররা এসেই পিস হিসেবে কিনে নিয়ে চলে যায়। যখন ধান-আলুতে চাষীদের আয় কমে আসছে, ঠিক তখন আখ চাষ হাসি ফোটাচ্ছে কৃষকদের মুখে। আবারো একটু একটু করে আখ চাষের হাত ধরে বুক বাঁধছে গড়বেতার কৃষকরা।

কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় ভদ্রের শুনানি

কলকাতা: কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসাবে সওয়াল করার জন্য রাজ্যের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পার্থ ও সুজয়কৃষ্ণের জামিনের আবেদনগুলি এই এজলাসে বিচারাধীন।

ঘটনাচক্রে, জেল এবং সাজা মকুব করার জন্য যে কমিটি রয়েছে সেখানকার সদস্য হলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। ফলে এই মামলায় সওয়াল করতে হলে রাজ্যের অনুমতি প্রয়োজন হবে বলে জানালেন বিচারপতি।

তিনি বলেন, এই অনুমতি না নেওয়া হলে বিতর্ক তৈরি হতে পারে। আগামী ৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। একই কারণে পিছিয়ে গেল সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদনের শুনানিও। আগামী ৫ ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি।

*কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ২৪শে জানুয়ারি এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ ২৬ শে জানুয়ারির প্রাকটিসের জন্য রেড রোড কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। অন্যদিকে এদিন বেলা ১ টা নাগাদ শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ২০০-৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে মোট দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে খবর। একটি বিপরীতমুখী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর‌। অপরটি রয়েছে দক্ষিণ কর্ণাটক থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত। এই ঘূর্ণাবর্ত দুটির জেরেই আগামী হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ছত্তিশগড়ের কয়েকটি অংশে।

বুধবার ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশ। তবে আগামী বৃহস্পতিবার থেকেই বৃষ্টির রেশ কমে আসবে। সেদিন মোট দুটি (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর) জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের মত জেলাগুলিতে।

*আজকের রাশিফল ২৪শে জানুয়ারি ( বুধবার) *


মেষ রাশিফল (Wednesday, January 24, 2024)

যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য্য বজায় রাখুন। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন মণি যুক্ত হওয়ায় আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে। নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন। কিন্তু পরে আপনি উপলদ্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল।

প্রতিকার :- প্রেম জীবনে খুশি এবং সুখ বজায় রাখতে একদিন নুন ছাড়া খাবার খান।

বৃষভ রাশিফল (Wednesday, January 24, 2024)

ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন। ঘরের কাজের জিনিসগুলির যে কোন অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে। যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারে। অতএব, আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময়। মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। আপনি আপাতদৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে। রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাটাহাটি করতে পছন্দ করবেন। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা ও কালো তিল এর বীজ বেঁধে রাখুন ও তা সবসময় নিজের কাছে রাখুন, এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।

মিথুন রাশিফল (Wednesday, January 24, 2024)

অন্যদের বিরুদ্ধে বিদ্বেষভাব পোষণ করার জন্য মানসিক উত্তেজনার সৃষ্টি হবে। আপনার এই ধরনের চিন্তা উপেক্ষা করা উচিত কারণ এগুলি জীবনব্যয়ী হয় এবং আপনার কর্মদক্ষতাকে দুর্বল করে। এমন কোনও পদক্ষেপ বা পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আজ আর্থিক ক্ষতি করতে পারে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করুন- অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন-তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। আপনার স্ত্রী কোনকিছুর একটি সমস্যা তৈরী করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন।

প্রতিকার :- আপনার ভালোবাসার মানুষকে হলুদ বর্ণের ফুল উপহার হিসেবে দান করুন, এটি আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।

কর্কট রাশিফল (Wednesday, January 24, 2024)

অলীক ভাবনা আপনাকে সাহায্য করবে না। আপনার উচিত পরিবারের প্রত্যাশামাফিক চলার জন্য কিছু করা। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনার ভাষণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেহেতু আপনার রুক্ষ কথাবার্তা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধনের মসৃণ গতি অস্থির এবং শান্তি বিঘ্নিত করতে পারে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশী নিবিষ্ট থাকবেন, যা আপনাকে সত্যিই খুব হতাশ বোধ করাবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য লাভ করার জন্য সাদা সুগন্ধি মিষ্টি দরিদ্রদশিশু, মূলত কন্যা দের দান করুন।

