*ব্যারাকপুর স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল গল্পোকথন প্রতিযোগিতা*

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের ২৫০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত হল একটি "গল্পোকথন প্রতিযোগিতা।" ব্যারাকপুরের একটি বেসরকারি বিদ্যালয় ভবনে ৬টি স্কুলের ২৪ জন প্রতিযোগীকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিনে প্রতিযোগিতায় উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর, ইতিহাসবিদ অধ্যাপক কানাইপদ রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

*"টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে, কলকাতা"ঘোষণা করা হয়েছে ২৫,০০০ মার্কিন ডলারের বোনাস*

নিজস্ব প্রতিনিধি: বিশ্বরেকর্ড ভাঙার প্রচেষ্টায় উদ্দীপনা যোগাতে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় ঘোষণা করা হয়েছে ২৫,০০০ মার্কিন ডলারের বোনাস।

প্রোক্যাম ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত টাটা স্টিল ওয়ার্ড ২৫কে কলকাতা ২০২৫–এর ঐতিহাসিক দশম সংস্করণে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ২৩,০০০+ দৌড়বিদ অংশগ্রহণ করবেন দৌড়ে। সব কটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন অতিরিক্ত সংখ্যায় পূর্ণ হওয়া এই ইভেন্টকে শহরের ক্রীড়া ঐতিহ্যের আরেকটি স্মরণীয় অধ্যায়ে পরিণত করেছ।

উগান্ডার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপ্টেগেই এবং মহিলাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদে—এই বছরের টাটা স্টিল ওয়ার্ড ২৫কে কলকাতায় নিজেদের রেকর্ড উন্নত করতে নামছেন। এটিই প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস গোল্ড লেবেল রোড রেস, যা অনুষ্ঠিত হবে রবিবার, ২১ ডিসেম্বর।

কলকাতার ঐতিহাসিকভাবে দ্রুতগতির সময় দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রোক্যাম ইন্টারন্যাশনাল ঘোষণা করেছে—যে কোনো অ্যাথলেট যদি ১:১১:০৮ বিশ্ব রেকর্ড ভাঙতে পারেন, তবে তিনি পাবেন অতিরিক্ত ২৫,০০০ মার্কিন ডলার বোনাস।

এই দশম সংস্করণে বিশ্বের সেরা কিছু অ্যাথলেটকে দেখা যাবে ১,৪২,২১৪ মার্কিন ডলারের পুরস্কারমূল্যের এই দৌড়ে। পুরুষ ও মহিলাদের বিজয়ীদের জন্য সমান পুরস্কার—প্রথম তিনজন পাবেন যথাক্রমে $15,000, $10,000, এবং $7,000। এ ছাড়া ইভেন্ট রেকর্ড ভাঙলে অতিরিক্ত $5,000 বোনাস থাকছে।

২৯ বছর বয়সী চেপ্টেগেই তিনবার টানা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ১০,০০০ মিটারে, এবং তাঁর নামের সঙ্গে যুক্ত আছে চারটি বিশ্ব রেকর্ড—৫কে এবং ১০কে রোড রেকর্ডসহ। গত বছরের ভেদান্তা দিল্লি হাফ ম্যারাথন এবং এ বছরের টিসিএস ওয়ার্ল্ড ১০কে বেঙ্গালুরুতে জয়ী হওয়া এই উগান্ডাই এবার কলকাতায় প্রথমবারের মতো ২৫কে দৌড়ে নামার আগ্রহ প্রকাশ করেছেন।

গত দশ বছর সত্যিই টাটা স্টিল ওয়ার্ড ২৫কে জন্য ছিল,যা প্রতি বছর এলিট অ্যাথলেটদের অংশগ্রহণ এবং দ্রুততম টাইমিংয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মাত্র দুই বছর আগে কলকাতা দেখেছিল একক বিশ্ব রেকর্ড—যেখানে কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেন্যো (১:১১:১৩) এবং ইথিওপিয়ার সুতুমে আসেফা কেবেদে (১:১৮:৪৭) যথাক্রমে পুরুষ ও মহিলাদের বিভাগে রেকর্ড গড়েন।

পুরুষদের তালিকায় আরেক গুরুত্বপূর্ণ নাম তানজানিয়ার আলফোন্স ফেলিক্স সিম্বু। টোকিওতে এই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে তিনি উত্তেজনাপূর্ণ জয়ে জার্মানির আমানাল পেট্রোসকে শেষ মুহূর্তে হারিয়ে সোনা জিতেছেন—মাত্র তিন-শতাংশ সেকেন্ডে ব্যবধান ছিল দুজনের! তিনি চেপ্টেগেইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছেন।

