/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz হাটের জমি আগেই দখল হয়েছে এবার মন্দিরের জমি দখলের চেষ্টা West Bengal Bangla
হাটের জমি আগেই দখল হয়েছে এবার মন্দিরের জমি দখলের চেষ্টা

এসবি নিউজ ব্যুরো: জলপাইগুড়ির মালবাজার মহকুমা অন্যতম প্রাচীন এবং সব থেকে বড় হাট হলো ওদলাবাড়ি হাট। প্রতি রবিবারের পাশাপাশি প্রতিদিন এই হাটে বসে বিরাট বাজার। তবে দিন দিন সঙ্কুচিত হয়ে যাচ্ছে এই হাট। কারন আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে হাটের জায়গা। হাটের মধ্যে গড়ে উঠছে অবৈধ নির্মান। হাটের দোচালা দখল হয়ে এখন স্থায়ী দোকানে পরিনত হয়ে গিয়েছে।

আর এবার হাটের মাঝে থাকা পুরনো বড় কালি মন্দিরের জায়গায় গড়ে উঠছে কিছু দোকান বলে ব্যাবসায়ীদের অভিযোগ। আর এতেই বাধা দেয় স্থানীয় কিছু ব্যাবসায়ীসহ মন্দির কমিটি।

ওদলাবাড়ি বাজারের করুনাময়ী এই কালি মন্দিরের কর্মকর্তা গৌতম পাল, অশোক মুখার্জি, সুশান্ত কুন্ডু বলেন, এর আগে হাটের জায়গায় বহু নির্মান হয়েছে কিন্তু আমরা কিছু বলিনি ব্যাবসায়ীদের। তবে এবার দেখছি মন্দিরও বাদ রাখছে না ব্যাবসায়ীরা। মন্দিরে দেওয়ালেই তৈরি হচ্ছে দোকানপাট। মন্দিরের সেডের নিচে গতকাল থেকে লোহার ট্রাকচার তৈরি করছে কিছু ব্যাবসায়ী। অবিলম্বে এইসব বন্ধ করতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মন্দির কমিটি।

মন্দিরের পুরোহিত অরবিন্দ ভট্টাচার্য বলেন, যেভাবে মন্দিরের চারপাশে দোকানপাট গড়ে উঠছে, তাতে পুরোনো এই কালি মন্দির অন্ধকারে ঢেকে যাচ্ছে। পাশাপাশি মন্দিরের বিদ্যুৎয়ের লাইন থেকে বিভিন্ন ব্যাবসায়ীরা বিদ্যুতের সংযোগ নেওয়ার কারনে, যখন তখন বড় অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে । হাটের এই গিঞ্জি এলাকায় বিদ্যুতের ঝুঁকি পুর্ন এই কানেশন থেকে আগুন লাগলে বহু দোকান পাঠ ক্ষতি হয়ে যাবে।

এব্যাপারে ওদলাবাড়ি হাট ব্যাবসায়ী সমিতির অন্যতম সদস্য বালমুকন্দ প্রজাতি বলেন, "ব্যাবসায়ীরা দোকান করছে। এটা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। এব্যাপারে ব্যাবসায়ী এবং মন্দির কমিটির সাথে আলোচনা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি হাট জলপাইগুড়ি জেলা পরিষদের তত্বাবধানে রয়েছে। জেলা পরিষদের সদস্য বা কর্মীদের এনিয়ে কোন হেলদোল নেই।

দক্ষিণ ২৪ পরগনায় অজানা জন্তুর কামড়ে আহত ২০, এলাকা আতঙ্ক

এসবি নিউজ ব্যুরো ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গোকর্ণী পঞ্চায়েত এলাকায়। গতকাল রাতে ৭টি গ্রামের বিভিন্ন লোকের উপরে হামলা চালায় এই জন্তুটি। এই জন্তুটিকে কেউ বলছে হায়না, কেউবা বলছে শিয়াল ।ওই এলাকায় ২০ জনকে কামড়ে দিয়েছে।প্রত্যেককে স্থানীয় মগরাহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তবে এলাকার লোকজন ঘিরে ফেলে ওই বন্য জন্তুটি কে মেরে ফেলে। ঘটনাস্থলে মগরাহাট থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন দেবলীনা হালদার (৭৫) প্রিয়াঙ্কা হালদার (১০, মোস্তাকিন লস্কর ( ১০), মর্জিনা বিবি (৪৫), আনোয়ারা বিবি( ৪০), রঙ্গিলা ফকির (৪০) বলে জানা গিয়েছে।

