/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *বঙ্গে সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
WestBengalBangla

Jul 11 2023, 07:46

*বঙ্গে সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণে বৃষ্টি থাকলেও ভ্যাপসা গরম, ওদিকে উত্তরে তুমুল বর্ষণ! কতদিন থাকবে এই ধারাবাহিকতা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী আজও গোটা রাজ্যেই বৃষ্টি চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। উত্তরবঙ্গে আরও ২-৩ দিন হবে বৃষ্টি। তবে তার পরিমান কমবে। যদিও গত দু-তিন দিনের মতো আজও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি থাকবে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় আগামী ২৪ ঘণ্টা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে পরবর্তী তিন দিন এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আজকের পর সেই পরিমানও কমতে শুরু করবে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

Jul 11 2023, 07:44

*আজকের রাশিফল ১১ই জুলাই ( মঙ্গলবার)*


মেষ: সব সৃষ্টিশীল প্রতিভা আজকের দিনে প্রবল থাকবে। কঠোর পরিশ্রমের ফলে কিছু পুরস্কার পেতে পারেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখতে, আপনাকে আপনার স্ত্রীর সাথে অভদ্রতা এড়াতে হবেl

বৃষ: অভিমত দেওয়ার সময়ে অন্যদের অনুভূতির খেয়াল রাখুন। গৃহস্থালীর জিনিসপত্র বা বিলাসবহুল সামগ্রীতে ব্যয় করতে পারেন, যা আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে। মেধা চর্চায় সময় কাটবে। শিক্ষার্থীরা ভালো ফল করবেl

মিথুন: অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। কথা বলার ধরন সম্পর্কে সতর্ক থাকুন। অন্যথায় অদূর ভবিষ্যতে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মানসিক চাপ এবং উদ্বেগ থেকে বেরিয়ে আসতে ধ্যান করুন।

কর্কট: দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। বিবাহিত দম্পতিরা তাদের পরিবার বৃদ্ধির পরিকল্পনা করুন। বর্তমান চাকরিতে পদোন্নতি পেতে পারেন। বেতনভোগীরা নতুন চাকরির সন্ধান করতে পারেন।

সিংহ: শিক্ষার্থীরা কেরিয়ার উন্নত করতে উচ্চ শিক্ষার পরিকল্পনা করতে পারে। সাফল্য পেতে যে কোনও বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে হবে। সহজে কাজ হাসিলের চেষ্টা করবেন না। কর্মক্ষত্রে পদোন্নতির সুযোগ রয়েছেl

কন্যা: ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। কিছু প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী আনতে খরচ হবে। পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন। প্রেমিক দম্পতি বিবাহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

তুলা: চাকরিপ্রার্থীরা তাদের কর্মজীবনে অগ্রগতির জন্য উচ্চ শিক্ষার পরিকল্পনা করবেন। অবিবাহিতরা তাদের প্রকৃত জীবনসঙ্গী পাওয়ার আশা করতে পারেন। উচ্চ শিক্ষার সুযোগ আসবে।

বৃশ্চিক: আইনি বিষয়ে সুখবর পাবেন। প্রেমিকদের তাদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা উচিত। নিজের অভ্যন্তরীণ দুর্বলতার সাথে লড়াই আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যাবে।

ধনু: আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার মনোবল বাড়িয়ে তুলবে। কিছু নতুন উদ্ভাবন আপনার মনে আসতে পারে, যা অদূর ভবিষ্যতে কাজে লাগবে। আপনার সৃজনশীলতার সাহায্যে বাড়িতে কিছু সংস্কারের পরিকল্পনা করতে পারেনl

মকর: প্রেমে আপনার সৌভাগ্যের দিন। বিবাহিত দম্পতিরা পরিবারে সন্তানের দিক থেকে সুখবর পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আলস্য এড়ান। দম্পতিদের ভালো সম্পর্ক বজায় রাখার জন্য পরস্পরকে সম্মান দেখানো দরকার।

কুম্ভ: প্রেম বিষয়ক ব্যাপার এড়িয়ে চলুন। আপনি পরীক্ষার ফলাফল বা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভালো খবর শোনার আশা করতে পারেন। প্রেমিক দম্পতিরা সামাজিক কাজে ব্যস্ত থাকতে পারেন।

