/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *রিষড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড* West Bengal Bangla
*রিষড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড*


লাগাতার বিক্ষোভের মাঝে আজই রিষড়ায় গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর সফরের পরই রিষড়ায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই দমকল বাহিনী এসে উপস্থিত হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

*পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি*

রাজ্য সরকারের গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীদের লং মার্চ। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তি। বাগনান-আমতা রোডে বসে বিক্ষোভ করছে চাকরিপ্রার্থীরা। দুর্নীতি ও নিয়োগ বঞ্চনার অভিযোগে চাকরিপ্রার্থীরা বিক্ষোভের অংশ হিসেবে শুরু করেছে লং মার্চ। তমলুকের পর এবার বাগনানে চাকরিপ্রার্থীদের লং মার্চে বাধা দিলো পুলিশ। তারপরেই দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ হয়।

*শ্রীরামপুরে জারি হল ১৪৪ ধারা*

রিষড়ার পর এবার শ্রীরামপুরেও ১৪৪ ধারা জারি করা হল। মঙ্গলবার চন্দননগরের পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হুগলী জেলার রিষড়া ও শ্রীরামপুর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।'

*সুকান্ত মজুমদারের ধর্নার কোনও অনুমতি নেই:পুলিশ*

                                              

আবারও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অস্বস্তি বাড়ালো রাজ্য পুলিশ। এবার শ্রীরামপুরে বিজেপির রাজ্য সভাপতির ধর্না ঘিরে জটিলতা শুরু হল। গতকাল কোন্নগরে বাধা দেওয়ার পর আজ মঙ্গলবার শ্রীরামপুরের সুকান্ত মজুমদারের ধর্না মঞ্চ খুলল পুলিশ। পুলিশ জানিয়েছে, 'ধর্নার কোনও অনুমতি নেই।' এদিন পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ধর্নায় বসার কথা রয়েছে সুকান্ত মজুমদারের।

*ধর্নাস্থলে পৌঁছালেন মুখ্যমন্ত্রী*

ধর্নাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ধর্নামঞ্চে ওঠার আগে ডঃ আম্বেদকরের মূর্তির পাদদেশে পুষ্প দিয়ে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সঙ্গে দেখা যায় মন্ত্রী ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায়কেও। এছাড়াও রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস সহ আরো অনেকে।

*আদালতে পার্থকে 'চোর চোর' স্লোগান*

বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় কোর্ট চত্ত্বরে পা রাখতেই তাকে দেখে ফের উঠলো 'চোর' স্লোগান। আজ এই শুনানিতে ৫ মিনিট কথা বলার আবেদন জানিয়েছেন পার্থ। 
*ফের পিছাল কেষ্টর শুনানি*


পিছিয়ে গেল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। ছুটিতে রয়েছেন বিচারপতি। ফলে দিল্লি হাইকোর্টে হচ্ছে না শুনানি। পরবর্তী শুনানি হবে আগামী ২৯ মার্চ, বুধবার। আপাতত জেলেই থাকতে হবে কেষ্টকে।
*পুরসভার চাকরিতেও বেলাগাম দুর্নীতির অভিযোগ*

এবার রাজ্যের ৬০টি পুরসভায় কেন্দ্রীয় তদন্তের আর্জি জানিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।পুরসভায় স্পেশাল ফিনান্সিয়াল অডিটে কাছে এই দাবি জানিয়েছেন তিনি।পুর-দুর্নীতির পরিমাণ হাজার-কোটিরও বেশি বলে চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত বাবু। তিনি চিঠিতে পুরো বিষয়টিকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করেছেন।

মা-মাটি মানুষের জন্য পুজো দিলাম: মমতা
পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, 'মা-মাটি-মানুষের জন্য পুজো দিয়েছি।'প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে আগামীকাল বৈঠকে বসতে চলেছেন মমতা। এদিকে, রাজ্য সরকার পুরীতে যে গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা করেছে তার জমিও পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী।
*ওড়িয়া ভাষায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী*

                                                 তিনদিনের ওড়িশা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার আগে নিউ পুরীতে রাজ্য সরকারের আবাস নির্মাণের জন্য জমি দেখেন মুখ্যমন্ত্রী। তখনই মুখ্যমন্ত্রী বাংলা আর ওড়িয়া মিলিয়ে বলেন, ‘আমি খুশি আছুন্তি। জমি দেখুন্তি, পছন্দ হুন্তি। কাল নবীনজিকে সাথ মিলুন্তি।’