বারবিশায় পথ দুর্ঘটনায় হরিনের মৃত্যু

এসবি নিউজ ব্যুরো: গতকাল গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রাপ্ত বয়স্ক একটি হরিনের, এমনটাই জানিয়েছে বনদপ্তর। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়কের বারবিশা দমকল কেন্দ্রের সামনে। বারবিশা পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গিয়েছে এদিন রাত আনুমানিক ৩.১৫ মিনিট নাগাদ বারবিশা ফাঁড়ির পুলিশের টহল ভ্যান বারবিশা দমকল কেন্দ্রের সামনে পৌচ্ছালে নজরে আসে একটি হরিনের দেহ রাস্তার উপরে পরে আছে।

তারপর খবর দেওয়া হয় ভল্কা রেঞ্জ অফিসে। বনকর্মিরা ঘটনাস্থলে পৌচ্ছে হরিনের দেহটি উদ্ধার করে রাজাভাতখাওয়া পশু চিকিৎসা কেন্দ্রে ময়না তদন্তে পাঠায়। শীতকালে ধান এবং নতুন সব্জি খাবারের লোভে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে দলছুট হরিনটি। কুমারগ্রাম জোড়াই রাজ্য সড়ক পার হবার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হরিনটির এমনটাই প্রাথমিক অনুমান বনকর্মীদের। ভল্কা রেঞ্জরসুত্রে জানা যায় মৃত হরিনটি প্রাপ্ত বয়স্ক ফিমেল হাগ ডেয়ার ছিল।

*কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৯ই ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে।  তবে আজ বেলা ২টো নাগাদ লেনিন স্ট্যাচু থেকে বেরিয়ে মেয়ো রোড হয়ে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত একটি মিছিল আছে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*শহরে আরোও নামবে তাপমাত্রা, জেনে নিন আজকের আবহাওয়া*


বৃষ্টির দিন শেষ। অবশেষে শুরু হচ্ছে শীতের আমেজ। এমটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর । ঘূর্ণিঝড় মিগজাউম শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। এবার বাংলা থেকেও এর প্রভাব সরে যাবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকেই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা মোটামুটি একই থাকবে। আগামী সপ্তাহ থেকে আরও বাড়বে ঠান্ডা।

১১ ডিসেম্বরের পর কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে যেতে পারে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২.৩ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৯ই ডিসেম্বর (শনিবার)*


 

মেষ রাশিফল (Saturday, December 9, 2023)

বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে– যা আপনাকে রাগান্বিত করতে পারে। আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশী কারণ এতে আপনার শক্তিক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায়। এরফলে বিষয় আরো জটিল হয়ে যায়। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন-যদি কোন দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন। আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনটিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে।

প্রতিকার :- মাছেদের আটার বল বানিয়ে খাওয়ান।

বৃষভ রাশিফল (Saturday, December 9, 2023)

আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন। অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। ভালোবাসার লোককে হতাশ করবেন না– পরে আপশোষ করতে হবে। যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরী নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমং তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন, বা এরকম কিছু। কিন্তু, দিনের শেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনও জায়গায় যেতে পারেন। যদিও, আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন, তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন।

প্রতিকার :- বিভিন্ন আটার সংমিশ্রনে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

মিথুন রাশিফল (Saturday, December 9, 2023)

খেলাধূলা এবং বহিরাঙ্গণ কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহুর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। উদ্যম হারাবেন না- ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য্য। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে। আজ, বাইরে থেকে খাওয়া আপনার পেটের অবস্থা আরও খারাপ করতে পারে এবং আপনার হজমে প্রভাব ফেলতে পারে। তাই আজ বাইরে থেকে খাওয়া এড়িয়ে চলুন।

প্রতিকার :- সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

কর্কট রাশিফল (Saturday, December 9, 2023)

আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশী আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভাল বন্ধুদের আমন্ত্রণ জানান- সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন। তাতে আপনি মনে শান্তি পাবেন। আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন, যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে। বিলম্ব হল পতনের মূল; ধ্যান ও যোগ অনুশীলন বিলম্ব থেকে মুক্তি পেতে সহায়ক হতে পারে।

প্রতিকার :- বহমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করলে আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে।

সিংহ রাশিফল (Saturday, December 9, 2023)

সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। আজ আপনি ধর্মীয় কর্মে আপনার অর্থ বিনিয়োগ করতে পারেন, এবং সম্ভবত মানসিক শান্তি ও স্থিতিশীলতার ব্যয় হতে পারে। আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। দিনের প্রথমার্ধে আপনি হয়ত অলস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর ​​সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন ও পরে তা কোনো গরুকে দান করুন।

কন্যা রাশিফল (Saturday, December 9, 2023)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে। আপনার প্রেমিকাকে আজ কোনও অভিমানের কথা বলবেন না। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে। আজকের খণ্ডকালীন ভিড়ের মধ্যে আমরা আমাদের পরিবারকে কম সময় দিতে সক্ষম হয়। তবে পরিবারের সাথে দুর্দান্ত মুহূর্তগুলি কাটাতে এটি একটি দুর্দান্ত সুযোগ।

প্রতিকার :- পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধির জন্য গরুকে সবুজ জাবর খেতে দিন।

তুলা রাশিফল (Saturday, December 9, 2023)

আজ আপনার প্রত্যয় বাড়বে এবং উন্নতি নিশ্চিত। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সবকিছুই পাল্টায়, আপনার প্রেমজ জীবনও পাল্টাবে। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। আপনার দিনের শুরুটা আজকে খুব সুন্দর হবে যে কারণে আপনি আজকে পুরো দিন ফুর্তি অনুভব করবেন।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বৃদ্ধির জন্য ও সম্পর্ক মজবুত করার সবসময় কাছে গনেশজির ছবি রাখুন।

বৃশ্চিক রাশিফল (Saturday, December 9, 2023)

আপনার রসিক আত্মীয়স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্খিত মুক্তির স্বাদ দেবে। এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। নতুন টাকাপয়সা বানানোর সুযোগ লাভজনক হতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এরমধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে। পরিবারের সদস্যের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে। তবে, আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন।

প্রতিকার :- আপনার দিন গুলো ফলপ্রসূ না হলে সাত রকম দানার বা শস্যের রুটি বানিয়ে তা পাখিদের খাওয়ান।

ধনু রাশিফল (Saturday, December 9, 2023)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আজ, আপনি একটি দলের কোনও ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। যে কোনো পরিস্থিতিই হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময় কে গুরুত্ব না দেন তাহলে আপনারই ক্ষতি হবে। বিবাহিত জীবন কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে আসে; আপনি আজ কিছুর সন্মুখীন হতে পারেন। কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে।

প্রতিকার :- আপনাদের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি করার জন্য শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন।

মকর রাশিফল (Saturday, December 9, 2023)

জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না। খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন– এতে আপনার মন ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরী কেনাকাটা করা সুবিধাজনক করবে। বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে। আবেগ প্রবণতাকে সামলে রাখুন নাহলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে। আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গীনীর থেকে অন্য কাউকে বেশী সুযোগ দেন, আপনি আপনার সঙ্গীনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন। আপনি আজ যে মুহুর্তে ক্লিক করেছেন তার কিছুটা আপনি লালন করছেন।

প্রতিকার :- আপনার প্রেমের সম্পর্ক কে সুদৃঢ় করার জন্য আপনার ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক উপহার দিন।

কুম্ভ রাশিফল (Saturday, December 9, 2023)

আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে- কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। ফাঁকা সময়ের সুযোগ নিন, আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে। আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকেদের জন্য বা বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায়। আজকেও আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারে। একটি দীর্ঘ সময় পরে, শুধুমাত্র ভালবাসা দিয়ে আপনি এবং আপনার সঙ্গী কোন মারামারি ও তর্কছাড়া একসঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন। বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ নিয়ে আসতে পারে।

প্রতিকার :- সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

মীন রাশিফল (Saturday, December 9, 2023)

অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে।এটি এড়িয়ে চলুন, যেহেতু উদ্বেগ,বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রিকে আজ জমি সংক্রান্ত যে কোনও বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে। কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিন আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন। আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন। আপনার সুখ দেখান, এটি আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিদেরও খুশি করে।

