Hooghly

Jul 07 2023, 13:02

*নির্বাচনের ডিস্ট্রিবিউশন সেন্টার গুলোতে আসছেন ভোট কর্মীরা*

রাত পোহালেই ভোট। সকাল থেকেই তার প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই ভোট কর্মীরা ডিস্ট্রিবিউশন সেন্টার গুলোতে আসতে শুরু করেছেন।হুগলি জেলার ১৮ টা ব্লকেই ডি সি আর সি করা হয়েছে। ভোট কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিস,ভোট বাক্স,ব্যালট বুঝে নিয়ে রওনা দিচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। রাজ্য সশস্ত্র পুলিশ ভোট কর্মীদের সঙ্গে বুথে বুথে রওনা দিচ্ছেন।

হুগলী জেলায়

ভোট কর্মী ১৯২৫৫ জন।

ভোট কর্মীদের সঙ্গে রাজ্য পুলিশও যাবে সব বুথে।পরে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের পাঠানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এক নজরে হুগলী জেলার পঞ্চায়েত চিত্র -

--------------------------------

গ্রাম পঞ্চায়েত --২০৭টি (সংসদ ৩৭১১ আসন ৩৮৮০)

বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল জয়ী হয়েছে ৩৯৮ টি আসনে।

পঞ্চায়েত সমিতি--১৮টি (আসন ৬১৯)

বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল জয়ী ৫৮ টি আসনে।

জেলা পরিষদের মোট আসন--৫৩

জেলায় বুথের সংখ্যা--মেন ৩৭৮৮ অক্সিলারি ৬৩

মোট ৩৮৫১

মোট ভোটার--৩৪,৭২,২৫৫

পুরুষ--১৭৫০১৮৯

মহিলা--১৭২২০০৭

তৃতীয় লিঙ্গ--৫৯

এবার গত পঞ্চায়েত অর্থাৎ ২০১৮ সালে ছিল

-------------------------

গ্রাম পঞ্চায়েত আসন ৩১৯২

পঞ্চায়েত সমিতি ৬০৭

জেলা পরিষদ ৫০টি

জেলা পরিষদে এবার আসন বেরেছে চন্ডীতলায়-২,শ্রীরামপুর-

উত্তরপাড়া,গোঘাট-২ টি ব্লকে একটি করে।

রাত পোহালে ভোটের ময়দানে কারা কতটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন তা সময় বলবে।

Hooghly

Jul 06 2023, 20:03

*পুনর্বাসন দেবার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ,শুরু বিক্ষোভ*

পুনর্বাসন দেবার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। 

ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগে দিনের ব্যস্ত সময়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ। 

হুগলীর ডানকুনি পুরসভার অন্তর্গত ১৬ নং  ওয়ার্ডে রেল লাইনের ধারেই রয়েছে উদ্বাস্তুদের বাস । রেলের দপ্তর থেকে বিগত কয়েক বছর ধরে এদেরকে উঠে যাওয়ার নোটিশ দিয়ে যাচ্ছে। উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন ও শুরু হয়েছে কয়েক বছর ধরে। 

২০১৭ সালে ডানকুনি পুরসভা এদের প্রতি মানবিক দরদ দেখিয়ে ডানকুনিতেই অন্যত্র জমি কিনে পুনর্বাসন দেবে বলে আস্বাস দেয়। মোট ১৮ কাটা জমি কেনার কথা হয়। এরপর

রেল বস্তুিরই বেশ কয়েক জনকে নিয়ে

তৈরি হয় তৈরী হয় গৃহ রক্ষা কমিটি।

অভিযোগ এই গৃহ রক্ষা কমিটির সাথে যোগসাজশে 

সেই সময়ে তৃনমুলে যুব নেতা, বর্তমানে ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান সহ 

তৃনমুলের লোকজন  ২০১৭ সাল থেকেই খেপে খেপে কখোনো ৫০ হাজার, কখনো ১ লক্ষ করে মোট ৬৪ জনের কাছ থেকে টাকা তোলে। যদিও তার পরিবর্তে কোনও রসিদ দেওয়া হয়নি ।  সময় যত গড়িয়েছে ততই ফিকে হয়েছে বাংলার বাড়ি দেওয়ার কথা।অভিযোগ এখনো পর্যন্ত এই সব গরীব মানুষ গুলো বাস করছে সেই রেল লাইনের ধারেই। টাকা দিয়েও বাংলার বাড়ি না পেয়ে তাই এদিন রাস্তা অবরোধ করে তারা। বেশ কিছুক্ষণ অবরোধে যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বুঝিয়ে সুুঝিয়ে তাদেরকে সেখান থেকে তুলে দেয় পুলিশ। এ ব্যাপারে ডানকুনি পৌরসভার উপ পৌর প্রধান বলেন বিষয়টি পৌরসভার নিয়ন্ত্রণেই রয়েছে টাকা নেওয়ার কথা অস্বীকার করে তার বক্তব্য জমি কেনা হলেও সেখানে বাড়ি করতে যে টাকার প্রয়োজন তা এখন পৌরসভার হাতে নেই। গ্র্যান্ড এলে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করা হবে। একই সাথে বস্তিবাসীদের এই আন্দোলনকে বিরোধীতে চক্রান্ত বলেও দাবি করেন তিনি।

Hooghly

Jul 06 2023, 13:49

*নির্বাচনের আগেই সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ*

ঘটনা হুগলীর কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের কানাগড় আদর্শনরে। এখানকার ই বাসিন্দা কল্পনা মজুমদার ১১৪ নং বুথে সিপিআইএম প্রার্থী।গতকাল তার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে বলে অভিযোগ। প্রচন্ড শব্দে জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্ক ছড়ায় এলাকায়।প্রতিবেশীরা বেড়িয়ে পড়লে দুষ্কৃতীরা চম্পট দেয়। সিপিএমের অভিযোগ পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এসব করছে।

অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।

সিপিএম প্রার্থী কল্পনা মজুমদারের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ।গতকাল রাত আড়াইটা নাগাদ তার বাড়িতে বোমা মারা হয়। বোমা ঘরের সামনে এসে পরে। প্রচন্ড শব্দে ফাটে সেটি। ঘরের জানালার কাঁচে চির ধরে যায়। কল্পনা বলেন,রাতে রাস্তার আলো বন্ধ করে বাইক নিয়ে এসেছিল দুষ্কৃতিরা। ভোটের আগে এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমা মেরেছে বিরোধীরা অভিযোগ তার।

স্থানীয় সিপিআইএম নেতা সোমনাথ করের অভিযোগ,পায়ের তলায় মাটি নেই কোদালিয়ায়, তাই পরাজয় নিশ্চিত জেনে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তারা।তবে মানুষ এর যোগ্য জবাব দেবে। খবর পেয়ে পৌঁছে গেলেন তৃনমূল প্রার্থী। সৌজন্যের রাজনীতি বলছে তৃনমূল,সিপিএম এর দাবী সৌজন্য নয় এলাকায় ভাবমূর্তি ঠিক রাখতে এসেছেন তিনি।

তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী নির্মাল্য চক্রবর্তী।নির্মাল্য বলেন,ভোট অন্য বিষয়।এলাকার লোক বিপদে পড়লে তাদের পাশে থাকতে হবে। কারা কি উদ্দেশ্যে বোমা মেরেছে সেটা পুলিশ তদন্ত করবে।আমাদের কেউ করে থাকলে সেটা আমাদের ক্ষেত্রে লাভ হবে না।তবে ভোটের আগে এই ধরনের ঘটনা অনভিপ্রেত।

