/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *জগদ্ধাত্রী পুজো নিয়ে মন্ত্রীদের সর্তক করলেন মুখ্যমন্ত্রী* West Bengal Bangla
*জগদ্ধাত্রী পুজো নিয়ে মন্ত্রীদের সর্তক করলেন মুখ্যমন্ত্রী*


ফরাসডাঙা চন্দননগরের বুকে শুরু হয়ে গিয়েছে জগদ্ধাত্রী পুজো। রীতিমত উত্‍সবের আমেজ এখন সেখানে। পাড়ায় পাড়ায় আলোর বন্যা। নতুন জামাকাপড় পড়ে অনেকেই সপরিবারে বা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়ে পড়েছেন। একের পর এক মন্ডপে শুক্রবার সন্ধ্যা থেকেই জনস্রোত বয়ে চলেছে। এই আবহে এদিন কলকাতা থেকেই চন্দননগরের ৬টি সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়, এদিন তিনি জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে চন্দননগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে হুগলি জেলার মন্ত্রীদের এই পুজোর সময়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব হলেও চন্দননগরের বুকে জগদ্ধাত্রী পুজোই মূল আকর্ষণ। দুর্গাপুজোর দশমীর দিনের পরেও তুলনামূলকভাবে সেই অর্থে বিষাদের সুর লক্ষ্য করা যায় না এই শহরের মানুষদের মধ্যে। বরঞ্চ তাঁরা তখন টগবগ করে ফোটেন দুর্গাপুজোর ১ মাস বাদে অনুষ্ঠিত হওয়া জগদ্ধাত্রী পুজোর জন্য, যা চন্দননগরের বুকে ৪ দিন ধরে পালিত হয়। একই সঙ্গে হুগলি জেলারই রিষড়াতেও জগদ্ধাত্রী পুজো হয় ৪ দিন ধরে। তবে তা শুরু হয় নবমীর দিন থেকে ও চলে দ্বাদশী পর্যন্ত। চন্দননগর ও রিষড়া দুই শহরেই চলতি বছর ও বিগত কয়েক বছরে সাম্প্রদায়িক সংঘর্ষের নজির রয়েছে। যদিও তা জগদ্ধাত্রী পুজোর সময় হয়নি। হয়েছে রামনবমীর সময়ে। 

তবুও রাজ্যের গোয়েন্দা বাহিনীর কাছে খবর এসেছে এবারেরে এই পুজোর মধ্যেই এই দুই শহরেই কেউ কেউ অশান্তি বাঁধানোর ছক কষতে পারে। আর তাই এদিন এই দিকে নজর রাখার জন্য হুগলির মন্ত্রীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হুগলির মন্ত্রীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আজ জগদ্ধাত্রী পুজোর চতুর্থী। শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, সেদিকেই নজর রাখতে হবে সকলকে। ছটপুজোয় নির্দিষ্ট অঞ্চলে থাকতে হবে। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে কাজ করতে হবে। ঘাট পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারে ছটপুজোর ছুটির দিন একটু পরিবর্তন হয়েছে। এই বছর ১৯ নভেম্বর ছটপুজো রবিবার পড়েছে। তাই রবিবারের বদলে সোমবার অর্থাত্‍ ২০ নভেম্বর ছুটি দেওয়া হয়েছে।

*দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার*

 কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার ঘটনা প্রসঙ্গে বলেন, বিগত কয়েকদিন ধরে দেখছি যেভাবে পুলিশ রাজ্য সরকারের আস্কারাতে এ ধরনের কাজ করছে। হিউম্যান রাইটস বলে কিছু নেই, মানবাধিকার বলে কিছু নেই, যেখানে অ্যাকশন নেওয়ার কথা সেখানে কিছু হচ্ছে না। তৃণমূলের দুপক্ষ মারামারি করছে একপক্ষ আরেক পক্ষের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে ।পুলিশ ওখানে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে কারণ যারা করছেন তারা তৃণমূল। 

বিশ্বভারতীতে প্রধানমন্ত্রীর নামের ফলক বিতর্কে বলেন, প্রধানমন্ত্রী এইভাবে তার নাম কোথায় থাকুক সেটা চান না, উনি এই চিন্তা ভাবনায় বিশ্বাস করেন না, স্বাভাবিকভাবে যে নির্দেশ এসেছে তাতে আমার মনে হয় কিছু লোক যারা অন্ধ বিরোধিতা করে প্রধানমন্ত্রীর,তাদের চোখ খুলে দেবে এই ঘটনা। 

