/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *হু হু করে বাড়ছে তাপমাত্রা! জেনেনিন আজকের আবহাওয়া* West Bengal Bangla
*হু হু করে বাড়ছে তাপমাত্রা! জেনেনিন আজকের আবহাওয়া*


চৈত্রের শেষ লগ্নে হুহু করে বাড়ছে তাপমাত্রা।আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

*পশ্চিমবঙ্গ থেকে উধাও বৃষ্টি জেনে নিন আজকের আবহাওয়া*


আবার কবে বৃষ্টির মুখ দেখবে পশ্চিমবঙ্গ? তা নিয়ে মুখে কুলুপ আলিপুর আবহাওয়া দফতরের ।চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৭ শতাংশ। 

*দৈনিক রাশিফল ১৩ই এপ্রিল (বৃহস্পতিবার) *


মেষ: পারিবারিক ও কর্মক্ষেত্রে আচমকাই বিঘ্নের উৎপত্তি হবে, মাথা ঠান্ডা রাখা দরকার।

বৃষ: জীবনে নতুন সুযোগ আসছে, তাকে নিজের মতো আত্মসাৎ করে লক্ষ্যে এগোতে হবে।

মিথুন: জীবন ফিরবে চেনা ছন্দে, বিশেষ কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট: কর্মজীবন হোক বা ভালবাসা- আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

সিংহ: নিজেকে সময় দিতেই হবে, তবে তার আগে হাতের কাজটাও শেষ করা সমান জরুরি।

কন্যা:কাজ একা শেষ করা কঠিন হয়ে উঠবে, অন্যদের সাহায্য করলে ভাল হয়। 

তুলা: অতীতের লোকজনদের সঙ্গে ফের দেখা হবে, দিন কাটবে মসৃণ ছন্দে।

বৃশ্চিক: পরিশ্রমের সুফল এবার মিলবে, কাজে কিছু বিরতি দিয়ে বিশ্রাম নেওয়া দরকার।

ধনু: সবার মন জয় করা সম্ভব হবে, জয় করা যাবে গোপন শত্রুদেরও।

মকর: পরামর্শ সঠিক হলেও বিনয়ের অভাবে তা প্রত্যাখ্যাত হবে- স্বভাবে বদল আনা দরকার।

কুম্ভ: আর্থিক সমস্যা এখনই কাটবে না, স্বভাবগত সৃজনশীলতা কাজে লাগাতে হবে।

মীন: ঝড়ের গতিতে সব বাধা জয় করা যাবে, কেউ বিপক্ষে মাথা তোলার সাহস পাবে না।

* মাত্রাতিরিক্ত গরমে অতিষ্ঠ বঙ্গবাসী জেনে নিন আজকের আবহাওয়া*


এ বার হয়তো চৈত্রেই চল্লিশ! আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দিনকয়েকের মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলা। ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রাও।

বুধবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্র২৮.৭ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

*দৈনিক রাশিফল ১২ এপ্রিল (বুধবার) *

মেষ: আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।

বৃষ: আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বিশেষ ভাল যাবে না। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে।

মিথুন: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে।

কর্কট: আজ কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম।

সিংহ: আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম।

কন্যা: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে।

তুলা: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন।

বৃশ্চিক: সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে।

ধনু: ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।

মকর: মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন।

কুম্ভ: চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভাল নাও থাকতে পারে।

মীন: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। কোনও সুন্দর মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি।

