পর পর দু’বার ভূমিকম্প, চিনে মৃতের সংখ্যা প্রায় ১১৬
একবার নয় পর পর দু বার ভূমিকম্পে কেঁপে উঠলো চিন। ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিলে পরিণত হয়েছে চিন। এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১১৬ জন এবং বহু মানুষ জখম হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ভূমিকম্পটি প্রথম অনুভূত হয় উত্তর চিনে। ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চিনের গানসু ও কিউইনঘাই প্রদেশ। গানসু প্রদেশে প্রাণহানির সংখ্য়া বেশি। উত্তর চিনের গানসু প্রদেশে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০০ জন। ওদিকে পড়শি কিউইনঘাই প্রদেশের হায়ডং শহরে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। দুই প্রদেশ মিলিয়ে আহতের সংখ্যা প্রায় ৪০০। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২ । এই জোরালো ভূমিকম্পের পরেই ফের আরও একবার ভূমিকম্পে কেঁপে উত্তর চিন। সেই সময় কম্পনের তীব্রতা ছিল ৫.৫ । পর পর দুই বার জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত হয়ে পড়েছে চিন। প্রায় ৪০০০ বাড়ি ভেঙে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। বন্ধ হয়ে গিয়েছে ইন্টারনেটও। যারফলে উদ্ধার করতে বেশ সময় লাগছে। মনে করা হচ্ছে উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়বে নিহতের সংখ্যা।
তবে এই প্রথম নয় এরআগেও চিনে এমন ভূমিকম্পের ঘটনা ঘটেছে । গত ২০২২ সালে ২০২২ সালে চিনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রা ভূমিকম্প হয়। যাতে প্রাণ হারান কমপক্ষে ১০০ জন। তবে এবার সেই রেকর্ড ভেঙে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা।


 
						







 এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,৩৪ বছর পর বাংলাকে স্বাধীন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওনার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত কংগ্রেসকে। পাকিস্তানের মিলিটারি শাসন চলেছে। ভারতবর্ষের রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে এটা চলতে পারে না।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,৩৪ বছর পর বাংলাকে স্বাধীন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওনার সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত কংগ্রেসকে। পাকিস্তানের মিলিটারি শাসন চলেছে। ভারতবর্ষের রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেওয়ার কথা বারবার বলা হচ্ছে এটা চলতে পারে না। 





Dec 19 2023, 11:35
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.3k