সিংহ রাশিফল (Wednesday, January 24, 2024)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। ফাটকায় লাভ আনবে। আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন- এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। ব্যবসা সম্পর্কিত কথা,ব্যাবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড়ো সমস্যার মধ্যে পড়তে পারেন। আজ ভাষার আদানপ্রদানই আপনার শক্তি হবে। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে।

প্রতিকার :- অন্ধ ব্যক্তিদের সেবা করলে ও অনাথালয়ে মিষ্টান্ন বিতরণ করলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

কন্যা রাশিফল (Wednesday, January 24, 2024)

জীবনের প্রতি গম্ভীর মনোভাব বর্জন করুন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম এবং হালকা মূহুর্ত আনবে। অন্য কারোর হস্তক্ষেপে আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। আজ অফিসে কাজ করার মতো মনে হবে না। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন, যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না। যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আজ আপনি বেশি সময় ব্যার্থ করতে পারেন। আপনার যখন সেরকম কোনও ইচ্ছা নেই আপনার স্ত্রী আপনাকে বাইরে যাবার জন্য জোড় করতে পারেন বা তদ্বিপরীত, যা ঘটনাচক্রে আপনাকে বিরক্ত বোধ করাবে।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় ১৫-২০ মিনিট সূর্য স্নান করলে সমস্ত রোগ ও ঘাটতি থেকে মুক্ত হবেন।

তুলা রাশিফল (Wednesday, January 24, 2024)

আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তারসঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন।। আজ, আপনার ভাইবোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে, তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে। তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশির ভাগটাই দখল করবে। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে। যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না- কারণ আপনার অনুপস্থিতিতেও সবকিছু মসৃণভাবেই চলবে-যদি-কোন অজানা কারণে-কোন সমস্যা দেখা দেয়- তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। নিয়মিত আপনার অর্ধাঙ্গীনীকে অবাক করে দিন; নচেৎ সে/তিনি গুরুত্বহীন বোধ করা শুরু করতে পারেন।

প্রতিকার :- উত্তম স্বাস্থ্য পাবার জন্য খাটের চার পায়াতে তামার পেরেক লাগান।

বৃশ্চিক রাশিফল (Wednesday, January 24, 2024)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভাল ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভাল পরিমাণ অর্জন করতে পারে। এমন একটি দিন যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন। ভালোবাসায় হঠকারী পদক্ষেপ এড়িয়ে চলুন। ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয়। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে।

প্রতিকার :- সময়-সময়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল বস্ত্র উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে।

ধনু রাশিফল (Wednesday, January 24, 2024)

অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহদান করবে। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। আপনার পদ্ধতিতে উদার হোন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। নির্জনে সময় কাটানো ভালো কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরো অসুবিধায় পড়তে পারেন। এই জন্যে আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। আপনার স্ত্রী আপনার সাথে লড়াই করতে পারেন, কারণ আজ আপনি তার সাথে কিছু শেয়ার করতে ভুলে যেতে পারেন।

প্রতিকার :- আপনার প্রেম সম্পর্ক আরও মজবুত করতে কুকুরকে বাটিভরতি দুধ খাওয়ান।

মকর রাশিফল (Wednesday, January 24, 2024)

আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে। এরফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন। মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। কর্মস্থানে আপনি অত্যধিক ধকল নেওয়ায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। নারীরা শুক্র থেকে এবং পুরূষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে, কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে।

প্রতিকার :- পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে কারো জন্মদিনে এবং বিশেষ কোন দিনে সাদা জিনিস গরিবদের দান করুন।

কুম্ভ রাশিফল (Wednesday, January 24, 2024)

মনোযোগী হোন কারণ কেউ আপনাকে বলির পাঁঠা করতে পারে। চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন। আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজ চাপে থাকবে। সেটা যেকন জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য, পরিস্কার, অনান্য ঘরোয়া কাজ, ইত্যাদি।

প্রতিকার :- ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা, বেঙ্গল ছোলা, সরিষার তেল ও কালো কাপড় দান করুন।

মীন রাশিফল (Wednesday, January 24, 2024)

বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন। আজ, আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। ঘরের সৌন্দর্য্যায়নের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন। ঘরবাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন। বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। যদি আপনার স্ত্রীর স্বাস্থের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরো ভালো সময় পেতে পারেন।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় প্রাণায়াম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে।

স্বাস্থ্যসাথীর নিয়ম বদল

নতুন বছরের শুরুতেই বদলে গেল স্বাস্থ্য সাথীর নিয়ম। এবার নয়া বিধিতে বদল হয়েছে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসাথীর নিয়ম। স্বাস্থ্য দফতরের নয়া নির্দেশিকায় বলা হয়েছে- কোন ব্যক্তি দুর্ঘটনায় আহত হলে ৪৮ ঘণ্টার মধ্যে আনতে হবে হাসপাতালে। শুধু তাই নয় জমা দিতে হবে সরকারি নথিপত্র। তাহলেই মিলবে বেসরকারি হাসপাতালের চিকিৎসার সুযোগ। একথায় দুর্ঘটনায় কোন ব্যক্তি জখম হলে তাঁকে আগে দেখাতে হবে সরকারি হাসপাতালে।

সেখান থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে ৪৮ ঘিন্তার মধ্যে ভর্তি হতে হবে বেসরকারি হাসপাতালে। তাহলেই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা। এছাড়াও এই নয়া বিধি অনুসারে, এবার থেকে বেসরকারি হাসপাতালের তরফে সরকারি পোটালে যেসকল চিকিৎসকেদের নাম দেওয়া থাকবে তাদের কাছে গেলেই মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা।

বীরভূমে নয়া কমিটি গড়লেন মমতা

আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বীরভূম জেলা তৃণমূলের পদাধিকারী, বিধায়ক ও সাংসদদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে দলীয় নেতাদের নিজেদের মধ্যে লড়াই বন্ধ করার কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী।

তিনি খানিকটা হুঁশিয়ারির সুরে বলেন, ‘দলের অন্দরে খেয়োখেয়ি বন্ধ করতে হবে। কোনও গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমের সামনে সাংগঠনিক বিষয় নিয়ে আলটপকা মন্তব্য করা যাবে না। সামাজিক মাধ্যমেও দল অস্বস্তিতে পড়ে এমন কোনও পোস্ট করা যাবে না। যদি কারও কোনও বক্তব্য থাকে, তাহলে দলের মধ্যেই তা নিয়ে কথা বলতে হবে। শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে।’

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই জেলায় সাংগঠনিক কাজকর্ম ভাগাভাগি করে দেখভালের জন্য কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বেও ছিল ওই কোর কমিটি। কিন্তু গত কয়েক মাস ধরেই কোর কমিটির সদস্যরা পরস্পরের বিরুদ্ধে প্রকাশ্যেই মন্তব্য করতে শুরু করেছেন।

উত্তর ২৪ পরগনা জেলা শ্রমিক মেলার উদ্বোধন

উত্তর ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মতো আজ দুপুরে সোদপুরের ঘোলার নেতাজী সঙ্ঘ ময়দান শুভ উদ্বোধন হল উত্তর ২৪ পরগনা জেলা শ্রমিক মেলার।দুইদিনব্যাপী এই শ্রমিক মেলার আনুষ্ঠানিক শুভসূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।" বাংলার মাটির ,বাংলার জল.. সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় মেলার উদ্বোধন।

জাতীয় সড়কের ফ্লাইওভারে স্থায়ীভাবে উঠবে জাতীয় পতাকা, নেতাজির জন্ম দিবসে বিশেষ উদ্যোগ নদীয়ার ফুলিয়ায়

এসবি নিউজ ব্যুরো: জাতীয় সড়কের ওভার ব্রিজের মাথায় স্থায়ীভাবে উড়বে জাতীয় পতাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষর সাথে এ রকমই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠল জাতীয় পতাকা। নেতাজির জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এই পতাকা উত্তোলন করা হল।

নদীয়ার ফুলিয়ার জাতীয় সড়কে ফুলিয়ার স্টেশন পাড়া কালি বাড়ি বারোয়ারি সংঘের উদ্যোগে জাতীয় সড়কের ওভার ব্রিজের পাঁচিল ঘেঁষে এই পতাকা উত্তোলন হয়। প্রথমে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পথ পরিক্রমা করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক। এই পতাকা স্থায়ীভাবে রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ।