/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *দৈনিক রাশিফল ১১ই এপ্রিল (মঙ্গলবার) * West Bengal Bangla
*দৈনিক রাশিফল ১১ই এপ্রিল (মঙ্গলবার) *


মেষ: টাকার কথা ভেবে নিজের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করলে চলবে না।

বৃষ: পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রক্ষার চেষ্টা কাজে আসবে না, মাথা ঠান্ডা রাখুন।

মিথুন: অন্যের এবং নিজের আবেগের দিকে দৃষ্টি রেখে সংযত আচরণ করতে হবে।

কর্কট: অন্যের দেখানো পথে কাজ হবে না, বরং নিজের পথ তৈরির চেষ্টা করুন।

সিংহ: প্রমাণ পাওয়ার আগেই কোনও কিছু নিয়ে নেতিবাচক ভাবলে সমস্যা বাড়বে।

কন্যা:বুঝে-শুনে মনের কথা বলবেন, অন্যথায় তা বিপদে ফেলতে পারে। 

তুলা: ভেঙে পড়বেন না, কাঙ্ক্ষিত সাফল্য বেশি দূরে নেই এটা মাথায় রাখুন।

বৃশ্চিক: অতিরিক্ত আবেগ বা স্পর্শকাতরতা সমস্যা বাড়াবে, তাই নিরপেক্ষ থাকুন।

ধনু: সম্পর্কের ব্যাপারে বুঝে-শুনে পদক্ষেপ করুন, অন্যথায় অশান্তি বাড়বে।

মকর: প্রতিকূলতা সাময়িক, এটা মাথায় রেখে রসবোধের সাহায্যে মন ভাল রাখতে হবে।

কুম্ভ: ভেবে-চিন্তে মন্তব্য করবেন, না হলে তা মনখারাপের কারণ হয়ে উঠবে।

মীন: মুখ বুজে থাকবেন না, স্পষ্ট কথা না বললে পরিস্থিতি আরও বাজে হবে।

*সারপ্রাইজ ভিজিট! উপাচার্যের আগেই বিশ্ববিদ্যালয়ে আচার্য সি ভি আনন্দ বোস*

সপ্তাহের শুরুতেই সারপ্রাইজ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কোনোরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই সোমবার সকালে তিনি আচমকাই যান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এদিকে, তখনও বিশ্ববিদ্যালয়ে পৌঁছননি উপাচার্য। আচার্য আসার খবর পেতেই তড়িঘড়ি বিশ্বিদ্যালয়ে পৌঁছোন তিনি। এদিন রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় উপাচার্য এবং রেজিস্ট্রারের।

*পশ্চিমবঙ্গের শুরু হল তাপপ্রবাহ জেনে নিন আজকের আবহাওয়া*


চৈত্রের গরমে পুড়ছে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। দেখা নেই বৃষ্টির। সকাল হতে না হতেই কাঠফাঠা রোদ। বেলা গড়ালে একেবারে প্যাচপ্যাচে অবস্থা। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস, আরও গরম বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

মহিষাদল সোমবার রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকব৩৯.৩°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.১° সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩১ থেকে ৮৭ শতাংশ।

*দৈনিক রাশিফল ১০ই এপ্রিল (সোমবার) *


মেষ: কাজের চাপ এবার কমে আসবে, তবে সতর্ক না থাকলে পদে পদে ভুল হবে।

বৃষ: কাছের কেউ ক্ষতি করতে চাইছেন, তাই হৃদয়ের বদলে মস্তিষ্কের কথা শুনতে হবে।

মিথুন: সঙ্কটের মুখোমুখি সোজাসাপটা ভাবে দাঁড়াতে হবে, ভয় না পেয়ে লড়াই করতে হবে।

কর্কট: পরস্পরবিরোধী তথ্য বিভ্রান্ত করে রাখবে, অতএব চোখ-কান খোলা রেখে কাজ করে যেতে হবে।

সিংহ: ব্যক্তিগত জীবনে অন্যের উঁকিঝুকি অস্বস্তিতে ফেলবে, তা পাত্তা না দিয়ে নিজের কাজে মন দিতে হবে।

কন্যা:নিজের বদলে অন্যের আবেগকে প্রাধান্য দিতে হবে, অপ্রত্যশিত কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। 

তুলা: স্পষ্টভাবে মনের কথা বলতে হবে, সর্বশক্তি এবং সাহসের সঙ্গে কাজ করলে লক্ষ্য অর্জিত হবে।