প্রতিকার :- খাঁটি রুপোর বালা পড়লে প্রেমের জীবনের উন্নতি হবে।

গঙ্গাসাগর মেলা ২০২৪ এর প্রস্তুতিতে সাংবাদিক বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক

নিজস্ব সংবাদদাতা: আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৪ এর প্রস্তুতি ইতিমধ্যেই অনেকটাই সম্পূর্ণ। জোর কদমে প্রস্তুতির কাজ চলছে।গঙ্গাসাগর মেলা কে জাতীয় মেলা ঘোষণা করার নিয়ে রাজ্য ও কেন্দ্রের দড়ি টানাটানির মধ্যেও ২০২৪ এর গঙ্গাসাগর মেলা নিয়ে আজ গঙ্গাসাগর কপিলমুনির মন্দির সংলগ্ন জি বি ডি এ কনফারেন্স হলে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা প্রশাসক।গঙ্গাসাগর মেলার পুর্নার্থীরা মূলত যে ঘাটে স্নান করেন সেই ঘাট নদী বাঁধের ভাঙ্গনে প্রায় নিশ্চিহ্ন বলা যায়।

তবে বর্তমানে এক কোটি ৩৯ লাখ টাকা খরচ করে একদিকে যেমন নদী বাঁধের ভাঙ্গন রোধে অস্থায়ীভাবে নদী বাঁধ তৈরি করা হচ্ছে, ঠিক তেমনি ৪৩ লাখ টাকা ব্যয় তৈরি করা হচ্ছে অস্থায়ীভাবে স্নানের ঘাট। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সুমিত গুপ্তা,রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ।

*সাংসদ পদ খারিজ নিয়ে বিস্ফোরক মহুয়া*

সকলের আশঙ্কাই সত্যি হল, লোকসভা ভোটের কয়েক মাস বাকি থাকতেই সাংস পদ খোয়ালেন মহুয়া মৈত্র। এদিকে এরপরেই মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এই বহিষ্কৃত সাংসদ। আজ মহুয়া সাংসদের বাইরে বলেন, 'কালই হয়তো বাড়িতে সিবিআই যাবে। আগামী ৬ মাস হেনস্থা করা হবে। নারী বিদ্বেষী মনোভাব মোদী সরকারের। কথা বলার অনুমতি না দিয়েই এক তরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আদানিকে বাঁচাতে বিজেপি বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে উপহার বা টাকা নেওয়ার কোনও প্রমাণ পায়নি সরকার।'

মহুয়া মৈত্র আরও বলেন, 'আজ আমার সাংসদ পদ খারিজ হয়েছে।আগামী ছয় মাস আমাকে হেনস্তা করা হবে। বিজেপি সাংসদ বলে রমেশ বিধুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। বিরোধী সাংসদ বলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'

WestBengalBangla

সাংসদ পদ খারিজ হবার পর সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান

সাংসদ পদ খারিজ হবার পর সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান
সাংসদ পদ খারিজ হবার পর সংসদ ভবনের বাইরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের জানান
৩৩ হাজার মানুষের পাশে থাকার বার্তা মমতার

উত্তরবঙ্গ সফরে গিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ বলেন, ‘৩৩ হাজার মানুষ যাতে উপকৃত হন তার ব্যবস্থা করা হচ্ছে। তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে। বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়েছে। কৃষকদেরও আর্থিক সাহায্য করা হবে। কার্শিয়াং-এ ১২০০ জনকে পাট্টা দেওয়া হল। আরও নামের তালিকা করা হচ্ছে। ২৪ হাজার কোটির লগ্নি করা হবে উত্তরবঙ্গে। জিটিএকে আরও ৭৫ কোটি টাকা দেবে রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নের জন্য।‘

মাঝে মধ্যেই অশান্ত হয়ে ওঠে পাহাড়। সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, 'কিছু লোক পাঁচ বছর অন্তর একবার করে জেগে ওঠে, পাহাড়কে অশান্ত করার চেষ্টা করে। অশান্তি হলে শিল্পপতিরা বিনিয়োগ করবে কেন? তাই আমি আপনাদের বলে যাচ্ছি, পাহাড়কে শান্ত রাখার দায়িত্ব আপনারা নিন, উন্নয়নের দায়িত্ব আমার।' শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে ভোট প্রলোভনার কথা অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী।