অশোকনগরে চাকরি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: আইটিআই কলেজ, বৃত্তিমূলক প্রতিষ্ঠান এবং পিবিএসএসডি-র স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য, উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের নির্দেশনা ও তত্ত্বাবধানে, পশ্চিমবঙ্গ সরকারের টিইটি এবং এসডি বিভাগের উদ্যোগে, সরকারি বাণীপুর মহিলা আইটিআই কর্তৃক ডিসেম্বর ২০২৫-এ একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছে।আজ অশোকনগরের নেতাজি শতবর্ষী কলেজে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১৩ জন নিয়োগকর্তা অংশগ্রহণ করেছিলেন। আইটিআই-এর ৬৬ জন আবেদনকারী, ভিটিসির ৫৩ জন আবেদনকারী, পিবিএসএসডি-র ১০৯ জন প্রার্থী চাকরি মেলায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (টি অ্যান্ড স্কিল)কাজল কুমার রায়,তারক মণ্ডল (ডব্লিউবিসিএস এক্সি.) জেলা নোডাল অফিসার, উত্তর ২৪ পরগনা উৎকর্ষ বাংলা, পল্লব পাল, ডিআইসিও, উত্তর ২৪ পরগনা, কুন্তল ঘোষ, অধ্যক্ষ আইটিআই বাণীপুর,বাদল চন্দ্র মণ্ডল, ছোটজাগুলিয়ার অধ্যক্ষ আইটিআই প্রমুখ। মেলায় ২২৮ জন অংশগ্রহণকারী চাকরি মেলায় অংশগ্রহণ করেছেন।৮১ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে এবং ৪৯ জন প্রার্থীকে চাকরি মেলার দিন নিয়োগকর্তার কাছ থেকে অফার লেটার দেওয়া হয়েছে।৪২ সংখ্যক প্রার্থীকে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়ার জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে।
Dec 15 2025, 19:42
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1.0k