মীন: পরিচিত মানুষের স্বার্থপর ব্যবহার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। আগুন এবং ত্বক সংক্রান্ত সমস্যায় সতর্কতা অবলম্বন করুন। আপনি তরুণদের শিক্ষাদানে ব্যস্ত থাকতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করার পরিকল্পনা করবেনl

WestBengalBangla

Jul 10 2023, 17:32

*ভোটে হিংসা, নির্বাচন কমিশন ও বিএসএফের কাছে রিপোর্ট তলব আদালতের*


পঞ্চায়েত ভোটের অশান্তিতে বলি গিয়েছে একাধিক প্রাণ। আক্রান্ত হয়েছেন অনেকে। সোমবার তাঁদের জন্য ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিনই এই মামলার শুনানিতে রাজ্যকে বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। 

এদিন পঞ্চায়েতের অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভোটের দিন যারা আহত হয়েছেন তাঁদের সু-চিকিত্‍সার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। নিহতদের সত্‍কারের জন্য তাঁদের পরিবারকে সাহায্য করতে হবে। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন অধীর চৌধুরী। 

পঞ্চায়েত নির্বাচনে যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ।একইসঙ্গে আগামীকাল রাজ্যকে হতাহত, চিকিৎসা, ক্ষতিপূরণ নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে আদালতে। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরও জানিয়েছে, মৃতদের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করতে হবে। পরিবারের হাতে অবিলম্বে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ আদালতের। শেষকৃত্যতে সাহায্য করতে হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ । আগামীকাল হবে এই মামলার পরর্বতী শুনানি।

WestBengalBangla

Jul 10 2023, 14:48

*নিয়োগ দুর্নীতি কান্ডে সুপ্রিমকোর্টে ধাক্কা অভিষেকের*


নিয়োগ দুর্নীতি মামলায় আইনি রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিবিআই এর পাশাপাশি এবার ইডিও জেরা করতে পারবে অভিষেক বন্দ্যাপাধ্যায়কে, সাফ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ ছিল হাই কোর্টের, তা সোমবার বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।

গত ৮ জুন নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেককে তলব করে ইডি। ১৩ জুন হাজিরা দিতে বলা হয় তাঁকে। কিন্তু ইডির তলবে হাজিরা দেননি অভিষেক। তবে তার আগে থেকেই রক্ষাকবচ চেয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলার রায়ে অভিষেককে ইডি জেরা করতে পারবে বলে জানান বিচারপতি সিনহা। এর পর সুপ্রিম কোর্টে রায়কে চ্যালেঞ্জ করেন অভিষেক। সোমবার হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ কলকাতার শহিদ মিনারে ছাত্র এবং যুব তৃণমূলের এক সমাবেশে অভিষেক দাবি করেছিলেন, মদন মিত্র এবং কুণাল ঘোষের মতো নেতারা যখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে ছিলেন, তখন তাঁদের অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। ঘটনাচক্রে, তার পর দিনই কুন্তলকে আদালতে পেশ করা হয় এবং আদালতে ঢোকার মুখে কুন্তল দাবি করেন, নিয়োগ মামলায় অভিষেকের নাম বলানোর চেষ্টা হচ্ছে তাঁকে দিয়ে। সিবিআই এবং ইডি তাঁর উপর এর জন্য ‘চাপ’ সৃষ্টি করছে বলে থানায় চিঠি ও দিয়েছিলেন কুন্তল। এই চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের একই ধরনের দাবি কাকতালীয় হতে পারে না। এই মামলায় তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি বলেছিলেন, দরকারে অভিষেককেও জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। পরে অবশ্য ঘটনাক্রমে সেই মামলার এজলাস নদল হয়েছে যায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা কাছে। তিনিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই রাখেন। সাথেই অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও নির্দেশ দেন। এরপরই এই রায়ের বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সাংসদ। আজ সেই মামলার শুনানিতেই বড় রায় দিল শীর্ষ আদালত।