আফ্রিকা মহাদেশ থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ নাম পুরুষদের তালিকায় রয়েছে। ইথিওপিয়ার হাইমানট আলেউ, যিনি ২০২৩ সালের কলকাতা দৌড়ে অল্পের জন্য পডিয়াম মিস করেছিলেন কিন্তু ২০২৪ সালের বার্লিন ম্যারাথনে ২:০৩:৩১ সময়ে দুর্দান্ত তৃতীয় স্থান অধিকার করেন—তিনি যোগ দিচ্ছেন লেসোথোর তেবেলো রামাকোয়ানার সঙ্গে, যিনি এ বছরের জিয়ামেন ম্যারাথনে রানার-আপ হয়েছিলেন।

“ভারত আমার অন্যতম প্রিয় গন্তব্য। কলকাতায় আমার প্রথম উপস্থিতিতে আমি সেরাটা দিতে চাই,”—বলেছেন চেপ্টেগেই।

ছবি:- প্রোক্যামের সৌজন্যে।

ভারতীয় কোস্ট গার্ডের উদ্যোগে বাংলাদেশ থেকে ভারতীয় জেলেদের প্রত্যাবর্তন

Khabar kolkata News Desk: ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় জেলে এবং তিনটি (০৩) ভারতীয় মাছ ধরার নৌকা (IFB) প্রত্যাবর্তনের অনুমোদন দিয়েছে। ০৯ ডিসেম্বর ২০২৫-এ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমন্বয়ে ভারতীয় কোস্ট গার্ড সফলভাবে এই প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করে। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা বরাবর এই আদান-প্রদান অনুষ্ঠিত হয়।

এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি পারস্পরিক ব্যবস্থার অংশ হিসেবে সম্পন্ন হয়, যেখানে ভারত ও তার জলসীমায় অবৈধ মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক আটক ৩২ জন বাংলাদেশি জেলে এবং একটি (০১) বাংলাদেশি মাছ ধরার নৌকা ফেরত দেয়। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ বিজয়া নিরাপদে ওই বাংলাদেশি জেলেদের Bangladesh Coast Guard-এর জাহাজ BCGS Kamaruzzaman ও Sadhin Bangla-এর কাছে হস্তান্তর করে।

প্রত্যাবর্তিত ভারতীয় জেলেদের তিনটি IFB-সহ ভারতীয় কোস্ট গার্ড জাহাজ বিজয়া পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে নিয়ে আসে এবং ১০ ডিসেম্বর ২০২৫-এ ICGS Frazerganj-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের কাছে হস্তান্তর করে। জেলেদের ও তাদের নৌযানগুলোর এই পারস্পরিক বিনিময় ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দিক ও জেলে সম্প্রদায়ের জীবিকা-সংক্রান্ত বিষয় বিবেচনা করে সম্পন্ন করেছে। গত তিন মাসে ভারতীয় কোস্ট গার্ড ভারতীয় EEZ-এর ভিতরে অবৈধভাবে পরিচালনাকারী ছয়টি বাংলাদেশি মাছ ধরার নৌকা আটক করেছে।

যদিও ভারতীয় কোস্ট গার্ড নিয়মিতভাবে IMBL-এ ভারতীয় মাছ ধরার নৌকাগুলিকে পথনির্দেশ করে থাকে, তবুও নৌকাগুলি অগভীর জলসীমা ব্যবহার করে সীমারেখা অতিক্রম করছে। গত এক বছরে IMBL-এ ভারতীয় কোস্ট গার্ডের ইউনিটগুলো ৩০০-র বেশি IFB-কে ভারতীয় জলসীমায় ফেরত পাঠিয়েছে। পাশাপাশি, জেলেদের IMBL অতিক্রম না করতে উদ্বুদ্ধ করতে স্থানীয় মৎস্য বিভাগ ও মেরিন পুলিশের প্রতিনিধিদের সমন্বয়ে উপকূলবর্তী বিভিন্ন জেলেপল্লিতে নিয়মিতভাবে কমিউনিটি ইন্টারঅ্যাকশন প্রোগ্রাম (CIP) আয়োজন করা হচ্ছে।

