*"টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ কে, কলকাতা"ঘোষণা করা হয়েছে ২৫,০০০ মার্কিন ডলারের বোনাস*
![]()
নিজস্ব প্রতিনিধি: বিশ্বরেকর্ড ভাঙার প্রচেষ্টায় উদ্দীপনা যোগাতে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতায় ঘোষণা করা হয়েছে ২৫,০০০ মার্কিন ডলারের বোনাস।
প্রোক্যাম ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত টাটা স্টিল ওয়ার্ড ২৫কে কলকাতা ২০২৫–এর ঐতিহাসিক দশম সংস্করণে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত ২৩,০০০+ দৌড়বিদ অংশগ্রহণ করবেন দৌড়ে। সব কটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন অতিরিক্ত সংখ্যায় পূর্ণ হওয়া এই ইভেন্টকে শহরের ক্রীড়া ঐতিহ্যের আরেকটি স্মরণীয় অধ্যায়ে পরিণত করেছ।
উগান্ডার দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জোশুয়া চেপ্টেগেই এবং মহিলাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সুতুমে আসেফা কেবেদে—এই বছরের টাটা স্টিল ওয়ার্ড ২৫কে কলকাতায় নিজেদের রেকর্ড উন্নত করতে নামছেন। এটিই প্রথম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস গোল্ড লেবেল রোড রেস, যা অনুষ্ঠিত হবে রবিবার, ২১ ডিসেম্বর।
কলকাতার ঐতিহাসিকভাবে দ্রুতগতির সময় দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রোক্যাম ইন্টারন্যাশনাল ঘোষণা করেছে—যে কোনো অ্যাথলেট যদি ১:১১:০৮ বিশ্ব রেকর্ড ভাঙতে পারেন, তবে তিনি পাবেন অতিরিক্ত ২৫,০০০ মার্কিন ডলার বোনাস।
এই দশম সংস্করণে বিশ্বের সেরা কিছু অ্যাথলেটকে দেখা যাবে ১,৪২,২১৪ মার্কিন ডলারের পুরস্কারমূল্যের এই দৌড়ে। পুরুষ ও মহিলাদের বিজয়ীদের জন্য সমান পুরস্কার—প্রথম তিনজন পাবেন যথাক্রমে $15,000, $10,000, এবং $7,000। এ ছাড়া ইভেন্ট রেকর্ড ভাঙলে অতিরিক্ত $5,000 বোনাস থাকছে।
২৯ বছর বয়সী চেপ্টেগেই তিনবার টানা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ১০,০০০ মিটারে, এবং তাঁর নামের সঙ্গে যুক্ত আছে চারটি বিশ্ব রেকর্ড—৫কে এবং ১০কে রোড রেকর্ডসহ। গত বছরের ভেদান্তা দিল্লি হাফ ম্যারাথন এবং এ বছরের টিসিএস ওয়ার্ল্ড ১০কে বেঙ্গালুরুতে জয়ী হওয়া এই উগান্ডাই এবার কলকাতায় প্রথমবারের মতো ২৫কে দৌড়ে নামার আগ্রহ প্রকাশ করেছেন।
গত দশ বছর সত্যিই টাটা স্টিল ওয়ার্ড ২৫কে জন্য ছিল,যা প্রতি বছর এলিট অ্যাথলেটদের অংশগ্রহণ এবং দ্রুততম টাইমিংয়ের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মাত্র দুই বছর আগে কলকাতা দেখেছিল একক বিশ্ব রেকর্ড—যেখানে কেনিয়ার ড্যানিয়েল সিমিউ এবেন্যো (১:১১:১৩) এবং ইথিওপিয়ার সুতুমে আসেফা কেবেদে (১:১৮:৪৭) যথাক্রমে পুরুষ ও মহিলাদের বিভাগে রেকর্ড গড়েন।
পুরুষদের তালিকায় আরেক গুরুত্বপূর্ণ নাম তানজানিয়ার আলফোন্স ফেলিক্স সিম্বু। টোকিওতে এই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে তিনি উত্তেজনাপূর্ণ জয়ে জার্মানির আমানাল পেট্রোসকে শেষ মুহূর্তে হারিয়ে সোনা জিতেছেন—মাত্র তিন-শতাংশ সেকেন্ডে ব্যবধান ছিল দুজনের! তিনি চেপ্টেগেইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছেন।
আফ্রিকা মহাদেশ থেকে আরও দুটি গুরুত্বপূর্ণ নাম পুরুষদের তালিকায় রয়েছে। ইথিওপিয়ার হাইমানট আলেউ, যিনি ২০২৩ সালের কলকাতা দৌড়ে অল্পের জন্য পডিয়াম মিস করেছিলেন কিন্তু ২০২৪ সালের বার্লিন ম্যারাথনে ২:০৩:৩১ সময়ে দুর্দান্ত তৃতীয় স্থান অধিকার করেন—তিনি যোগ দিচ্ছেন লেসোথোর তেবেলো রামাকোয়ানার সঙ্গে, যিনি এ বছরের জিয়ামেন ম্যারাথনে রানার-আপ হয়েছিলেন।
“ভারত আমার অন্যতম প্রিয় গন্তব্য। কলকাতায় আমার প্রথম উপস্থিতিতে আমি সেরাটা দিতে চাই,”—বলেছেন চেপ্টেগেই।
ছবি:- প্রোক্যামের সৌজন্যে।













Dec 09 2025, 18:14
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k