WestBengalBangla

10 hours ago

সঠিক তদন্ত হলে বড় মাথারা জেলে যাবে, দাবি অভিনেতা বাম নেতা দেবদূত ঘোষের

খবর কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে নৈহাটিতে বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে গত ৮ সেপ্টেম্বর হামলা চালানোর অভিযোগ ওঠে। সেই হামলার প্রতিবাদে রবিবার বিকেলে নৈহাটিতে নাগরিক সমাজের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। এই মিছিলে চিকিৎসক থেকে শুরু করে শিল্পী, কলা কুশলী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের সামিল হয়েছিলেন। এদিন মিছিলে হাজির ছিলেন অভিনেতা তথা বাম নেতা দেবদূত ঘোষ, বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। মিছিলে যোগ দিয়ে দেবদূত ঘোষ বলেন, "সঠিকভাবে তদন্ত হলে বড় মাথারা জেলে যাবে"। অপরদিকে চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, "টালা থানার ওসির গ্রেপ্তারি প্রমাণ করে পুলিশ প্রশাসনের একটা অংশ ঘটনায় জড়িত। পাশাপাশি সন্দীপ ঘোষের গ্রেপ্তারি প্রমাণ করে স্বাস্থ্য দপ্তরের একটা অংশ ঘটনার সঙ্গে জড়িত"।

লেখা ও ছবি: প্রবীর রায়।

WestBengalBangla

Sep 15 2024, 09:14

*২ মাস পর খেলায় ফিরে ২ গোল মেসির, জিতল মায়ামি*

খেলা

এসবি নিউজ ব্যুরো: অ্যাঙ্কেলের চোট সারিয়ে ২ মাস ২ দিন পর মাঠে ফিরেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা মেসি ।সেই ফেরাটাও তিনি স্মরণীয় করে রাখলেন আবার ২ গোল করে। তাঁর জোড়া গোলেই এদিন মেজর লিগ সকারে নিজেদের মাঠে ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এদিন ম্যাচের ২ মিনিটেই যে পিছিয়ে পড়েছিল তারা।মিকায়েল উরের দেওয়া গোলে ফিলাডেলফিয়াকে এগিয়ে যায়।এরপরই ৪ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে ম্যাচে ফেরে মায়ামি।মেসি গোল দুটি করেন খেলার ২৬ ও ৩০ মিনিটে। প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ, দ্বিতীয়টির উৎস ছিলেন জর্দি আলবা। পরে খেলা গড়ায় এক্সট্রা টাইমে।যোগ করা সময়ের ৮ মিনিটে গোল করেন নাম সুয়ারেজ। এই গোলটিতে তাকে সহায়তা করেন মেসি।এই জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইন্টার মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স মিলিয়েও শীর্ষে তারা।

ছবি সৌজন্যে: এএফপি

WestBengalBangla

Sep 15 2024, 09:13

মালয়েশিয়ায় দাতব্য হোম থেকে ৪০২ কিশোর-কিশোরী উদ্ধার, অভিযোগ নির্যাতনের

বিবিসি

মালয়েশিয়ার দুটি প্রদেশের ২০টি দাতব্য হোম থেকে ৪০২ শিশু ও কিশোরী-কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। একটি বিশ্ব সংবাদ সংস্থার সূত্রের খবর তাদের শারীরিক ও যৌন হয়রানি করা হয়েছে। সম্প্রতি পুলিশ ইন্সপেক্টর-জেনারেল এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় ১৭১ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে হোমের ধর্মীয় শিক্ষক ও তত্ত্বাবধায়ক রয়েছেন।পুলিশ ইন্সপেক্টর-জেনারেল রাজারুদ্দিন বলেন, ভুক্তভোগী এই শিশু-কিশোরদের বয়স ১ থেকে ১৭ বছর। তাদের বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অন্য শিশুদের সঙ্গে যৌনকর্ম করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।চলতি মাসের শুরুতে নেগেরি সেম্বিলান রাজ্যের একটি হোমে শিশুদের শোষণ, শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে। এরপরই সেলাঙ্গর ও নেগেরি সেম্বিলান রাজ্যের ২০টি দাতব্য হোমে পুলিশ অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বয়স ১৭ থেকে ৬৪। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা শিশুদের অন্যায় ভাবে অত্যাচার করেছেন। কিছু কিছু শিশুকে সেখানে থাকা অন্য শিশুদের সঙ্গে একই ধরনের আচরণ করতে বাধ্য করা হতো। শিশুদের গরম বস্তু দিয়ে শাস্তি দেওয়া হত। এমনকি অসুস্থ শিশুদের অবস্থা গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়া হত না।উদ্ধার করা শিশুদের রাজধানী কুয়ালালামপুরে পুলিশ সেন্টারে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

