উপরাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে কল্যাণীতে বিক্ষোভ বিজেপির যুব মোর্চার
![]()
নদীয়া:
আইনসভার উচ্চকক্ষে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকড়কে নিয়ে তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জির কুরুচিকর অঙ্গভঙ্গি করার প্রতিবাদে কল্যাণীর সেন্ট্রাল পার্কে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার যুবমোর্চার তরফে শুক্রবার সন্ধ্যায় সেন্ট্রাল পার্কে বিক্ষোভ প্রর্দশন করা হয়।
পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টায়ার্ড চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির জিএস তারকনাথ সরকার। কল্যাণী শহর মন্ডলের বিজেপির যুবমোর্চার সভাপতি রতন বাড়ৈ, সাধারণ সম্পাদক সঞ্জীত ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।



















অভিযোগ এরপর ঐ ছাত্রী পার্টি অফিসে দেখা করতে গেলে পার্টি অফিসের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে জোর করে শীলতাহানি করে । এরপর সেখান থেকে কোনো মতে বেরিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সকলকে জানায় এবং নবদ্বীপ থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে ।
Dec 22 2023, 19:53
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.4k