আমডাঙায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা প্রসঙ্গে বলেন, যে ভাবে পয়সা কামিয়েছে বা কামানোর চেষ্টা চলছে স্বাভাবিকভাবে সেখানে ভাগাভাগির সমস্যা হয়ে গিয়েছে, ভাগাভাগি সমস্যা হলেই বোমাবাজি হবে, তৃণমূল মানেই তো বোম, বোম মানেই তৃণমূল।

জয়নগরের ঘটনা গ্রেফতারি প্রসঙ্গে বলেন, জয়নগরে যে ঘটনা ঘটেছে তাতে কে জড়িত এখনো পর্যন্ত পরিষ্কার নয় কারণ একজনকে পিটিয়ে মারা হয়েছে খুন করে পালানোর পথে তার স্ত্রী বলছে স্বামী তৃণমূল করত। স্বাভাবিকভাবে তৃণমূল করেছে এরমধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিপিএম আছে, তা তৃণমূল ও সিপিএমকে ঠিক করতে হবে। আমরা এর মধ্যে নেই, প্রথমদিকে আমাদের নাম জানানোর চেষ্টা করা হয়েছিল সফল হয়নি।

খোদ মেয়রের ওয়ার্ডে রেশন দুর্নীতি প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গে এটা একটা বিরাট চক্র। পশ্চিমবঙ্গের সব থেকে বড় চক্র হচ্ছে রেশন ডিলারদের ডিউ-র চক্র। রেশন নিতে গেলে আপনার স্লিপে ডিউ লিখে দেবে মাল আসেনি বলে, এই যে মাল আসেনি গল্প এই মালটা যায় কোথায়? এই যে মালটা ২০ থেকে ৪০ শতাংশ বাকিবুরদের মত লোকেরা পৌঁছে দিত তৃণমূলের কাছে।

কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া এখন কিছু নেই। মাল কামাই করে কে কত ঝাড়বে এ নিয়ে চলছে, এমন ভাবে ঝাড়ছে মনে হচ্ছে এবারই শেষ, সেটা বুঝে গেছে তারা।

মহুয়া মৈত্রকে পদ দেওয়া প্রসঙ্গে বলেন, এথিক্স কমিটি যে সুপারিশ করেছে সেটা স্পিকারের কাছে গিয়েছে, তিনি সিদ্ধান্ত নেবেন। স্বাভাবিকভাবে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। এটুকুই বলতে চাই যে গড়িত অপরাধ একজন সাংসদ বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেটা প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হলে সেই পদ খারিজ হয়ে যাওয়া উচিত। দল এমনিতেই টিকিট দেবে না আমার কাছে যা খবর রয়েছে, মহুয়া মৈত্র চাইছে এই বিতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো হওয়ার, যাতে টিকিট পাওয়া যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ তার সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, ১ লক্ষ গীতা পাঠের যে প্রোগ্রাম, সনাতন ধর্মের মঠ মন্দিরে তরফ থেকে একটি সংস্থা গঠন করা হয়েছে তাদের প্রতিনিধিদের নিয়ে আমি যাচ্ছি। আগামী ২৪ শে ডিসেম্বর গীতা জয়ন্তীর দিন ১ লক্ষ মানুষের মাঝে প্রধানমন্ত্রী যাতে উপস্থিত থাকেন সেই উদ্দেশ্যে আজকে দিল্লি যাত্রা।

ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে আজ ভোট সেই প্রসঙ্গে বলেন, অবশ্যই আমরা পাঁচটা রাজ্যে ভালো ফল করব।

পানিট্যাংকিতে গ্রেফতার হয়েছে পাকিস্তানি নাগরিক আই এস আই বা পাকিস্তানি গুপ্তচর হতে পারে সেই প্রসঙ্গে বলেন, সে তো হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সব থেকে বড় কথা যেভাবে এনআইএ বনগাঁ এলাকা থেকে রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে বলে গ্রেফতার করেছে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা চক্রান্ত চলছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার জনবিন্যাস পরিবর্তন করে দেওয়ার জন্য সে ক্ষেত্রে তৃণমূল পরিচালিত প্রশাসন এই সমস্ত উগ্রপন্থী সংগঠনকে সাহায্য করছে কোথাও প্রত্যক্ষ ভাবে আবার কোথাও পরোক্ষ ভাবে।