WestBengalBangla

Jul 10 2023, 12:24

*রাজ্যসভায় ভোটার তালিকা প্রকাশ তৃণমূলের*


পঞ্চায়েত ভোটের মাঝেই বিরাট ঘোষণা করল তৃণমূল। আগামী রাজ্যসভা নির্বাচনে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দু শেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বারাইক এবং সাকেত গোখলেকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে তৃণমূল। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। জুলাই ও অগস্ট মাসেই রাজ্যসভার একাধিক পদ ফাঁকা হচ্ছে। গুজরাট, গোয়া ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি সংখ্যক আসন ফাঁকা হচ্ছে রাজ্যসভায়। এই আসনগুলিতেই আগামী ২৪ জুলাই নির্বাচন হতে চলেছে। আজ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে, আগামী ১৩ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে।আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী ও সুখেন্দু শেখর রায় অবসর নিতে চলেছেন। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন ও সুখেন্দু শেখর রায়কে পুনরায় প্রার্থী করা হলেও, বাদ পড়েছেন সুস্মিতা দেব, প্রদীপ ভট্টাচার্য ও শান্তা ছেত্রী।

ইতিমধ্যেই তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, 'আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাই ও সাকেত গোখলের নাম নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁরা যেন জনগণের সেবা করার জন্য তাঁদের নিবেদনে অটল থাকেন এবং তৃণমূলের অদম্য চেতনার স্থায়ী উত্তরাধিকার এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে সওয়াল করেন। আমরা সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।'

WestBengalBangla

Jul 10 2023, 11:28

পুনঃনির্বাচন শুরু জেলার ৬টি ব্লকের ১৪ টি বুথে


বীরভূম:- গত ৮ ই জুলাই রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে ছাপ্পা ভোট ও সন্ত্রাসের অভিযোগ তোলা হয়।যার পরিপ্রেক্ষিতে গতকাল রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের বিভিন্ন স্থানে পুনঃনির্বাচনের দিন ঘোষণা করেন১০ই জুলাই ।

সেই হিসেবে বীরভূম জেলার ছটি ব্লকের ১৪ টি বুথ রয়েছে পুনর্নির্বাচনের জন্য। যার মধ্যে খয়রাসোল ব্লকে রয়েছে তিনটি বুথ। আজ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে তিনটি বুথে সেই পুনঃ নির্বাচন পর্ব,শুরু হয়েছে সকাল সাতটা থেকে। ময়নাডাল, মাটিয়ালা ও জামরান্দ এই তিনটে বুথে ভোট পর্ব চলছে নিঃশব্দে। এদিকে কেন্দ্রীয় বাহিনীর টহল এবং বুথে অবস্থান লক্ষণীয়।

রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রয়েছে যথেষ্ট।

WestBengalBangla

Jul 10 2023, 07:04

*ছিঁটেফোটা বৃষ্টিতে থাকবে ভ্যাপসা গরম! জেনে নিন আজকের আবহাওয়া*


দক্ষিণবঙ্গের মানুষজন কার্যত আকাশের দিকে তাকিয়ে বসে রয়েছে। ভারী বর্ষার মধ্যে দু এক ফোঁটা ঝড়লেও তা আবহাওয়াকে ঠান্ডা করতে অক্ষম। এর উপর দোসর হয়েছে সূর্যের প্রখর তেজ। মাঝে মধ্যেই প্রবল গরম রীতিমতো গলদঘর্ম করছে পশ্চিমবঙ্গবাসীর। অপরদিকে বৃষ্টির কমতি নেই উত্তরবঙ্গ জুড়ে। কিন্তু বর্ষার শুরু থেকেই বৃষ্টি হাত কৃপণ দক্ষিণবঙ্গের প্রতি। আর কবে হবে হবে বৃষ্টি? কবেই বা দাপট দেখাতে শুরু করবে বর্ষা? এর উত্তর দিতে পারছে আলিপুর আবহাওয়া দফতরও।

আপাতত এই রকম খামখেয়ালি আবহাওয়ার মধ্যেই বঙ্গবাসীকে থাকতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।তবে আশার কথা হল, এই প্রখর গরমের মধ্যেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সামান্য বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে মানুষকে। তবে মুষলধারে বৃষ্টির সেই কি আদৌও পাবে দক্ষিণবঙ্গের মানুষ, তা নিশ্চিত করে বলতে পারে নি মৌসুম ভবন। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। 

