*আজকের রাশিফল ১ ৬ ই জুন ( শুক্রবার) *
মেষ: কারোর প্রেমে পড়তে পারেন আজ। আপনার স্পষ্টবাদিতা আজ আপনার অনেক কাছের মানুষকে দূরে সরিয়ে দিতে পারে। তাই কথাবার্তা বলার সময় সংযত থাকুন। কাজের জায়গায় নতুন কিছু হতে পারে আজ।
বৃষ: ব্যবসায়িক লাভের দিকে নজর দিন। নিজের সমস্ত গুনগুলিকে বিকষিত করার চেষ্টা করুন। সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটান।স্ত্রী-র শরীরের যত্ন নিন। শরীর মন ভালো রাখতে যোগব্যায়াম করুন।
মিথুন: নতুন প্রযুক্তি তাড়াতাড়ি শিখে নেওয়া দরকার। স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়া থাকবে। পরিবারের শান্তি বজায় থাকবে। অসুস্থতা নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না। চারিদিকে বিরোধিতা থাকলেও আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে।
কর্কট: কর্মক্ষেত্রে নতুন ধারণা প্রয়োগ করতে পারেন। চারিদিকে বিভিন্ন ঘটনার উত্তেজনা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে। ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার আলাপ হতে পারে।
সিংহ: অ্যালকোহল থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজ আপনার কাজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কাজের শেষে একান্তে কিছু সময় কাটান। আপনার রসিক মনোভাব সকলকে খুশি করবে। কিছু জরুরি সিদ্ধান্ত নিতে মানসিক চাপে থাকবেন।
কন্যা: কর্মক্ষেত্রে সতর্ক হয়ে কাজ করুন। না হলে সমস্যায় পড়বেন। অবসর সময় শিশুদের সাথে কাটিয়ে মনে শান্তি পাবেন। ধার নেওয়া টাকা আজ ফেরত দিতে হবে। নেশা থেকে দূরে থাকার চেষ্টা করুন। এর ফলে আপনার শক্তি বাড়বে।
তুলা: অধৈর্য হয়ে কাউকে খারাপ কথা বলবেন না। পরিবারের সমর্থনে কাজে সাফল্য আসবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। ভাগ্যের হাতে ছেড়ে দিলে খারাপ পরিস্থিতিতে পড়তে হতে পারে। পারিবারিক ও পেশাগত ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন।
বৃশ্চিক: আপনার যোগাযোগের দক্ষতায় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পুরোনো মানুষদের সঙ্গে দেখা করুন। ভালোবাসার মানুষের থেকে উপহার পাবেন।- না মেটা সমস্যাতে আজ প্রচুর টাকা খরচ হয়ে যাবে।
ধনু: বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। সন্তানেরা অবাধ্য হওয়ায় মানসিক ভাবে উদ্বেগে থাকবেন। ভালবাসার সঙ্গীর সাথে আপনার ভালো সময় কাটবে। প্রকৃত প্রেমের অভাবে আজ আপনি হতাশ বোধ করবেন।
মকর: পরিশ্রমের সুফল পাবেন। শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা দুর্বল করে দিতে পারে। দায়িত্ব পালনে সমস্যার মুখে পড়তে পারেন। প্রেমিকা খারাপ কথা বললেও সংযত থাকুন। মামার বাড়ির থেকে আজ আর্থিক সাহায্য পেতে পারেন।
কুম্ভ: ব্যয় নিয়ন্ত্রণ করায় সঞ্চয় বাড়বে। ধ্যানের মধ্যে দিয়ে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেন। অকারণ অর্থ ব্যয় রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আপনার জীবনের সমস্যাগুলি নিয়ে পরিবারের সকলের সাথে আলোচনা করুন।
মীন: কাজের মধ্যে ডুবে থাকুন। শরীর মন ভালো থাকবে। মানসিক চাপ থেকে মুক্তি পেতে মাদকের প্রতি আসক্ত হতে পড়বেন না। ঘৃণার মনোভাব পরিত্যাগ করুন। গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দিন। ভালো কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে।
![]()



Jun 16 2023, 07:04
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.8k