Hooghly

Jul 06 2023, 12:31

*নির্বাচনের আগেই সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ*

ঘটনা হুগলীর কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের কানাগড় আদর্শনরে। এখানকার ই বাসিন্দা কল্পনা মজুমদার ১১৪ নং বুথে সিপিআইএম প্রার্থী।গতকাল তার বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে বলে অভিযোগ। প্রচন্ড শব্দে জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্ক ছড়ায় এলাকায়।প্রতিবেশীরা বেড়িয়ে পড়লে দুষ্কৃতীরা চম্পট দেয়। সিপিএমের অভিযোগ পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল এসব করছে।অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল।

সিপিএম প্রার্থী কল্পনা মজুমদারের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ।গতকাল রাত আড়াইটা নাগাদ তার বাড়িতে বোমা মারা হয়। বোমা ঘরের সামনে এসে পরে। প্রচন্ড শব্দে ফাটে সেটি। ঘরের জানালার কাঁচে চির ধরে যায়। কল্পনা বলেন,রাতে রাস্তার আলো বন্ধ করে বাইক নিয়ে এসেছিল দুষ্কৃতিরা। ভোটের আগে এলাকায় আতঙ্ক ছড়াতেই বোমা মেরেছে বিরোধীরা অভিযোগ তার।

স্থানীয় সিপিআইএম নেতা সোমনাথ করের অভিযোগ,পায়ের তলায় মাটি নেই কোদালিয়ায়, তাই পরাজয় নিশ্চিত জেনে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তারা।তবে মানুষ এর যোগ্য জবাব দেবে। খবর পেয়ে পৌঁছে গেলেন তৃনমূল প্রার্থী। সৌজন্যের রাজনীতি বলছে তৃনমূল,সিপিএম এর দাবী সৌজন্য নয় এলাকায় ভাবমূর্তি ঠিক রাখতে এসেছেন তিনি।

তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী নির্মাল্য চক্রবর্তী।নির্মাল্য বলেন,ভোট অন্য বিষয়।এলাকার লোক বিপদে পড়লে তাদের পাশে থাকতে হবে। কারা কি উদ্দেশ্যে বোমা মেরেছে সেটা পুলিশ তদন্ত করবে।আমাদের কেউ করে থাকলে সেটা আমাদের ক্ষেত্রে লাভ হবে না।তবে ভোটের আগে এই ধরনের ঘটনা অনভিপ্রেত।

Hooghly

Jul 05 2023, 18:22

*বৃষ্টি উপেক্ষা করে পান্ডুয়ায় রোড শো'তে অভিষেক বন্দ্যোপাধ্যায়*

শিওড়ে পঞ্চায়েত। তাই বৃষ্টি উপেক্ষা করে পান্ডুয়ায় রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। নির্বাচনের আগে কর্মীদের মনবল চাঙ্গা করতে বিভিন্ন জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের আর দুদিন বাকি, তার আগে বুধবার 

পান্ডুয়ায় 

রোড শো করে জন সংযোগ করলেন অভিষেক। পান্ডুয়া কলবাজার থেকে কালনা মোড় তেলিপারা মোড় হয়ে পান্ডুয়া আরএমসি পর্যন্ত প্রায় দুই কিমি রাস্তা জি টি রোড দিয়ে রোড শো করেন তিনি।মাঝে মধ্যে বৃষ্টি হলেও বন্ধ হয়নি যাত্রা।

অভিষেকের সঙ্গে গাড়ীতে ছিলেন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী,বিধায়ক অসীমা পাত্র, তপন দাশগুপ্ত,অরিন্দম গুঁইনরা।বৃষ্টি মাথায় নিয়েই রোড শোতে যোগ দেয় তৃনমূল কর্মী সমর্থকরা।

Hooghly

Jul 02 2023, 14:24

*তৃণমূলের বুথ এজেন্টের স্ত্রীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে*


স্বামী তৃণমূলের বুথ এজেন্ট। বাড়ীতে তাকে না পেয়ে তার স্ত্রীকে মারধরের অভিযোগ। ঘটনা হুগলীর আরামবাগের।