ছবি সৌজন্যে:এএফপি

WestBengalBangla

Sep 15 2024, 09:12

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বর্ণাঢ্য বার্ষিক পুরষ্কার প্রদান অনুষ্ঠান

খেলা

খবর কলকাতা: কলকাতার ধনধান্য সভাগৃহে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল(সিএবি) এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৩-২০২৪ বর্ষের বার্ষিক পুরষ্কার প্রদান করা হল পুরষ্কার প্রাপকদের। অনুষ্ঠানে বিভিন্ন জেলার ক্রিকেটের, সাফল্যকারী স্কুল গুলো থেকে শুরু করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর অধীনে রাজ্যের সমস্ত ক্রিকেট সংস্থাগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সহ প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এসব কিছুর মধ্যেও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা এবং সন্দীপ পাতিলের উপস্থিতি ছিল দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। এদিন সিএবি র সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় তার উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। বাংলার কৃতী ক্রিকেটার তথা প্রাক্তন জাতীয় নির্বাচক প্রণব রায়কে তাঁর বাংলা তথা ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য এদিন সিএবি তাঁদের ২০২৩ - ২০২৪ মরশুমের কার্তিক বসু জীবন কৃতী সম্মানে সম্মানিত করে। তাঁর হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। অন্যদিকে বাংলা তথা ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার রুনা বসু কেও তাঁর বাংলা ও ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য তাঁকেও ২০২৩ - ২০২৪ বর্ষের কার্তিক বসু জীবন কৃতী সম্মানে সম্মানিত করে সিএবির তরফ থেকে এবং ২ লক্ষ টাকার চেক দেওয়া হয়। এছাড়া বাংলা তথা ভারতীয় ক্রিকেটে অসাধারণ সাফল্যের জন্য মহম্মদ সামি এবং ভারতীয় ক্রিকেটে তার অবদানের জন্য সন্দীপ পাতিল কে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। পাশাপাশি, বাংলার কৃতী আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্যকে বিশেষ সম্মানের সম্মানিত করা হয়। এবারের সিনিয়র উইমেন ইন্টার জোনাল টি টোয়েন্টি ট্রফির বিজয়ী দলে ছিলেন বাংলার ৭ জন মহিলা ক্রিকেটার এবং কোচ প্রবাল দত্ত। সিএবির তরফ থেকে এদিন তাদেরও সম্মানিত করা হয়। বাংলা নির্ভরযোগ্য ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদারকে এদিন সিএবির তরফ থেকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মানের সম্মানিত করা হয়। এই উপলক্ষ্যে তার হাতে নগদ ৫০ হাজার টাকার চেক এবং পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল কাপ তুলে দেওয়া হয়। এছাড়াও তাঁরই সতীর্থ ক্রিকেটার অভিষেক পোড়েলকে জেন্টলম্যান ক্রিকেটার অফ দা ইয়ার সম্মানে সম্মানিত করা হয়। বেস্ট বোলার অফ দা ইয়ার সম্মানটি পান সুরজ সিন্ধু জয়সওয়াল। এদিন সিএবি তরফ থেকে মোট ১৯৬ টি সম্মান স্মারক প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

ছবি: সঞ্জয় হাজরা

WestBengalBangla

Sep 15 2024, 09:09

আজকের রাশিফল (Sunday, September 15, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে।

মেষ রাশিফল (Sunday, September 15, 2024)

যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। ভালো খাবার, রোমান্টিক মুহুর্ত, আপনার জন্য আজ সবকিছুর পূর্বাভাস আছে। আপনি আজ বাড়িতেই থাকবেন, যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে।

প্রতিকার :- দিন ও রাতে শান্ত মনে ২৮ থেকে ১০৮ বার ওম (ॐ) জপ করলে সুখী পারিবারিক জীবন লাভ করবেন।

বৃষভ রাশিফল (Sunday, September 15, 2024)

স্বাস্হ্য ভালোই থাকবে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন। আজ, আপনার প্রেমিক আপনার কোনও একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না। আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ; আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাঙ্গআউট উপভোগ করতে পারেন।

প্রতিকার :- একুয়ারিয়াম এ একটি কালো ও ১০ টি সোনালী মাছ রাখলে আপনাদের প্রেমের জীবন সুদৃঢ় হবে।