IMBL অতিক্রম করে বৈধ নথিপত্র ছাড়া বিদেশি জলসীমায় মাছ ধরা একটি গুরুতর অপরাধ এবং এর মারাত্মক পরিণতি রয়েছে। এ ধরনের লঙ্ঘন বিদেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা সামুদ্রিক সংস্থার দ্বারা নৌকা/জেলেদের আটক হওয়ার কারণ হয়। এর ফলে জেলেদের এবং তাদের পরিবারের অযথা শারীরিক ও মানসিক কষ্টের সৃষ্টি হয়।

এই প্রসঙ্গে ভারতীয় কোস্ট গার্ড পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনকে স্থানীয় জেলে সম্প্রদায়কে IMBL অতিক্রমের আইনি ও নিরাপত্তাজনিত প্রভাব সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় নির্দেশ জারি করার অনুরোধ জানিয়েছে।

ছবি সৌজন্যে :- ইন্ডিয়ান কোস্ট গার্ড।

*খড়দার গঙ্গার ঘাট থেকে উদ্ধার ওষুধ ব্যবসায়ীর দেহ*

নিজস্ব সংবাদদাতা: খড়দা থানার অধীনস্থ গঙ্গার জেটি ঘাট থেকে সোমবার বিকেলে পুলিশ পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে। ব্যবসায়ীর পকেটে থাকা এটিম কার্ড ও ভিজিটিং কার্ডের সূত্র ধরে পুলিশ মৃতের পরিচয় জানতে পারে। পরে মৃতের দাদা তাঁর ভাইয়ের দেহ সনাক্ত করেন। মৃতের নাম সুব্রত অধিকারী ( ৫৪)। তিনি নিজাম বাবা ফার্মাসিউটিক্যাল সংস্থার পাইকারি বিক্রেতা ছিলেন। নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের পিনকল মোড় সংলগ্ন পিৎজা হাট আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে তিনি থাকতেন। কিন্তু তাঁর আদিবাড়ি জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিউ কর্ড রোডের গোলঘর পার্ক সংলগ্ন নিউ কর্ড রোডে। সেখানেই নিজাম বাবা ফার্মাসিউটিক্যাল সংস্থার তাঁর বড় অফিস কাম গোডাউন। মূলতঃ প্রাণী সংক্রান্ত প্রোটিন পাউডার, ব্যান্ডেজ, ভেটেনারি ইনজেকশন-সহ পশু চিকিৎসা সংক্রান্ত ওষুধপত্রের একজন বড় পাইকারি বিক্রেতা ছিলেন ওই ব্যবসায়ী। তাঁর সংস্থায় কমপক্ষে ৬০ থেকে ৭০ জন কর্মচারী কাজ করেন। মঙ্গলবার সকালে কাজে এসে তাঁরা জানতে পারেন গঙ্গার ঘাট থেকে নিখোঁজ অফিস বসের দেহ উদ্ধার হয়েছে। তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় পড়শি ও কর্মচারীরা। সকলেই চাইছেন তাঁর মৃত্যুর কারণ প্রকাশ্যে আসুক। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধের পর গোলঘরের অফিস থেকে বেরোন ঔষধ ব্যবসায়ী সুব্রত অধিকারী। যদিও মোবাইল ফোন তিনি বাড়িতে রেখে গিয়েছিলেন। অনুমান করা হচ্ছে, গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ওষুধ ব্যবসায়ী। পারিবারিক অশান্তি নাকি ব্যবসা সংক্রান্ত কারনে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে। ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনোজ গুহ বলেন, খুব মর্মান্তিক ঘটনা। শান্ত স্বভাবের অত্যন্ত ভালো ছেলে ছিল সুব্রত । এভাবে তাঁর মৃত্যু মেনে নেওয়া যায় না। খুব অল্প সময়ের মধ্যে পরিশ্রম করে ব্যবসার প্রসার করেছিলেন সুব্রত। মনোজ বাবু আরও জানান, দু'তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বিকেলে খড়দা থানার অন্তর্গত গঙ্গার একটি ঘাট থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করেছে। তবে ওঁর মৃত্যুর কারন পুলিশ তদন্ত করে দেখছে।

ব্যারাকপুর শহীদ মঙ্গলপান্ডে সরণীর একটি আবাসনে দেহ উদ্ধার প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মীর

