/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *দীঘা মোহনা বাজারে ১৫০কেজি কই ভোলা* West Bengal Bangla
*দীঘা মোহনা বাজারে ১৫০কেজি কই ভোলা*


 এসবি নিউজ ব্যুরো: প্রতিদিনের মতো আজও দীঘা মোহনায় মাঝিদের নৌকা আসে। এদিন ওড়িশার পারাদীপ থেকে এক মৎস্য ব্যবসায়ী দীঘা মোহনায় মাছটি কে নিয়ে আসে। মাছ পৌঁছানোর পর রীতিমতো শোরগোল পড়ে যায় দীঘা মোহনায়।

উল্লেখ্য, এই মাছের পটকা ও অন্যান্য অঙ্গ দিয়ে জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও এই মাছ বিদেশেও রপ্তানি হয়।মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎস্যজীবীরা।

কই ভোলা মাছ দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছিলেন দীঘার পর্যটকেরাও। মাছটি নিলামে প্রায় ৭০ হাজার টাকায় দর উঠে।

*ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ*

বুধবার সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গ। জানা গেছে আজ সকাল ১০টা ৫১ মিনিট নাগাদ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই তথ্য দিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ক্ষয়ক্ষতির খবর কিছু পাওয়া যায়নি। 

উল্লেখ্য, শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ দিল্লি-সহ পশ্চিমবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ভূমিকম্পের উত্‍স স্থল ছিল নেপাল। যেটি লখনউ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে।

সেই ভূমিকম্পে নেপালে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়। মৃত্যু হয় দেড়শো জনেরও বেশি লোকের। প্রচুর ঘর-বাড়ি ভেঙে পড়ে। আর তার ঠিক চার দিনের মাথায় আবারও কেঁপে উঠল পশ্চিমবঙ্গ।

*প্রশাসনিক ভবন ডুয়ার্স কন‍্যার সামনে বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে ধর্ণায় কেন্দ্রীয় মন্ত্রী ও কালচিনি বিধায়ক*


 এসবি নিউজ ব্যুরো: উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন (ডুয়ার্স কন‍্যার) সামনে বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে ধর্ণায় বসলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা ও কালচিনির বিধায়ক বিশাল লামা। 

গতকাল বন্ধ কালচিনি চা বাগানে পরিদর্শনে এসে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা জানিয়েছিলেন, "আজ বন্ধ চা বাগানের সমস্যা সমাধানে জেলাশাসকের কাছে যাবেন। বুধবার বন্ধ চা বাগানের প্রায় শ'খানেক শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও বিধায়ক আলিপুরদুয়ার জেলাশাসকে সাথে দেখা করতে ডুয়ার্স কন‍্যাতে যান। কিন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডুয়ার্সকন‍্যা সামনে বাঁশের ব্যারিকেট দিয়ে দেওয়া হয় এবং তাদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়।প্রবেশে বাধা পাওয়ায় জন বার্লা ও বিশাল লামা শ্রমিকদের নিয়ে ডুয়ার্সকন‍্যার সামনে বসে পড়েন ।

*সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য*


কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। পুজোর আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারীর দায়ের করা মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কাঁথি থানার পুলিশের পাঠানো ১৬০ ধারার নোটিস খারিজ করার নির্দেশ দিয়েছিলেন।

বিচারপতি গাঙ্গুলি আরও নির্দেশ দেন, আদালতের আগাম অনুমতি ছাড়া কৃষ্ণেন্দকে পুলিশ কোনও নোটিস পাঠাতে পারবে না। একক বেঞ্চের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। একই‌সঙ্গে, ওই মামলায় বিচারপতি সংশ্লিষ্ট এসডিপিও-কে ৫ লাখ টাকা জরিমানা জমা দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের উপরেও স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য।

*উদ্ধার হল বিপুল পরিমান সেগুন কাঠ*


এসবি নিউজ ব্যুরো: অরুনাচল থেকে বিপুল পরিমান সেগুন কাঠ পাচার করা হচ্ছিল।গোপন সুত্রে খবরের ভিত্তিতে আসাম বাংলা সীমানবর্তী পাকরিগুড়ি থেকে দিল্লি নম্বরের একটি ট্রাক আটক করে বনদপ্তর। সেই ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমানে চেরাই করা সেগুন কাঠ। কাঠগুলোর বৈধ কাগজ না থাকায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। সূত্রের খবর, এদিন কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চেকপোষ্টের রেঞ্জ অফিসার রাজকুমার শা এবং ভল্কা রেঞ্জ অফিসার প্রভাত কুমার বর্মনের নেতৃত্বে এই অভিযান চলে। বিপুল পরিমান কাঠ অরুনাচল প্রদেশের ম্যায়াও থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ি সহ কাঠ বাজেয়াপ্ত করেছে বনদপ্তর। উদ্ধার আনুমানিক ২০০ সি এফ টি চেরাই করা বার্মিজ সেগুন কাঠ।

উদ্ধার হওয়া কাঠের অনুমানিক বাজার মুল্য প্রায় ৮ লক্ষ টাকা। ধৃত গাড়ির চালকের নাম শত্রুঘ্ন পান্ডে। তিনি উত্তর প্রদেসের বাসিন্দা, তাকে আজ আদালতে পেশ করা হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

*জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে*


এসবি নিউজ ব্যুরো: জাতিসত্তার আন্দোলন ক্রমেই প্রসারিত হচ্ছে জঙ্গলমহলে। লোকসভা ভোটের ঠিক আগে জাতিসত্তার দাবিটিকে আরও জোরাল করার পাশাপাশি প্রশাসনের নজরে আনতে এবার জেলাশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল আদিবাসী ভূমিজরা।

নিজেদের অধিকার বুঝে নিতে ঝাড়গ্রামে জেলাশাসকের দফতরের সামনে ঘেরাও কর্মসূচি করছে ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ। ভূমিজ ভাষাকে রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি,পৃথক উন্নয়ন পর্ষদ, ভূমিজ বিদ্রোহের মহানায়ক শহিদ গঙ্গানারায়ণ সিং ও চূয়াড় বিদ্রোহের মহানায়ক শহিদ রঘুনাথ সিংয়ের জন্মজয়ন্তীর দিনগুলিতে সাধারণ ছুটি ঘোষণা এবং সরকারি উদ্যোগে দুই শহিদের মূর্তি স্থাপন সহ মোট ১১ দফা দাবি নিয়ে এই ঘেরাও কর্মসূচি। ইতিমধ্যেই জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে প্রচুর আদিবাসী ভূমিজ ঝাড়গ্রামে এসে কর্মসূচিতে যোগদান করেছেন।

*ফের অভিষেককে তলব করল ইডি*

      

  জন্মদিনের পরের দিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে তলব করলো ইডি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে চিঠি পাঠিয়েছে ইডি।

জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল সাংসদকে এরআগে শেষবার ৩ অক্টোবর ইডি তলব করেছিল। তবে, সেই সময় রাজ্যের বকেয়া আদায়ের জন্য দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় হাজরা দিতে পারেননি অভিষেক। পাশাপাশি নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান অভিষেক। হাইকোর্ট সম্পত্তির নথি জমা দেওয়ার নির্দেশ দেয়।

সূত্রের খবর, আদালতের নির্দেশে গত ১০ অক্টোবর ইডি দফতরে নথি জমা করেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে এরআগে মে থেকে নভেম্বর মাসের মধ্যে এই নিয়ে পাঁচ মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৬ বার তলব করেছে ইডি এবং সিবিআই।  তবে অভিষেকের তলব নিয়ে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে বলে  শোনা গিয়েছে তৃণমূলের গলায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কেও তলব করে ইডি ।

অভিষেক-পত্নী ও আপ্ত সহায়ক সুমিত রায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রশ্নের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেও, হাজিরা দেননি অভিষেকের মা-বাবা। প্রসঙ্গত , নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডেসর। এই ঘটনার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করা শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তবে, বৃহস্পতিবার আদৌ অভিষেক সিজিও কমপ্রেক্সে হাজিরা দিতে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

*বুধবার কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৮ই  নভেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*রাজ্যে পড়বে জাঁকিয়ে ঠান্ডা, জেনে নিন আজকের আবহাওয়া*


ঝড়-বৃষ্টির দিন শেষ। আজ থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে আজ থেকেই বাড়বে শীতের আমেজ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। 

উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব থাকায় তাপমাত্রা কম থাকার প্রবণতা রয়েছে। ধীরে ধীরে আবহাওয়ার বদল হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার ২০ নিচে নামার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে আগামীকালের মধ্যে। 

উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া বইবে। আসতে আসতে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ৮ই অক্টোবর (বুধবার)*


 

মেষ রাশিফল (Wednesday, November 8, 2023)

ধূমপান ছাড়ুন যেহেতু এটি আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। টাকাপয়সা লাভ আপনার প্রত্যাশামাফিক হবে না। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যাক্তিগত ব্যাপার আলোচনা করবেন না। আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে। আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে।

প্রতিকার :- গণেশ জির মন্দিরে গিয়ে তাঁর আশীর্বাদ নিলে ক্যারিয়ার ও পেশাগত জীবনে বৃদ্ধির জন্য সকল বাধা বিঘ্ন কেটে যাবে।

বৃষভ রাশিফল (Wednesday, November 8, 2023)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। আপনার রোমান্টিক সম্পর্ক আজ ক্ষতিগ্রস্ত হবে। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে- আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে। আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য একটি মনমালিন্য হতে পারে।

প্রতিকার :- মাছকে খাবার দান করলে প্রেম জীবন সুন্দর ও বর্ণনাময় হবে।

মিথুন রাশিফল (Wednesday, November 8, 2023)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। আপনার যে কোনও দীর্ঘস্থায়ী রোগ আজ আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। প্রেমের জন্য ভালো দিন। কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভাল কথা হবে। টিভি,মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তূ দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাব হতে পারে। আপনি আজ আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন।

প্রতিকার :- যোগ্য ব্যক্তিকে বা কোনো সংস্কৃতি পরিষদের ব্যক্তিকে বই বা অন্যান্য পড়াশোনা সম্পর্কিত জিনিস দান করুন, এর ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

কর্কট রাশিফল (Wednesday, November 8, 2023)

স্বাস্হ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আপনি বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে পারেন যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। প্রেমের জন্য ভালো দিন। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। আপনি আপনার বিবাহিত জীবনের পূর্বরাগ, পশ্চাদ্ধাবন, এবং পানিপ্রার্থনা ইত্যাদি পুরোনো সুন্দর দিনগুলিকে রিফ্রেশ আবার করবেন।

প্রতিকার :- আপনার নিত্য নৈমিত্যিক কাজে ও কর্মে সাদা চন্দন এবং গোপী চন্দনের ব্যবহার এবং সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

সিংহ রাশিফল (Wednesday, November 8, 2023)

আনন্দদায়র সফর এবং সামাজিক জমায়োত আপনাকে ভারমুক্ত এবং খুশি করে রাখবে। যদিও আপনার আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে-তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনার সময়ের বেশির ভাগটাই দখল করবে। আপনি একজন বিশেষ কারোর চোখে ধরা পড়বেন- যদি আপনি আপনার দলের মধ্যে ঘুরে বেড়ান। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে- তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন জা আপনার দিকে আসছে। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। আজ, আপনার সঙ্গী তার একটি চমৎকার দিক দেখাতে পারেন।

প্রতিকার :- ক্যারিয়ার এ অভাবনীয় অগ্রগতির জন্য দরিদ্র ও অভাবী লোকজনকে বাঁশের ঝুড়িতে খাবার, তোশক, মিষ্টি ও আয়না দান করুন।

কন্যা রাশিফল (Wednesday, November 8, 2023)

ধ্যান পরিত্রাণ আনবে। বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন। আপনি আরাম করুন এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মধ্যে সুখ খুঁজে পেতে চেষ্টা করুন। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আপনার এবং স্ত্রী মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এরজন্য একটি দীর্ঘ মেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে। অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন।

প্রতিকার :- প্রতিনিয়ত আর্থিক উন্নতি করতে নিয়মিত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন।

তুলা রাশিফল (Wednesday, November 8, 2023)

আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতায় ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন। মনে হয় আপনার অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন। প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারো কারোর জন্য পেশাদারী উন্নতি। আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে নাহলে সময় নষ্ট হবে। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ ক্রাবেন।

প্রতিকার :- পলাশপুষ্পসংহাসম, তারকগ্রহমস্তকম, রৌদ্রাম রৌদ্রথমকাম ঘোড়াম, তাম কেতুম প্রানামামাহ্যাম ((Palasha Pushpa Sanghasham, Taaraka Graha Mastakam; Roudram Roudraathmakam Ghoram, Tam Ketum Pranamaamyaham) এই মন্ত্র ১১ বার জপ করুন।

বৃশ্চিক রাশিফল (Wednesday, November 8, 2023)

আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। আপনার ঘনিষ্ঠ মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যা সৃষ্টি করবে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া জরুরী হয়ে দাঁড়াবে। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে ব্রোঞ্জের প্রদীপ দান করুন।

ধনু রাশিফল (Wednesday, November 8, 2023)

আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলতে আপনার মনে এক উজ্জ্বল সুন্দর এবং গৌরবজনক ছবি প্রবেশ করান। আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন, কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ, তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময়। মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে।তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- বিবাহ বা অন্য কোনো শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করলে তা আপনার শুক্রকে দুর্বল করবে। এই কারণে নিজের আর্থিক অবস্থার উন্নতির জন্য এই সকল কাজ থেকে বিরত থাকুন।

মকর রাশিফল (Wednesday, November 8, 2023)

প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নেবে। ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আজ আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন, তাই উভয় উভয়ের প্রতি কোমল হন।

প্রতিকার :- প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন।

কুম্ভ রাশিফল (Wednesday, November 8, 2023)

মদ্যপান করবেন না– এতে ঘুমের ব্যাঘাত হয় এবং গাঢ় বিশ্রাম হয় না। বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে। অতএব, আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতা সন্তুষ্ট করা কঠিন। তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন। তাদের আপনার সব মনোযোগ প্রেম এবং সময় প্রাপ্য। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। যে কোন অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। আজ একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশী আগ্রহ দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে আপনি উপলদ্ধি করবেন কোনকিছু গোলমাল চলছে না।

প্রতিকার :- ভগবান বিষ্ণু কে খুশি রাখার জন্য মাদক দ্রব্য ও আমিষ খাবার থেকে বিরত থাকুন এবং এর ফলে বুধের খারাপ প্রভাব ও কেটে যাবে। এর ফলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

মীন রাশিফল (Wednesday, November 8, 2023)

আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে। কিন্তু বেশি চিন্তা করার কোন প্রয়োজন নেই- কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। আপনার প্রণয়ী আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে; মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যাস্ত ছিলো আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়াই আপনি আবার ব্যাস্ত হয়ে যেতে পারেন। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে।

প্রতিকার :- পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থা এবং প্রতিষ্ঠানে দান করুন।