বাড়িতে ঢুকে চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ।

অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। হুগলীর আরামবাগের আড়ান্ডী অঞ্চলের রাগপুর এলাকার তৃণমূল বুথ সভাপতি সমর মালিক। শনিবার রাতে তার বাড়ীতে চড়াও হয় বিজেপির আশ্রিত দুস্কৃতিরা।যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরামবাগের রাগপুর এলাকায় এবারের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থীর হয়ে নির্বাচনী বুথ এজেন্ট হিসেবে নাম রয়েছে সমর বাবুর। সেই কারণেই হামলা চালানো হয় বলে অভিযোগ।

অভিযোগ, হঠাৎ করেই শনিবার সমর মালিকের বাড়িতে বিজেপির দলবল হাজির হয়।

তার পর সমর মালিককে না পেয়ে তার স্ত্রী সুলেখা মালিককে বেধড়ক মারধর করা হয়। চুলের মুঠি ধরে বাড়ি থেকে টানতে টানতে বাইরে বের করেও মারধর চলে বলে অভিযোগ।

ভেঙে দেওয়া হয় বাড়ির বেড়া।

ঘটনায় গ্রামের মানুষ বেড়িয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় সুলেখা মালিককে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।

সেখানেই তিনি চিকিৎসাধীন।

সমর মালিকের অভিযোগ, তৃণমূলের হয়ে বুথ এজেন্ট হওয়ার জন্যই এই হামলা।

ঘটনায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ তদন্ত শুরু করেছে।

Hooghly

Jul 01 2023, 12:52

*ব্যান্ডেল থেকে উদ্ধার লক্ষাধিক গাঁজা*


পাচার হওয়ার সময় লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হুগলির ব্যান্ডেলে। ভাড়া করা হলুদ ট্যাক্সিতে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার গাঁজা। ব্যান্ডেল কেওটায় এক মহিলা সহ গ্রেফতার তিনজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোড়ে চন্দননগর পুলিশের নাকা চেকিং চলছিল ব্যান্ডেল কেওটা চেকপোস্ট এলাকায়।সেখানে সন্দেহ ভাজন একটি হলুট ট্যাক্সিকে আটক করা হয়।গাড়িটি কলকাতার দিক থেকে মগড়ার দিকে যাচ্ছিল। তল্লাসীতে ট্যাক্সি থেকে উদ্ধার হয় দশ কেজি গাঁজা। চালক ছাড়াও এক মহিলা ও এক যুবক ট্যাক্সিতে সওয়ারী ছিলেন। ট্যাক্সি চালক পুরুষোত্তম ঝাঁ এর দাবী গতকাল রাত পৌনে বারোটা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে তার গাড়ি ভাড়া করা হয়।প্রথমে যাত্রীরা বলেন শিয়ালদহ যাবেন। পরে বলেন ব্যান্ডেল স্টেশনে ছেড়ে দিতে। ব্যান্ডেলে এলে বলে আরও কিছুটা এগিয়ে দিতে।

চুঁচুড়া থানার পুলিশ আধিকারীকরা ছাড়াও চন্দননগর পুলিশের এসিপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বিশ্বজিৎ ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হন।ট্যাক্সি চালক ও দুই যাত্রীকে দফায় দফায় জেরা করেন তারা। পুলিশ নিশ্চিত হয় গাঁজা পাচার করার উদ্দেশ্যে ই নিয়ে যাওয়া হচ্ছিল। কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে কল্পনা হালদার, সাগর তামাঙ ও গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Hooghly