নিজস্ব সংবাদদাতা: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শহীদ মঙ্গলপান্ডে সরণীর একটি আবাসনের ৩ তলার ঘর থেকে উদ্ধার হল প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মীর দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই প্রাক্তন তথ্য প্রযুক্তি কর্মী হলেন ৪৬ বছর বয়সী Ujjal Vedajna। তিন বছর আগে তার বাবার মৃত্যু হয়। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান,দিনের বেশিরভাগ সময় নিজেকে ঘর বন্দী করে রাখতেন। গত কয়েকদিন ধরে তিনি ঘর থেকেও বের হননি। সোমবার সকাল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে ঘর থেকে। এরপর টিটাগড় থানার পুলিশকে খবর দেন আবাসনের বাসিন্দারা। দুপুরে টিটাগড় থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকও।

ছবি: প্রবীর রায়

*सेना की गौरव का 'विजय दिवस'*

Khabar kolkata news Desk: सेना की गौरव का 'विजय दिवस'। आगामी 16 दिसंबर को इस विशेष दिन के अवसर पर शहर में 20 बांग्लादेशी अतिथि आ रहे हैं। उनमें से आठ मुक्ति योद्धा हैं। अगले सप्ताह अतिथियों के साथ कई कार्यक्रम होंगे। रविवार को विजय दुर्ग यानी फोर्ट विलियम में विजय दिवस की शुरुआत ईस्टर्न कमांड के सेना अधिकारी मेजर जनरल भानुगुरु रघु ने की। 1971 के 16 दिसंबर को 93 हजार पाक सैनिकों ने भारतीय सेना के सामने आत्मसमर्पण किया था।

सेना सूत्रों के अनुसार, हर साल की तरह इस साल भी उस दिन 'विजय दिवस' मनाया जाएगा। इस अवसर पर सेना की ओर से बांग्लादेश के मुक्ति योद्धाओं को आमंत्रित किया गया है। 14 दिसंबर को ढाका से 20 बांग्लादेशी अतिथि कोलकाता पहुंचेंगे। इस टीम में बांग्लादेश की सेना के ब्रिगेडियर पद के एक अधिकारी समेत बांग्लादेश के दो सेना अधिकारी होंगे। इसके अलावा बांग्लादेश के आठ मुक्ति योद्धा और उनके परिवार के सदस्य भी कोलकाता आ रहे हैं।

कार्यक्रम के अनुसार, 15 दिसंबर को वे बैरकपुर के मंगल पांडे मिलिट्री ट्रेनिंग सेंटर में सेना के 'मिलिट्री टैटू' कार्यक्रम में शामिल होंगे। उस दिन वे राजभवन जाकर राज्यपाल से भी मुलाकात कर सकते हैं। 16 दिसंबर को सुबह और शाम विजय दिवस के अवसर पर विजय स्मारक पर श्रद्धांजलि देने सहित कई कार्यक्रमों में बांग्लादेश के मुक्ति योद्धा शामिल होंगे। हर साल 16 दिसंबर को बांग्लादेश के मुक्ति योद्धा और सेना अधिकारी फोर्ट विलियम में आयोजित इस कार्यक्रम में शामिल होते हैं, जो दोनों देशों के बीच सैन्य संबंधों और ऐतिहासिक बंधन को और मजबूत करता है।

Pic Courtesy by: Sangbad Pratidin.

*পাতুলিয়ায় বিধায়ক তহবিলের অর্থে নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন*

 নিজস্ব প্রতিনিধি: পাতুলিয়া পশ্চিম পাড়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল ঢালাই রাস্তার। উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের বিধায়ক তহবিল থেকে এই রাস্তা নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী দাশ বিশ্বাস, পঞ্চায়েত সদস্য আমিনা বিবি, পিন্টু বিশ্বাস, বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য মাসুদ লস্কর, সমাজসেবী ইমরান খান, অতনু বিশ্বাস সহ বহু বিশিষ্টজনেরা।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার উন্নয়ন। বেহাল অবস্থার কারণে প্রতিদিন সমস্যায় পড়তেন নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া ও প্রবীণ নাগরিকরা। নতুন রাস্তাটি উদ্বোধনের মাধ্যমে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোভন দেব চট্টোপাধ্যায় বলেন," এই রাস্তা শুধু উন্নয়নের প্রতীক নয়, মানুষের দাবির প্রতি আমাদের প্রতিশ্রুতির ফল"।এছাড়াও তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির প্রস্তাব এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ এই দুটি বিষয়কে কটাক্ষ করে বলেন, "এই ধরনের মন্তব্য রাজ্যের ধর্মনিরপেক্ষ সংস্কৃতির পরিপন্থী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ধর্মনিরপেক্ষতা ও সংবিধানের আদর্শে বিশ্বাসী।"তিনি জানান, এই ধরনের বিভাজনের রাজনীতি বাংলার মাটি গ্রহণ করে না। তৃণমূল কংগ্রেস মানুষের উন্নয়ন এবং শান্তির পথে চলবে।