২০১৯ এর মত সিপিএমের ভোটের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি তৃণমূলের এই মন্তব্য প্রসঙ্গে বলেন, সিপিএমের ভোট তৃণমূলের ভোট বিজেপির ভোট বলে কিছু হয় না, ভোট হয় জনগণের। জনগণের একটা অংশ পার্টির আদর্শ ও কর্মসূচি দেখে ভোট দেয়। এখানে একসময় সিপিএমের কর্মপন্থা দেখে কাজ দেখে ভোট দিয়েছিলেন তারাই আবার তৃণমূলকে ভোট দিয়েছে তবে না তৃণমূল জিতেছে। স্বাভাবিক ভাবেই ভোটাররা প্রধানমন্ত্রীর কাজ দেখে উন্নয়ন দেখে প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের ৬ কোটি ১ লক্ষ মানুষকে আগামী পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদি ফ্রিতে রেশন দেবে মানুষ কাকে ভোট দেবে নরেন্দ্র মোদীকে ভোট দেবে।

*বিশেষ প্রতিবেদন*


অজানা সাহিত্যিক কমলকুমার মজুমদারের স্মরণে

অসীম পাল

খালাসিটোলার শুঁড়িখানা‌ ইতিহাসখ্যাত হয়ে গেল এই লোকটার বদান্যতায়। কলকাতার ওয়েলিংটন মোড়ের কাছে রাজপথের ধারে টিনের ছাউনি ঘিরে, নিয়মের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলে এই পানশালা। অথচ বাইরে থেকে কিছুই বোঝা যায় না।

সকাল থেকে রাত ন'টা পর্যন্ত

ক্রমাগত‌ই মোদো-মাতালদের ভিড়।

মুচি-মেথর-ডোম থেকে শুরু করে চোর-পকেটমার-গুন্ডা, বস্তির বখা-খিস্তিবাজদের সঙ্গে মিশে গিয়ে লোকটা দিব্যি টেনে চলছে বাংলা মদ। বিশ্বাস করুন, তারজন্য একটুও আড়ষ্টতা নেই তাঁর। গ্লাস ভর্তি করে মদ নিয়ে, ডান হাতের শ্রীরামকৃষ্ণের নাম লেখা আংটিটা গ্লাসে একবার ছুঁইয়ে নিয়ে‌ই চোঁ-করে একটানে শেষ করে ফেলতেন ঐ তরল। আর তারপরের পেগ নেবার আগে ভালো করে জল দিয়ে মুখ কুলকুচি করে ধুয়ে নিতেন, যাতে দাঁতের ক্ষতি না হয়।

এখানেই টেনে এনেছিলেন বয়োঃকনিষ্ঠ সুনীল গাঙ্গুলী-শক্তি চট্টোপাধ্যায়দের। তখন তো ওরা আঠেরো-কুড়ির তরুণ।

কিন্তু তার টানে কতো ইংরেজ-ফরাসি কবি-সাহিত্যিক-শিল্পী, শিল্প-সমালোচক, সিনেমা পরিচালকরা ছুটে আসতেন সে খবর কজন জানি?

আরো শুনলে অবাক হবেন, লোকটির কলেজ বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রী পর্যন্ত নেই! জানতেন বারোটা ভাষায় লিখতে পড়তে, অনর্গল কথা বলতে।

নানান বিষয়ে ছিল তাঁর প্রগাঢ় জ্ঞান। যা তিনি রপ্ত করেছেন নিজের অদম্য আগ্রহে।

সেই জ্ঞান নিয়ে প্রকাশ করেছেন "তদন্ত" নামক রহস্য পত্রিকা। যদি‌ও সেই পত্রিকা বেশি দিন চলেনি। কিন্তু বুদ্ধিজীবী মহল তাঁকে নিয়ে যথেষ্ট তারিফ করতো। এর কিছুদিন পর "অঙ্ক ভাবনা" নাম দিয়ে বের করলেন অঙ্ক বিষয়ক পত্রিকা। ভাবুন, আজ পর্যন্ত আমাদের দেশের কোনো অঙ্ক পন্ডিতের সাহস‌ হয়েছে? অথচ সামান্য এফ. এ. পাশ করা লোকটা বাঙালিকে অঙ্ক দর্শন, আর অঙ্ক ভীতি দূর করাবেন! এমন নজির আর একটা‌ও দেখাতে পারবেন না মশাই।