মিথুন রাশিফল (Sunday, September 15, 2024)

আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। আপনার এবং স্ত্রী মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এরজন্য একটি দীর্ঘ মেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে। অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন। পরিবারের সদস্যের সাথে কিছুটা কলহের পরে বাড়িতে কিছুটা বিভেদ দেখা দিতে পারে। তবে, আপনি যদি নিজেকে শান্ত করার চেষ্টা করেন এবং ধৈর্য ধরেন তবে আপনি সবার মেজাজ তুলতে পারেন।

প্রতিকার :- হনুমানজির নিয়মিত পুজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

কর্কট রাশিফল (Sunday, September 15, 2024)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্তরকম প্রচেষ্টা করবে। আপনার সুখ দেখান, এটি আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিদেরও খুশি করে।

প্রতিকার :- সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে।

সিংহ রাশিফল (Sunday, September 15, 2024)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে। আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে। আপনার ভবিষ্যতের বিষয়ে চিন্তা করার চেয়ে চিন্তাভাবনা করা ভাল। অতএব, উদ্বেগের মধ্যে আপনার শক্তি অপচয় করবেন না এবং আপনার ভবিষ্যতের জন্য একটি সৃজনশীল পরিকল্পনা আঁকুন।

প্রতিকার :- ভুল বোঝাবুঝি দূরে রেখে আনন্দদায়ক প্রেম জীবনের জন্য লালচে বাদামী রঙের গরুকে গুড় ও রুটি খাওয়ান।

কন্যা রাশিফল (Sunday, September 15, 2024)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। দিনের শুরুটা ভাল হতে পারে তবে সন্ধ্যায় কোনও কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাঁদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তাঁরা বুঝতে পারেন যে আপনি তাঁদের জন্য পরোয়া করেন। সামাজিক অন্তরায় পার করতে অক্ষম। আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে। আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচীকে বিঘ্নিত করতে পারে, ধৈর্য হারাবেন না। যদি আপনার কথায় কান না দেওয়া হয় তবে আপনার মেজাজ হারাবেন না। পরিস্থিতি এবং আপনার পরামর্শ উভয়ই চেষ্টা করে দেখুন এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানান।

প্রতিকার :- নদীতে কালো ও সাদা তিলের বীজ নিক্ষেপ করলে প্রেমিক ও প্রেমিকাদের মধ্যে সম্পর্ক মজবুত হবে।

তুলা রাশিফল (Sunday, September 15, 2024)

অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশী যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন। জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকছে না। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে। জীবনের আনন্দ নিজেদের মানুষকে সাথে নিয়ে চলার মধ্যে রয়েছে, আপনি আজ এটি স্পষ্টভাবে বুঝতে পারবেন।

প্রতিকার :- ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেট এ সবুজ রুমাল রাখুন বা নিজের সাথে সেটা রাখুন।

বৃশ্চিক রাশিফল (Sunday, September 15, 2024)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন- যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে- তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। ছাত্র-ছাত্রীয়দের কে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না, আপনি যখনি ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন। এটা করা আপনার পক্ষে উপকারী হবে। আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে। আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন, তিনি আজকে আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন।

প্রতিকার :- প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাদের লোহার পাত্রে জল পান করা উচিত।

ধনু রাশিফল (Sunday, September 15, 2024)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। আজ, আপনি কোনও সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে। ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভাল সিনেমা দেখার চেয়ে ভাল আর কী হতে পারে।

প্রতিকার :- কাঁচা কয়লা সন্ধে বেলা জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

মকর রাশিফল (Sunday, September 15, 2024)

আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময়। আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে এক হালকা এবং আনন্দদায়ক মেজাজে রাখবে। আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস্ করবে। একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। একটি দীর্ঘ সময় পরে, আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন। আজ যেকোন বাদ্যযন্ত্র বাজানো আপনার দিনকে আলোকিত করতে পারে।

প্রতিকার :- ছোটো কন্যাদের পায়েস খাওয়ালে আর্থিক উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Sunday, September 15, 2024)

নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। আজকে প্রেমের কোন আশা নেই। উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে। টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিট-চ্যাট – এর চেয়ে ভাল আর কী হতে পারে? আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো।

প্রতিকার :- প্রেমে সকল প্রকার বাধা বিঘ্ন কাটানোর জন্য গোটা হলুদ বহমান জলে নিক্ষেপ করুন।