WestBengalBangla

Jul 10 2023, 07:03

*আজকের রাশিফল ১০ ই জুলাই ( সোমবার)*


মেষ:আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। আপনার সন্তান বা বাড়ির বড়দের সাথে সম্পর্কিত পুরানো স্বাস্থ্য সমস্যাগুলি এখন সমাধান হয়ে যাবে। ব্যবসায়িক ও সামাজিক জীবনে বিবাদ মীমাংসার ক্ষেত্রে আপনি আপনার উপস্থিত বুদ্ধি ব্যবহার করবেন

বৃষ: আত্মবিশ্বাসের অভাব থাকবে। নিজের কাজে ব্যস্ত থাকবেন। প্রতিদ্বন্দ্বীদের উপর জয়লাভ করার অবস্থানে থাকবেন। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, যা অদূর ভবিষ্যতে আপনাকে সুবিধা প্রদান করবে।

মিথুন:পরিবারের সাথে থাকুন। আপনার যোগাযোগ ব্যবসা বাড়াতে সাহায্য করতে পারে। ভাইবোনের সমস্যা মিটে যেতে পারে। আপনি একটি ধর্মীয় স্থান বা সম্প্রদায়ের জন্য একটি ছোট পরিমাণ দান করবেন

কর্কট: বেপরোয়া আচরণে সমস্যা হবে। ব্যবসায় পরিকল্পনা বাস্তবায়নে সফল হবেন, দলের সদস্যদের পূর্ণ সমর্থন পেতে পারেন। নতুন সুযোগের ক্ষেত্রে আপনার সময় সহায়ক প্রমাণিত হবে।

সিংহ: ভাবনা চিন্তা করে মতামত দিন। গৃহস্থালির কাজ এবং সন্তানদের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবেন। আপনি বাচ্চাদের শিক্ষার পরিপ্রেক্ষিতে কিছু ছোট ভ্রমণের আশা করবেন। সন্তানের স্বাস্থ্য আপনাকে বিরক্ত করবে।

কন্যা: বকেয়া অর্থ আদায় হতে পারে। আপনার জীবনীশক্তি এবং অভ্যন্তরীণ শক্তি বেশি থাকবে আজ। আপনি সঠিক পরিকল্পনা করতে এবং কার্যকরভাবে তাদের বাস্তবায়ন করতে সক্ষম হবেন। আপনাকে অর্থ ব্যয় এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা:আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিশৃঙ্খল থাকবে। আপনি একঘেয়েমি এবং দু: খিত বোধ করতে পারে. ঘুমের অভাবের কারণে আপনি অস্থির থাকবেন, যা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে

বৃশ্চিক: আচমকা সিদ্ধান্ত নেবেন না। মনের শান্তি পেতে কোনও আধ্যাত্মিক জায়গায় যাওয়ার কথা বিবেচনা করবেন। কঠিন পরিস্থিতি সামাল দিতে বড়দের আশীর্বাদে দিক খুঁজে পাবেন।

ধনু: জীবনের উজ্জ্বল দিকটি দেখুন। আপনি আপনার পেশাদার যোগাযোগ বাড়বে। অদূর ভবিষ্যতে সাফল্য অর্জনের জন্য প্রস্তুত হোন। আপনার কাজে নতুন পরিকল্পনার বাস্তবায়ন হতে পারে

মকর: ভুল সিদ্ধান্ত মানসিক চাপ বাড়াবে। ব্যবসা এবং কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকবেণ। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসবে। যার ফলে আপনি সময়মতো পারিবারিক অনুষ্ঠানে পৌঁছাতে পারবেন না।

কুম্ভ: অযথা খরচ করবেন না। আজ অসহায় মানুষকে সাহায্য করবেন। আপনি নিজেকে বিশ্লেষণ করতে সক্ষম হবেন এবং পারিবারিক প্রেক্ষাপটে ভুলগুলো বের করার চেষ্টা করবেন। এতে পরিবারে শান্তি আসবে