"রামকৃষ্ণ বঙ্কিমচন্দ্র" নিয়ে আলোচনা শুনলে মনে হতো লোকটা ওঁদের‌ই পাড়াতুতো ভাই‌। আর বিশ্ব সাহিত্য?শেক্সপিয়ার-মিলটন-ডিকেন্স,

বোদলেয়ার-মালার্মে -প্রুস্ত এসব যেন গুলে খেয়েছেন সব।

সাধে কি আর ইংল্যান্ড ফ্রান্স জার্মানি থেকে বিদগ্ধ পন্ডিতরা ছুটে আসতেন তাঁর সঙ্গে আলোচনা করতে। এমনকি সেই শুঁড়িখানায় পর্যন্ত হানা দিতেও দ্বিধা করতেন না তাঁকে পাবার জন্য।

প্রতিদিন বিকেলে ধবধবে সাদা পাঞ্জাবি আর ধুতি, হাতে বেমানান পাটের ব্যাগ, ব্যাগের ভেতর ফরাসি দুর্লভ বই এবং ব‌ইয়ের ভেতরে প্রয়োজন মতো টাকা নিয়ে (ওটাই ওঁর মানি ব্যাগ) টিনের ঘেরা শুঁড়িখানায় হাজির হতেন রোজ। মদের গ্লাস হাতে নিয়ে, দাঁড়িয়ে মদ খেতে খেতেই যাবতীয় আলোচনা শুরু হতো। মন্ত্রী উজির, কেষ্টবিষ্টু, চ্যালা চামুণ্ডা, যিনিই হোন, নিয়মের হেরফের নেই। আলোচনা চলতে চলতে, হঠাৎ, কখন তিনি রাস্তায় পা বাড়িয়ে বাসে উঠে ধা! এদিকে আলোচনা তখন মাঝপথে।

সেই আলোচনা শেষ করতে হলে আসতে হবে পরের দিন।

আপনি তার বাড়ি যাবেন?

উঁহু, ওটি হবে না।

কারণ, বাড়ির ঠিকানা তিনি কাউকে দেননা।

একবার সুনীল গাঙ্গুলী লুকিয়ে তার পেছন নিয়েছিলেন এবং পৌঁছে গিয়েছিলেন তাঁর বাড়ি পর্যন্ত। পরদিন‌ই করেছেন সপরিবারে বাসাবদল।

কেন জানেন? ঘরে তাঁর অপরূপ সুন্দরী বউ, ভালোবেসে বিয়ে করেছিলেন, সেই ব‌উ যদি হাত ছাড়া হয়ে যায়!

অথচ তাঁর সাহিত্য সর্বদাই ছিল নারী স্বাধীনতার পক্ষে সোচ্চার। আর তাঁর

অন্তর্জলী যাত্রা গল্পটির কথা, ঐ গল্পের যশোবতীর কথা মনে করলে কে বিশ্বাস করবে এই কাহিনী?

সত্যি বড্ড বিচিত্র চরিত্র তাইনা?

তিনি কমলকুমার মজুমদার। আজ তাঁর ১১০তম জন্মদিন।

ছবি: সৌজন্যে লেখক।

* গভীর নিম্নচাপ বঙ্গে জারি সর্তকতা, জেনে নিন আজকের আবহাওয়া*


 বঙ্গে দুর্যোগের আশঙ্কা বাজছে। সাগরে ফুঁসতে থাকা নিম্নচাপ গতকালই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে শুক্র ও শনিবার বজ্র বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অতি গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে শুক্রবার সকালে ওড়িশা উপকূল বরাবর উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরের কাছে পৌঁছাবে।

১৮ নভেম্বর বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছাবে ঘূর্ণিঝড়৷ শনিবার ভোররাতে বাংলাদেশের স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ২১ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।

নবান্নের তরফে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। এই তিন জেলাকে দুর্যোগ মোকাবিলায় সমস্তরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতা -সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির হতে পারে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী সেলসিয়াস। 