মীন রাশিফল (Sunday, September 15, 2024)

আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন। আজ, আপনার এক ভাইবোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন। যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন, তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই উত্তেজনাপূর্ণ কিছু করবেন। ছাত্র যেই বিষয়ে দুর্বল আজকে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন। গুরুর পরামর্শ তে আপনি বিষয়ের জটিলতা বুঝতে সফল হবেন।

প্রতিকার :- লকারে অল্প বাসমতি চাল ও রুপো রেখে দিলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

(Courtesy-AstroSage)

WestBengalBangla

Sep 14 2024, 18:21

শোরুমে ঢুকে গোল্ড ডায়মন্ড রিং চুরি করে পালিয়ে যাওয়া ক্রেতাকে গ্রেফতার করল পুলিশ

খবর কলকাতা : বারাসাত ডাকবাংলা মোড়ের একটি সোনার দেকানে ক্রেতা সেজে শোরুমে ঢুকেছিল এক ক্রেতা। এরপর সে একটা গোল্ড ডায়মন্ড রিং চুরি করে পালিয়ে যায় । অভিযোগ দায়ের হয় বারাসাত থানায়। ঘটনাটি ঘটে গত ৩/৯/২০২৪ তারিখের সন্ধ্যা বেলা ৭টা নাগাদ। এই ব্যক্তি গ্রাহক হিসাবে বারাসাত ডাকবাংলা মোড়ের কাছে ব্লুস্টোন নামে একটি শোরুমে ঢোকেন। সেখানে গোল্ড ডায়মন্ড রিং কেনার নাম করে বিভিন্ন রিং দেখতে দেখতে সুযোগ বুঝে একটি ডায়মন্ড রিং নিজের পকেটস্থ করেন। সাথে সাথে বুঝতে না পারলেও দোকান বন্ধের সময় সমস্ত সামগ্রী মেলাতে গিয়ে ধরা পড়ে একটি ডায়মন্ড রিং কম আছে। দোকানের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে এক ব্যক্তি ডায়মন্ড রিং দেখতে এসে চুরি করে নিয়ে গিয়েছে। বারাসাত থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই শোরুমের তরফে থানায় অভিযোগ দায়ের করার পরই গতকাল রাকেশ সামধা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বারাসাত থানার পুলিশ। তার সাথে উদ্ধার হয় ওই গোল্ড ডায়মন্ড রিং। আজ অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়।

ছবি: অঙ্কিত মুখার্জী।

WestBengalBangla

Sep 14 2024, 15:29

*Have Not Come Here as CM But As Your Didi: Mamata Banerjee Visits Swasthya Bhavan Agitation Site To Appeal To Doctors In A Surprise Visit*

SB News Bureau: In an unprecedented move showing what pro-people leaders look like, West Bengal Chief Minister Mamata Banerjee set an example on Saturday and made a surprise visit at the Swasthya Bhavan agitation site to talk to protesting junior doctors and assured them of government action. Issuing an appeal to agitating doctors to withdraw their strike as their 'Didi' and "elder sister", she said she supports their demands for justice.

The development comes 2 days after doctors had refused to hold dialogue with her at Nabanna, where the CM waited for 2 hours due to an impasse over livestreaming the discussion. While the government offered an option to record the meeting as legal limitations did not allow for livestreaming a discussion on a sub-judice matter, the doctors rejected the offer and continued the deadlock.

"I am not here as the Chief Minister but as your Didi as your elder sister. I urge you to return to work. I support your movement for justice," she told the agitating doctors on Saturday, reiterating her demands for justice for the RG Kar victim and capital punishment for the perpetrators.

"Despite safety concerns, I have come here because I support your movement. You couldn't sleep amid rain and storm last night. Even I couldn't sleep. I feel your pain. Even I couldn't sleep for 34 days because your safety matters to us." she added.

Pledging her support to the cause, Mamata Banerjee assured protesting doctors that she would look into all their demands. "We have already initiated the renovation work of the state-run hospitals and will revamp the health infrastructure...We will form new Rogi Kalyan Samitis...No culprit is my friend and will not be spared if found guilty," she added.

The Chief Minister also said no action would be taken against the protesting doctors. "It is my earnest request to you. Discuss among yourselves and make a decision. Please return to work. You are like my brother and sisters and I have sympathy for you. I will not take any action against you. This is not UP. They had implemented ESMA and stopped all sorts of strikes and rallies. But be rest assured, I will not do anything of this sort. I am against taking any action against the doctors. I know that you do noble work. The seniors [doctors] need you. Think about my proposal,"If I can come to this protest site to stand by you, I can also ensure justice and listen to your demands."