মীন: ব্যবসায়ী দের প্রচুর লাভ হবে। আপনি দুঃখ পেতে পারেন। পরিস্থিতি আপনাকে সংবেদনশীল এবং আবেগপ্রবণ করে তুলতে পারে। কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে। 

WestBengalBangla

Jul 09 2023, 07:30

*দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম, জেনে নিন আজকের আবহাওয়া*


বিগত কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আরও ২-৩ দিন হবে বৃষ্টি। আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা থাকবে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা।

দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১০ জুলাই পর্যন্ত এই পূর্বাভাস। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

Jul 09 2023, 07:28

*আজকের রাশিফল ৯ ই জুলাই ( রবিবার)*


মেষ: অর্থ সংরক্ষণের চেষ্টা করুন। গার্হস্থ্য জীবন উপভোগ করবেন। অহংকার এড়াতে হবে। ব্যবসায়িক অংশীদারিত্বে সমস্যা সমাধানের সম্ভাবনা। বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেনl

বৃষ​: পরিবার আর্থিক সহায়তা করবে। কর্মজীবন উন্নত করার জন্য উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন। অবিবাহিতরা সত্যিকারের জীবনসঙ্গী পেতে পারেন। পরিবারে নতুন সন্তানের সুসংবাদ পেতে পারেনl

মিথুন: মানসিক শান্তি থাকবে। দম্পতিরা সামাজিক ও পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। আপনার বর্তমান চাকরিতে উল্লেখযোগ্য পরিবর্তন আশা করতে পারেন। চাকরিপ্রার্থীরা একটি নতুন চাকরি পেতে পারেনl

কর্কট: ব্যস্ততার ফলে মেজাজ হারাতে পারেন। আপনি আপনার কাজ উপভোগ করতে পারবেন না, যা আপনার বর্তমান প্রকল্পকে বিলম্বিত করতে পারে। কর্মক্ষত্রে সাফল্য আসবেl

সিংহ: সত্যতা যাচাই করে কাজ করুন। ভাইবোনের সাহায্যে নতুন উদ্যোগের পরিকল্পনা। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনাও থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করবেl

কন্যা: সহকর্মীদের সহায়তা পাবেন। আজ কার্যকর ভাবে আপনার কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাস আপনাকে খুব নিয়মতান্ত্রিক উপায়ে কঠোর পরিশ্রম করতে সাহায্য করতে পারেl

তুলা: আজ খুশিতে ভরা ভালো দিন। আপনার ভাই এবং বোন সম্পর্কে নতুন কিছু জানতে পারবেন। পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখার জন্য, ব্যক্তিগত জীবনে অহংকার পরিহার করুনl

বৃশ্চিক: ভালোবাসা ইতিবাচক হবে। কর্মক্ষত্রে উন্নতি আসবে। অস্থিরতা থাকবে, যা আপনাকে অস্বস্তি বোধ করাবে। অনর্থক কাজে আপনার মূল্যবান সময় নষ্ট হবেl

ধনু: প্রত্যাশাপূরণ না হলে হতাশ হবেন না। প্রেমময় দম্পতিরা সম্পর্কের মধ্যে সামঞ্জস্য আনতে তর্ক এড়াতে চেষ্টা করুন। শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় শর্টকাট এড়াতে হবেl

মকর: সন্তানের জন্য গর্বিত হতে পারেন। মেধা এবং সম্পত্তি অর্জনে আপনার সময় ব্যয় করতে পারেন। উচ্চ শিক্ষার জন্য পরিকল্পনা করতে পারেন, যা ভবিষ্যতে আপনার কর্মজীবন উন্নত করবেl

কুম্ভ: অযথা তর্ক করবেন না। প্রেমিকদের সম্পর্কের ক্ষেত্রে সৎ থাকা দরকার। লড়াই করার জন্য প্রস্তুত থাকবেন, যা আপনাকে সাফল্য এবং সুখের দিকে নিয়ে যেতে সক্ষম হবেl

মীন: কঠোর পরিশ্রমের ফল পাবেন আজ। পরিস্থিতি নেতিবাচক হবে। কাজে মনোনিবেশ করতে পারবেন না, ধৈর্য হ্রাস পেতে পারেl ধার্মীক স্থানে সময় দিনl