Jun 30 2023, 17:36

*ছমাসের শিশু পুত্রকে অপহরণ করে বিক্রি*


৩০ জুন অর্থাৎ শুক্রবার এলাকার পূর্ব পরিচিত। রক্তের সম্পর্ক নেই, পাতানো দিদি। সেই দিদির বাড়িতেই ছ'মাসের ছেলে -মেয়ে ও স্বামীকে নিয়ে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মহিলা। পার্টিতে চলে মদ-মাদকের আসর। রাতে বাড়ি ফিরে গিয়েছিলেন স্বামী। কিন্তু সন্তানকে নিয়ে সেই দিদির বাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন যুবতী। সেখান থেকেই বিক্রি হয়ে গেল ৬ মাসের শিশুপুত্র।ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। যদিও থানায় অভিযোগের ছয় ঘণ্টার মধ্যেই শিশুপুত্রটিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিশুটিকে দেড় লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিলেন মহিলার পাতানো দিদিই। তাঁকে ছাড়াও ঘটনায় আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ছয় ঘণ্টার মধ্যেই চন্দননগর থেকে উদ্ধার হয় বিক্রি হওয়া শিশু।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া বড় বাজার বিবির বাগান এলাকায় থাকেন মামন ওঁরাওয়ের পাতানো দিদি পিঙ্কি গুপ্তা। তাঁর বাড়িতে বৃহস্পতিবার দুপুরে জন্মদিনের খাওয়া দাওয়ায় ছ’মাসের ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন মা বাবা। সেখানে মদ ও মাদকের পার্টি হয়। শিশুটির মায়ের বক্তব্য, খাওয়া দাওয়ার পর শিশুর বাবা চলে যান। মামন পিঙ্কির বাড়িতেই ঘুমিয়ে পড়েন। বিকালে ঘুম ভাঙতে দেখেন, তাঁর পুত্র সন্তান পাশে নেই। পিঙ্কিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বাবা এসে বাচ্চাটিকে বাড়ি নিয়ে গিয়েছে।শিশুটির মায়ের সন্দেহ হয়। তিনি ফোন করে খোঁজ করেন। পরে বিষয়টি জানতে পেরে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। চুঁচুড়া কপিডাঙায় একটি বাড়িতে ভাড়া থাকেন শিশুর মা বাবা। সেখান থেকে শিশুর বাবা ভীম ওঁরাওকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।ভীম জানান, তিনি তাঁর ছেলেকে বাড়ি নিয়েই যাননি। এরপর পিঙ্কি ও তাঁর বাড়িতে যাঁরা সেসময় উপস্থিত ছিলেন, তাঁদের জেরা শুরু করে পুলিশ। পুলিশ চুঁচুড়া বড় বাজার ও জোরাঘাট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে। দেখা যায়, একটি স্কুটারে শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই পিঙ্কিকে চেপে ধরতে জেরায় ভেঙে পড়ে সে।পুলিশের কাছে পিঙ্কি স্বীকার করেন,দেড় লক্ষ টাকায় শিশুটিকে বিক্রি করা হয় চন্দননগরে রমেন দেবনাথের কাছে। টাকার ভাগ পান পিনপুলিশের কাছে পিঙ্কি স্বীকার করেন,দেড় লক্ষ টাকায় শিশুটিকে বিক্রি করা হয় চন্দননগরে রমেন দেবনাথের কাছে। টাকার ভাগ পান পিঙ্কি ও তাঁর সঙ্গীরা।

শিশুটিকে প্রথমে স্কুটারে চাপিয়ে নিয়ে যেতে সাহায্য করে পিঙ্কির নাবালক ছেলে। পরে অটো করে চন্দননগর বিবিটহাটে রমেনের বাড়ি পৌঁছ দেওয়া হয়। চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তীর নেতৃত্ব একটি টিম চন্দননগরে অভিযান চালায়। অভিযুক্তের বাড়ি থেকে শিশুকে উদ্ধার করে। গ্রেফতার করা হয় মোট পাঁচ জনকে।হুগলি চুঁচুড়া পুরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায় খবর পেয়ে সকালে থানায় যান। এই চক্রের মাথাকে খুঁজে বার করার চেষ্টা করুক পুলিশ। পাঁচ ঘণ্টার মধ্যে বাচ্চাটাকে খুঁজে বার করেছে পুলিশ, তার জন্য অনেক ধন্যবাদ। চন্দননগর পুলিশের ডিসিপি বিদিত রাজ বুন্দেশ বলেন, দেড় লক্ষ টাকায় শিশু বিক্রি কেনা বেচা হয়েছে বলে অভিযুক্তরা স্বীকার করেছে। এই চক্রে আর কারা যুক্ত,যে শিশুটিকে কিনেছিলেন তাঁরও এক সন্তান রয়েছে। অনেক সময়ে দেখা যায়, সন্তান না থাকার কারণে শিশু এইভাবে কেনেন অনেকে। এক্ষেত্রে কেন শিশুটিকে কিনতে গেলেন, আদৌ তিনি কোনও পাচার চক্রের পাণ্ডা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Hooghly