*ODI ICC World Cup,2023*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 Today 2nd semi-final team sheet

*কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আপার প্রাইমারির আন্দোলনকারীরা*


কলকাতা:আপার প্রাইমারি মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল আন্দোলনকারীরা।

উল্লেখ্য,আগামী ২২শে নভেম্বর আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে কাছে একটা শান্তিপূর্ণ মিছিলের আবেদন জানিয়ে পুলিশ এর কাছে আবেদন জানালে পুলিশ কোনো রকম ভাবে তাতে সায় দেয়নি।আইনজীবি তরুণজ্যোতি তিওয়ারি মিছিলের আবেদন জানান বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে।আগামী কাল মামলার শুনানির সম্ভবনা।

*ভারতের জয়ের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দোপাধ্যায়*


 ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষততে মলম দিল ভারত। বুধবার নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয় উদযাপন করেছে গোটা দেশ। এই জয়ের মাঝেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, "নিউজিল্যান্ডের কাছে ভারতের এই জয়ে আমি আপ্লুত। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। Best Of Luck, Team India

*আজকের রাশিফল ১৬ই অক্টোবর (বৃহস্পতিবার)*


 

মেষ রাশিফল (Thursday, November 16, 2023)

জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা দেখে নিন। যোগব্যায়ামের সাহায্য নিন- যা আপনাকে শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকতে শেখাবে যাতে আপনার মেজাজের উন্নতি হয়। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উত্স সৃষ্টি হবে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনাদের ভাগ করে নেওয়া ভালো মূহুর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময়। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- যেকোনো শুভ অনুষ্ঠানে যেমন বিবাহ ইত্যাদিতে নিষ্ঠার সাথে ওপরের সাহায্য করুন ও সেবা অর্পণ করুন।এর ফলে আপনার ব্যবসা বা কর্মজীবনে অনেক উন্নতি হবে।

বৃষভ রাশিফল (Thursday, November 16, 2023)

নিজে থেকে ওষুধগ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে। যে কোন ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন-অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনার বাবার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেম অপরিমিত, সীমাহীন; আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন। কিন্তু আজ আপনি তা অনুভব করবেন। যদি আপনি নতুন কোন উদ্যোগ শুরু করার কথা ভাবছেন-তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন-কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে- আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না। পরিবারের ইচ্ছা পূরণ করতে-করতে আপনি অনেক বার নিজেকে সময় দিতে ভুলে যান। কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন। আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যিই অবিশ্বাস্য।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য পকেটে লাল রুমাল রাখুন।

মিথুন রাশিফল (Thursday, November 16, 2023)

কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে- যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আজ প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে- এবং আপনিও তা স্বীকার করে খুশি হবেন। আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। আপনার আজ আপনার স্ত্রীর অবিশাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মত মনে হবে।

প্রতিকার :- কমবয়সী কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে।

কর্কট রাশিফল (Thursday, November 16, 2023)

আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। সামাজির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে-যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। আপনার সঙ্গী কথার খেলাপ করলে বিরক্ত হবেন না- আপনি তাদের সঙ্গে বসে কথা বলে সমস্যাটা মিটিয়ে নিন। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হন নি। আজ, আপনার অর্ধাঙ্গীনী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে সহায়তা করবেন।

প্রতিকার :- কর্মজীবনে সাফল্য পেতে হলে লাল চন্দনের গুড়ো মিশিয়ে স্নান করুন।

সিংহ রাশিফল (Thursday, November 16, 2023)

ঘাড়ে/পিঠে এক নাছোড়বান্দা ব্যথায় ভোগা সম্ভবপর। এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে।আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। আপনার পছন্দের মানুষ বেশী খুশিতে আছে এবং আপনার সন্ধ্যার সময়ে তাদের জন্য কিছু পরিকল্পনা করা উচিত। আপনার প্রি়য়জন প্রতিশ্রুতি চাইতে পারে- এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারী বজায় রাখুন। যদি কোন ক্ষেত্রে আপনি কোন বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে।

প্রতিকার :- বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনিক সেবা করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো ফল দেবে।

কন্যা রাশিফল (Thursday, November 16, 2023)