ছবি: প্রবীর রায়

*সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পণ্ডিচেরীর কাছে হার বাংলার*

খেলা

Khabar kolkata sports Desk : সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট পর্বে যাওয়া কঠিন হয়ে গেল বাংলার কাছে। ব্যাটিং বিপর্যয়ে আজ হায়দরাবাদের জিমখানা মাঠে পণ্ডিচেরীর কাছে ৮১ রানে হার অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দলের। বাংলার শেষ ৮ উইকেট পড়ল ৬.২ ওভারে ২৬ রানের ব্যবধানে। শেষ ৬ উইকেট পড়ে ১৬ রানে! ফলে জয়ের জন্য ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৯৬ রানেই গুটিয়ে গেল বাংলা।ওপেনিং জুটি ভেঙেছিল ৪ ওভারে ৪৪ রানে। ৫.২ ওভারে ৫৮ রানে দ্বিতীয় এবং ৭.৩ ওভারে ৭০ রানে পড়ে তৃতীয় উইকেট। করণ লাল ২৩ বলে ৪০, অভিমন্যু ৬ বলে ১২ ও অভিষেক পোড়েল ৯ বলে ১১ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারেননি। জয়ন্ত যাদব চারটি ও সিদাক সিং তিন উইকেট নেন।যুবরাজ কেসোয়ানি ১১ বলে ৭, সুদীপ কুমার ঘরামি ৬ বলে ৫, শাকির হাবিব গান্ধী ৫ বলে ৩, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৯ বলে ৮, প্রদীপ্ত প্রামাণিক ৫ বলে ২, আকাশ দীপ ১ বলে ০, মহম্মদ শামি ৬ বলে ৫ রানে আউট হন। মুকেশ কুমার অপরাজিত থাকেন ২ বলে ০ রানে‌।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। পণ্ডিচেরী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। অধিনায়ক আমন খান পাঁচটি চার ও সাতটি ছয়ের সাহায্যে করেন ৪০ বলে সর্বাধিক ৭৪। যশবন্ত শ্রীরাম আউট হন ৩৪ বলে ৪৫ রান করে।

মহম্মদ শামি ৪ ওভারে ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১৩টি ডট বল তিনিই করেন। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২টি উইকেট পান ৪ ওভারে ৫৩ রান খরচ করে। মুকেশ কুমার ৪ ওভারে ৩৯, আকাশ দীপ ৪ ওভারে ২০ ও প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ২৮ রান দিয়েছেন, তবে উইকেট পাননি। প্রদীপ্ত ১২টি, মুকেশ ও আকাশ ৯টি করে এবং ঋত্ত্বিক সাতটি ডট বল করেছেন।

*ব্যারাকপুরে তৃণমূলের "সম্প্রীতি দিবস" উদযাপন*

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর ৬ ডিসেম্বর সংগতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস।সারা রাজ্যের সঙ্গে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে স্টেশন সংলগ্ন ১০০ ফুটের জাতীয় পতাকার নিচে উদযাপন করা হল এই "সম্প্রীতি দিবস"। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর সম্মতিক্রমে এই দিবস উদযাপন করল শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এদিন "সম্প্রীতি দিবস" উপলক্ষ্যে এক "অবস্থান কর্মসূচির" আয়োজন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিতি ছিলেন সাধারণ মানুষ সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পৌরপিতা তথা সভাপতি ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস সম্রাট তপাদার,তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মীরা দাস ঘোষ,আইএনটিসিউর সভাপতি শুভেন্দু চৌধুরী, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমন সাহা সহ ছাত্র নেতা আকাশ ঘোষ প্রমুখ।বাংলার ঋষি মুনিদের স্মরণের মধ্যে দিয়ে সম্প্রতি দিবস পালন করল ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রিচা ঘোষ আজ ব্যারাকপুরের একটি বেসরকারী স্কুলে

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যা রিচা ঘোষ আজ ব্যারাকপুরের একটি বেসরকারী স্কুলে ছাত্রীদের সঙ্গে সাক্ষাতকারে হাজির ছিলেন। এদিন অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন মহিলা বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য রিচা ঘোষ।ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিলেন তিনি।

ছবি:প্রবীর রায়।