Jun 28 2023, 13:30

আজ উল্টোরথ, আট দিন মাসির বাড়িতে কাটানোর পর আজ প্রভু জগন্নাথের বাড়ি ফেরার পালা

আজ উল্টোরথ, আট দিন মাসির বাড়িতে কাটানোর পর আজ প্রভু জগন্নাথের বাড়ি ফেরার পালা। মহাপ্রভুর জন্ম বেদী থেকে নিজের কর্ম বেদীতে ফিরে যাওয়ার পালা। বোন সুভদ্রার দাবি মেনে এই আট দিন তিনি নগর পরিক্রমায় বেরিয়েছিলেন। এই আট দিন ভক্তদের মাঝে বিলীন হয়েছিলেন তিনি। এবার পুনরায় কর্মবেদীতে গিয়ে জগতের কর্মে নিজেকে নিয়োজিত করার পালা।

তবে জগন্নাথ দেবকে ফিরিয়ে নিয়ে যাওয়ার পালাও তার নিজের ইচ্ছাতেই হয়। তিনি যখন চাইবেন তখনই তাকে রথে পুনরায় অধিষ্টান করানো সম্ভব বলে মনে করেন সেবাইতরা। পুরি বা অন্যান্য জায়গায় ফিরে যাওয়ার পর মা লক্ষ্মী কে তুষ্ট করার পালা থাকে মাসের সে রকমটা হয় না।

নিজের স্থানে ফিরে যাওয়ার পর মঙ্গল আরতি এবং পূজা নিবেদনের মাধ্যমেই প্রভু জগন্নাথ কে রত্ন বেদীতে অধিষ্ঠান করানো হয়।

উল্টো রথ ঘিরে সকাল থেকেই হুগলির মাহেশে ভক্তদের ঢল। পুজো অর্চনা এবং ভোগ নিবেদনের মাধ্যমে সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে মাসির বাড়ি চত্বরে। সে কারণে প্রশাসনিক তৎপরতা ও তুঙ্গে। শুধু ভারতবর্ষই নয় সারা পৃথিবীর অন্যতম প্রাচীন এই রথযাত্রা সুসম্পন্ন করতে তাই এখন সাজো সাজো রব।

Hooghly

Jun 27 2023, 13:24

*হুগলির গুড়াপে পথ দূর্ঘটনা, মৃত ৩*


মঙ্গলবার ভোরে হুগলির গুড়াপ থানার মাজিনান ব্রিজের কাছে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের।

পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি। মাজিনানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে, পিছন থেকে আসা অন্য একটি লরি ওই চার চাকা গাড়ীর পিছনে ধাক্কা মারে।দুর্ঘটনায় চারচাকা গারিটি সম্পূর্ণ দুমরে মুচরে যায়। ঘটনাস্থলেই চালকসহ গাড়ির দুই আরোহীর মৃত্যু হয়।গুরাপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে মৃতদেহ উদ্ধার করে, বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়।জানা গেছে গাড়িতে ছিলেন স্বামী-স্ত্রী ও তাদের চালক। তিনজনই বর্ধমানের বাসিন্দা।

গতকালই গুরাপের মিশ্রা পাম্পের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে ম্যাটাডোর। মৃত্যু হয় দুজনের।দুদিনে পাঁচ জনের মৃত্যু হল এই একই এলাকায়।