WestBengalBangla

Sep 14 2024, 15:28

*"মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে এসেছি": ডাক্তারদের অনুরোধ জানাতে স্বাস্থ্য ভবনে আকস্মিক সফরে মমতা বন্দ্যোপাধ্যায়*

খবর কলকাতা: নজিরবিহীন পদক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার হঠাৎই তিনি স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনস্থলে আকস্মিকভাবে পৌঁছে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে কথা বললেন। এবং তাদের সরকারি পদক্ষেপের আশ্বাস দেন। 'দিদি' এবং 'এল্ডার সিস্টার' হিসেবে আর্জি জানিয়ে তিনি ডাক্তারদের ধর্মঘট তুলে নেওয়ার অনুরোধ করেন এবং ন্যায়বিচারের দাবিতে তাদের পাশে থাকার বার্তা দেন।

এই ঘটনা ঘটে নবান্নে ডাক্তাররা তার সাথে কথোপকথন করতে অস্বীকার করার ২ দিন পরে, যেখানে আলোচনার লাইভস্ট্রিমিং নিয়ে অচলাবস্থার কারণে মুখ্যমন্ত্রী ২ ঘন্টা তাদের জন্য অপেক্ষা করেছিলেন। আইনগত সীমাবদ্ধতা একটি বিচারাধীন বিষয়ে আলোচনার লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি না দেওয়ায় সরকার মিটিংটি রেকর্ড করার একটি বিকল্প প্রস্তাব দিলেও, ডাক্তাররা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং অচলাবস্থা অব্যাহত রাখে।

তিনি বলেন,"আমি এখানে মুখ্যমন্ত্রী হিসাবে নই, আপনার দিদি হিসাবে এসেছি। আমি আপনাদেরকে কাজে ফিরে আসার জন্য অনুরোধ করছি। আমি ন্যায়বিচারের জন্য আপনার আন্দোলনকে সমর্থন করি"। তিনি জানান,“নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি, কারণ আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি। কাল বৃষ্টিতে আপনারা যেমন ঘুমাতে পারেননি, আমিও ঘুমাতে পারিনি। আপনাদের কষ্ট আমি অনুভব করি। আমি ৩৪ দিন ঘুমাতে পারিনি, কারণ আপনাদের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ” আন্দোলনরত ডাক্তারদের সব দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন "আমরা ইতিমধ্যেই রাজ্যের সরকারি হাসপাতালগুলির সংস্কার কাজ শুরু করেছি এবং স্বাস্থ্য পরিকাঠামো পুনর্গঠন করব।আমরা নতুন রোগী কল্যাণ সমিতি গঠন করব।কোনও অপরাধী আমার বন্ধু নয় এবং দোষী প্রমাণিত হলে তাকে রেহাই দেওয়া হবে না।"

আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। "আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ। নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিন। অনুগ্রহ করে কাজে ফিরে আসুন। আপনারা আমার ভাই-বোনের মতো এবং আপনাদের প্রতি আমার সহানুভূতি আছে। আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এটি উত্তর প্রদেশ নয়। তারা ESMA চালু করে সব ধরনের ধর্মঘট ও সমাবেশ বন্ধ করে দিয়েছে, তবে আমি ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিরোধী। । আমি জানি আপনারা মহৎ কাজ করেন। সিনিয়রদের আপনাদের প্রয়োজন। আপনি আমার প্রস্তাব সম্পর্কে চিন্তা করুন।আমি যদি এখানে এসে আপনাদের পাশে দাঁড়াতে পারি, আমি ন্যায়বিচার নিশ্চিত করতে পারি।"

WestBengalBangla

Sep 14 2024, 12:25

শ্রমিক ইউনিয়নের মত ছাড়া কেনিয়া বিমানবন্দরের লিজ পাবে না আদানি গ্রুপ

বিক্ষোভকারীদের আশ্বাস

এসবি নিউজ ব্যুরো: ভারতের আদানি গ্রুপকে ৩০ বছরের জন্য কেনিয়ার প্রধান বিমানবন্দর লিজ দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে গত বুধবার সারাদিন বিক্ষোভ করেন বিমানবন্দরের শ্রমিকেরা। শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আদানি গ্রুপের কাছে বিমানবন্দরটির লিজ দেওয়া হবে, এমন আশ্বাসের পর শ্রমিকেরা বিক্ষোভ তুলে নেয়।