আপনি ক্ষিপ্রগতিতে পদক্ষেপ গ্রহণ করার ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। আজ আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন। পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পরে।আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে। আজ, আপনার স্ত্রী আপনাকে তার খুব ভাল নয়য় দিকটি দেখাতে পারেন।

প্রতিকার :- দুধের প্যাকেট কোন গরিব মহিলাকে দান করলে অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী হবে।

তুলা রাশিফল (Thursday, November 16, 2023)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। নিকটাত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। যদি আজকে আপনি কোন ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালবাসা এবং মমতা সবকিছুকে থিতু করে দেবে।

প্রতিকার :- খাওয়ার খাবার আগে নিজের পা ধুয়ে নিন, তা সম্ভব না হলে খাবার আগে জুতো খুলে বসুন, এর ফলে আর্থিক সমৃদ্ধি হবে।

বৃশ্চিক রাশিফল (Thursday, November 16, 2023)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনি আজ আপনার মিষ্টি ভালবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন। দিন কে কি করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে। বিবাহ একটি আশীর্বাদ, এবং আজ আপনি তা অনুভব করবেন।

প্রতিকার :- দূর্গা চল্লিশা ও দূর্গা মন্ত্র জপ করলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।

ধনু রাশিফল (Thursday, November 16, 2023)

আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না– এতে শান্তি নষ্ট হবে। ফেলে রাখা কজ সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে। আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান।

প্রতিকার :- সাদা পোষা কুকুরকে খাবার খাওয়ালে আর্থিক উন্নতিতে সহায়ক হবে।

মকর রাশিফল (Thursday, November 16, 2023)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। আজ, আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে। সুতরাং, সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ-সংক্রান্ত সমস্যা মোকাবেলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। বিবাহ প্রস্তাব, যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে। আজকে করা বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন। আজ প্রচুর সমস্যা থাকবে-যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন।

প্রতিকার :- গৃহদেবতাকে হলুদ রঙের ফুল অর্পণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Thursday, November 16, 2023)

আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন। আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাঙ্কেতিক মন্তব্য বন্ধ করে একটি ভাল অবস্থানে থাকুন। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস্ করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। এই রাশির জাতককে কর্মক্ষেত্রে আনুগত্যের বেশি বলার থেকে বাঁচতে হবে, না হলে আপনার উপর খারাপ প্রভাব পড়তে পারে। পুরোনো বন্দোবস্তের ফলে এই পরিমান ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্থ হতে পারেন। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। আপনার বিবাহিত জীবন আজকের আগে এত রঙিন ছিল না।

প্রতিকার :- ব্যবসা এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য জলে মিষ্টি দুধ গুলে বট গাছে ঢালুন।

মীন রাশিফল (Thursday, November 16, 2023)

অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্হ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। কোন দূরসম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোন অপ্রত্যাশিত খবর আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে। আজ, আপনি এবং আপনার ভালবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার বিবাহিত জীবনে যখন জিনিষ আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের অধিকারী হবার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন।

* নিম্নচাপে জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*


 দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরী হয়েছিল তা শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।গভীর নিম্নচাপ এদিন ঘন্টায় ১৩ কিমি বেগে বঙ্গোপসাগরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর যে নিম্নচাপ ফুঁসছে তা আজ শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে।

বৃহস্পতিবার রাত থেকেই আরও বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টিপাত চলবে শুক্রবার পর্যন্ত।শুক্রবার কলকাতা-সহ ৮ জেলা, দক্ষিণবঙ্গের কলকাতা , হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া এসব জেরায় বৃষ্টি হতে পারে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রী সেলসিয়াস। 

*Team India won by 70 runs*

Sports News 

 ODI ICC World Cup,2023 

 Team India won by 70 runs 

 Khabar kolkata: World Cup at home after an era. India in the final after an era. Nervous pressure finally wins. 398 runs on the board! Still a great fight from New Zealand. Indian cricket lovers have also faced fear several times. In fact, the aggressive cricket that India has been playing and even played in the semi-finals.

New Zealand also followed the same path. Mohammed Sami became the answer to their devastating cricket. A couple of wickets started the second spell. Kuldeep Yadav also became the turning point of the match. Team India won by 70 runs. 

 Pic Courtesy by: ICC