বৃশ্চিক: দিনটি নানা পরিপূর্ণ হবে ঠিকই, তবে বুদ্ধিমত্তার সঙ্গে সব বাধা জয় করাও সম্ভব হবে।

ধনু: অন্যের সাহায্যের দরকার হবে- এটা যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন, কাজে তত সুবিধা হবে।

মকর: অন্যকে দমন করার মনোবৃত্তি বিপদে ফেলতে পারে, অন্যের কথায় তাই গুরুত্ব দিতে হবে।

কুম্ভ: অপ্রয়োজনীয় জিনিসের পিছনে অনেক টাকা খরচ হয়ে যেতে পারে, বুঝে ব্যয় করা দরকার।

মীন: অন্যদের নয়, এবার নিজেকে সময় দিতে হবে, তাহলেই জীবনের একঘেয়েমি দূর হবে।

*সভানেত্রী বদল নয়, গ্রেফতার চায় বিজেপি!*

 দণ্ডি বিতর্কের জের। অস্বস্তিতে শাসক শিবির। সরানো হল সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে। সেই জায়গায় আনা হল আদিবাসী মুখ। দায়িত্ব পেলেন স্নেহলতা হেমব্রম। এদিকে সভানেত্রী বদল করে কী হবে বলে সুর চড়িয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। গ্রেফতারের দাবি তোলেন তিনি।

*এনআরসি নিয়ে সুর চড়ালেন শুভেন্দু*

২০২১ সালেই রাজ্যে ক্ষমতায় আসতো বিজেপি (BJP)। বীরভূমের জনসভা থেকে এই কথা বলে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বলেন, ''২০২১ সালেই রাজ্যে ক্ষমতা আসত বিজেপি। এনআরসির (NRC) জুজু দেখিয়ে সংখ্যালঘু ভোট পেয়েছে তৃণমূল (TMC)।

এনআরসি নিয়ে ভয় দেখিয়েছে তৃণমূল। যোগী আদিত্যনাথ কতজন সংখ্যালঘুকে তাড়িয়েছেন?নরেন্দ্র মোদি জাতি-ধর্ম সম্প্রদায় নির্বিশেষে কাজ করেন।শৌচালয়ের টাকাও চুরি করেছে তৃণমূল।''

*পঞ্চায়েতে 'তৃণমূল' নামক জঞ্জাল সাফাইয়ের ডাক শুভেন্দুর*

অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বীরভূমের মুরারই-র জনসভা থেকে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পরাজিত করার ডাক দিয়ে বলেন, ''বীরভূমের বীর কেষ্ট কোথায় এখন? তৃণমূল কংগ্রেস মানে চোর। আরো চোর ধরা হবে। পঞ্চায়েতে তৃণমূলের নামে জঞ্জাল সাফ করুন।''

*জাতীয় তফশিলি কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ শুভেন্দুর*

দণ্ডি বিতর্কে ট্যুইট করে জাতীয় তফশিলি কমিশনের (National Schedule Commission) কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। একদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সুখোই ফাইটার জেটে চড়ার কথা উল্লেখ করেছেন, অন্যদিকে, তপনে বিজেপিতে যোগ দিয়ে, তারপর দণ্ডিকেটে তৃণমূলে ফেরার ঘটনার উল্লেখ করেছেন শুভেন্দু।

জাতীয় তফশিলি কমিশনকে ট্যাগ করে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন, ১৯৮৯ - এর অধীনে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানান বিজেপি নেতা।

*উত্তর দিনাজপুরের ইটাহারে বিধ্বংসী আগুন*

ছুটির দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইটাহারে। অগ্নিকাণ্ডের জেরে ভষ্মীভূত হয়ে যায় ১৬টি বাড়ি। অগ্নিকাণ্ডের ফলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে ৫টি শিশু। ইতিমধ্যেই ওই শিশুদের রাজগঞ্জ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে দমকলদের অনুমান, রান্না ঘর থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

*রোগী মৃত্যু নিয়ে কাঠগড়ায় এম আর বাঙুর হাসপাতাল*

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ছুটির দিনে তুলকালাম এম আর বাঙুর হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত রোগীর পরিবারের লোকেরা। জানা গিয়েছে, মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হন নিহত রোগী। এরপর রবিবার সকালেই তার মৃত্যুর খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরই পরিবারের লোকেরা এসে বি৭োভ দেখানো শুরু করেছে।