কেনিয়ার রাজধানী নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের (জেকেআইএ) শ্রমিকেরা মঙ্গলবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু করেন। পরের দিন বুধবার সারা দিন বিক্ষোভ চলে। শ্রমিকদের দাবি, বিমানবন্দর সম্প্রসারণের জন্য ১৮৫ কোটি ডলার বিনিয়োগের বিনিময়ে জেকেআইএ ৩০ বছরের জন্য আদানি গ্রুপের কাছে লিজ দেওয়া যাবে না। কারণ, এতে স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করা হতে পারে।

বিক্ষোভ প্রত্যাহার প্রসঙ্গে কেনিয়ার সেন্ট্রাল অর্গানাইজেশন অব ট্রেড ইউনিয়নের মহাসচিব ফ্রান্সিস অ্যাটওলি জানান, আদানি গ্রুপের প্রস্তাবের নথিপত্র ১০ দিনের মধ্যে পুনর্বিবেচনা করতে সরকার ও কেনিয়া অ্যাভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন সম্মত হয়েছে। আদানির সঙ্গে চুক্তি–সংক্রান্ত কাজ এগিয়ে যাওয়ার জন্য ওয়ার্কার্স ইউনিয়নের সম্মতি লাগবে।

শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে কেনিয়ার প্রধান বিমানবন্দরটিতে কয়েক শ' ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়। পরবর্তী সময়ে কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমান চলাচল পুরোমাত্রায় শুরু হয়েছে। কিন্তু পরিবর্তিত ফ্লাইটের তথ্য জানতে টার্মিনালের বাইরে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছিল।

ছবি সৌজন্যে:রয়টার্স

WestBengalBangla

Sep 14 2024, 10:29

জন্মহারে পতন, অবসরের বয়সসীমা বাড়াচ্ছে চীন

বিশ্ব সংবাদ

এসবি নিউজ ব্যুরো: একটি বিশ্ব সংবাদ সংস্থার খবর অনুযায়ী চীন সরকার নাগরিকদের অবসরের বয়সসীমা পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার এই দেশের সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের খবর,আগামী কয়েক দশকের মধ্যে চীনে বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর হার বৃদ্ধি পেতে যাচ্ছে। কিন্তু সে তুলনায় হ্রাস পাবে তরুণদের সংখ্যা। মূলত এমন পরিস্থিতিতে চীন চাকরিজীবীদের অবসরের বয়সসীমা বাড়ানোর কথা ভাবছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরুষ কর্মীদের অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ৬৩ বছর করা হবে। নারীদের ক্ষেত্রে বর্তমানে সেখানে ৫০ ও ৫৫ বছরের দুই ধরনের অবসরের বয়সসীমা রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি হবে যথাক্রমে ৫৫ ও ৫৮ বছর। ২০২৫ সাল থেকে পরবর্তী ১৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন স্তরে ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।সূত্রের খবর অনুযায়ী,২০২৩ সালে থেকে পরপর ২ বছর চীনে জনসংখ্যার অবস্থা নিম্নগামী দেখা গেছে। দেশটির নীতিনির্ধারকেরা মনে করছেন, এমন অবস্থা চলতে থাকলে তা হবে দেশের জন্য ক্ষতিকারক। এর নেতিবাচক প্রভাব পড়বে সেখানকার অর্থনীতি, স্বাস্থ্য খাত ও সামাজিক কল্যাণ ব্যবস্থার ওপর।

গত কয়েক দশকে চীনে অবসরের বয়সসীমা বাড়ানো হয়নি। বলা হয়ে থাকে, বিশ্বের সবচেয়ে কম অবসর বয়সসীমা রয়েছে দেশটিতে। এমন পরিস্থিতিতে গড় আয়ু, নাগরিকদের স্বাস্থ্যগত সক্ষমতা, জনসংখ্যার কাঠামো, শিক্ষাগত যোগ্যতা ও শ্রমশক্তি সরবরাহ মূল্যায়ন করে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে বেইজিংয়ের ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকসের শ্রম অর্থনীতিবিদ লাই চ্যাংগান বলেন, তাঁর ধারণা, এ ধরনের ঘোষণার জন্য অনেক মানুষেরই মানসিক প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে জনসংখ্যাগত পরিবর্তনই মূল কারণ।

ছবি সৌজন্যে: এএফপি