*করোনা নিয়ে বৈঠকে রাজ্য*

সারা দেশে তো বটেই। বাংলাতেও করোনা-বৃদ্ধির প্রবণতা কিছু কম নয় (Corona Graph)। রাজ্যে ছড়াচ্ছে করোনা উদ্বেগ। হাসপাতালগুলির করোনা চিকিৎসার পরিকাঠামো নিয়ে রিপোর্ট তলব (Corona Treatment Infrastructure)। কোন হাসপাতালে কয়টি ভেন্টিলেটর, আইসিইউ, কোভিড বেড, অক্সিজেন কন্সেন্ট্রেটর রয়েছে সেটা জানতে চায় স্বাস্থ্য দফতর (State Health Department)। স্বাস্থ্যভবনে কোভিড নিয়ে বৈঠক (COVID Meeting)। ৩ দিনের মধ্যে কোভিড ওয়ার্ডগুলিকে (COVID Ward) প্রস্তুতের নির্দেশ দেওয়া হলো।

*গড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড*

সকাল সকাল অগ্নিকাণ্ড (Fire)। গড়িয়ার (Garia) ব্রহ্মপুরে কাঠের গুদামে (Wood Storeroom) লাগলো আগুন। জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় ছড়িয়েছে আতঙ্ক। দাউদাউ করে জ্বলছে পুরো গুদাম। প্রচুর কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন (Fire Brigade)। আগুন নেভানোর কাজ চলছে। ক্ষয়ক্ষতির খবর (Casualties) এখনও পাওয়া যায়নি।

গরমে নাজেহাল বঙ্গবাসী, কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?


এখনও বৈশাখ পড়তে কয়েকদিন বাকি আছে। কিন্তু তার আগেই প্রবল দহনজ্বালা বঙ্গে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মার্চে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শহর কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) একধাক্কায় অনেকটাই কমেছিল। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে জ্বালাপোড়া গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে সেলসিয়া ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্র২৮.৫ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

*দৈনিক রাশিফল ১১ই এপ্রিল (মঙ্গলবার) *


মেষ: টাকার কথা ভেবে নিজের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করলে চলবে না।

বৃষ: পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রক্ষার চেষ্টা কাজে আসবে না, মাথা ঠান্ডা রাখুন।

মিথুন: অন্যের এবং নিজের আবেগের দিকে দৃষ্টি রেখে সংযত আচরণ করতে হবে।

কর্কট: অন্যের দেখানো পথে কাজ হবে না, বরং নিজের পথ তৈরির চেষ্টা করুন।

সিংহ: প্রমাণ পাওয়ার আগেই কোনও কিছু নিয়ে নেতিবাচক ভাবলে সমস্যা বাড়বে।

কন্যা:বুঝে-শুনে মনের কথা বলবেন, অন্যথায় তা বিপদে ফেলতে পারে। 

তুলা: ভেঙে পড়বেন না, কাঙ্ক্ষিত সাফল্য বেশি দূরে নেই এটা মাথায় রাখুন।

বৃশ্চিক: অতিরিক্ত আবেগ বা স্পর্শকাতরতা সমস্যা বাড়াবে, তাই নিরপেক্ষ থাকুন।

ধনু: সম্পর্কের ব্যাপারে বুঝে-শুনে পদক্ষেপ করুন, অন্যথায় অশান্তি বাড়বে।

মকর: প্রতিকূলতা সাময়িক, এটা মাথায় রেখে রসবোধের সাহায্যে মন ভাল রাখতে হবে।

কুম্ভ: ভেবে-চিন্তে মন্তব্য করবেন, না হলে তা মনখারাপের কারণ হয়ে উঠবে।

মীন: মুখ বুজে থাকবেন না, স্পষ্ট কথা না বললে পরিস্থিতি আরও বাজে হবে।

*সারপ্রাইজ ভিজিট! উপাচার্যের আগেই বিশ্ববিদ্যালয়ে আচার্য সি ভি আনন্দ বোস*

সপ্তাহের শুরুতেই সারপ্রাইজ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কোনোরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই সোমবার সকালে তিনি আচমকাই যান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এদিকে, তখনও বিশ্ববিদ্যালয়ে পৌঁছননি উপাচার্য। আচার্য আসার খবর পেতেই তড়িঘড়ি বিশ্বিদ্যালয়ে পৌঁছোন তিনি। এদিন রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় উপাচার্য এবং রেজিস্ট্রারের।