/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/ajaydev/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png
*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 03.03.2023
MLA Paresh Adhikary during his interaction with locals at Per Mekliganj GP, Haldibari Block at CoachBihar
বর্ধমানের "সেন্ট ভিনসেন্ট'স আকাডেমি"র যাত্রা শুরু ৫ মার্চ
নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সব স্কুলের সঙ্গে বর্ধমানের "সেন্ট ভিনসেন্ট'স আকাডেমিতে চলছে নতুন শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম বিলি। আগামী ৫ মার্চ স্কুলের শুভ উদ্বোধন। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে নতুন শিক্ষা বর্ষের ক্লাস। তবে এখনও ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা চালু রয়েছে।তাই যাঁরা এখনও মনস্থির করতে পারেননি সন্তানের স্কুল বাছাইয়ে, তারা একবার ঘুরে দেখতে পারেন। এই স্কুলের আধুনিক পরিকাঠামো আর সুযোগ সুবিধা আপনাদের দিতে পারে সেরা ঠিকানা।
স্বপ্ন যখন বাস্তবের রূপ পায়।
আগামী ৫ মার্চ আনুষ্ঠানিকভাবে সেন্ট ভিনসেন্ট'স আকাডেমিতে চলছে নতুন শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম বিলি। এবার আগামী ৫ মার্চ তার পথ চলা শুরু করছে "সেন্ট ভিনসেন্ট'স আকাডেমি"। দিনটি স্মরণীয় করতে আজ থেকেই তিরঙ্গায় সেজেছে স্কুল ভবন।
এটা এক অন্য স্বাধীনতার স্বাদ।স্বাধীনতা স্বপ্ন পূরণের। শহর লাগোয়া জোতরাম নান্দুরে প্রায় ২ একর জমি নিয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের এই আধুনিক স্কুল। ড্রিম টু অ্যাচিভ। ছাত্র তৈরি আর তার সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার নিয়েছে এই স্কুল। আর স্বপ্ন না দেখলে তা পূরণ হবেই বা কী করে। স্কুলের চেয়ারম্যান সঞ্জয় গুপ্তা নিজেই বর্ধমানের একটি নামজাদা আইসিএসসিই (ICSE) স্কুল পরিচালনা করে আসছেন গত ১৫ বছর ধরে। স্কুলের প্রিন্সিপ্যাল জোসেফ কে অ্যাব্রাহাম। তিনি কয়েক দশক ধরে ডিনবলি গ্রুপ অফ স্কুলের অবসরপ্রাপ্ত প্রিন্সিপ্যাল। এবার তাঁদের যুগলবন্দিতে আগামী ৫ মার্চ উদ্বোধন হবে স্কুলের। এখন স্বপ্ন পূরণ শুধু সময়ের অপেক্ষা।
সঞ্জয় বাবু কী বলেন ?
স্বপ্ন। আমাদের লক্ষ্যপূরণের জন্য চাই একটা ছোট স্বপ্ন। আধুনিক পরিবেশে পড়াশোনা আর চরিত্র গঠনে শৈশব থেকে সেই স্বপ্নপূরণের দিনের জন্য গড়ে তুলতে লাগে একটা ভাল মানের স্কুল। বর্ধমানে হাজারো বেসরকারি স্কুলের মাঝে সেরা স্কুলকে বেছে নেওয়ার উপরেই নির্ভর করছে আপনার সন্তানের ভবিষ্যৎ। সেই ভিড়ে একটু আলাদা ঐতিহ্য শহরের মানুষকে উপহার দিতে তৈরি সেন্ট ভিনসেন্ট'স আকাডেমি।
শহরের একটি বেসরকারি আইসিএসই/আইএসসি স্কুলের চেয়ারম্যান সঞ্জয় কুমার গুপ্তা সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আর নেবেন নাই বা কেন,গত ১৫ বছর ধরে ছাত্রছাত্রী তৈরির জন্য কয়েক হাজার অবিভাবক যে তাঁর উপরই ভরসা রেখেছে।তাঁদের প্রতিশ্রুতি, প্রতিটি ছাত্রছাত্রীকে সুশিক্ষিত করার পাশাপাশি স্পোকেন ইংলিশে সহজ করে তোলা হবেই।
বর্ধমানের গাংপুর স্টেশন রোডের উল্টোদিকে জাতীয় সড়কের ধারে নান্দুর-জোতরামে দু'একর জমি নিয়ে তৈরি সেন্ট ভিনসেন্ট'স আকাডেমি। নার্সারি থেকে লোয়ার কেজি, আপার কেজি থেকে ছাত্র তৈরির কাজ শুরু। বর্তমানে ক্লাস সিক্স পর্যন্ত পঠনপাঠনের সুবিধা রয়েছে।
শিশুদের মনের গঠনের কথা মাথায় রেখে পড়াশোনার পাশাপাশি মানসিক গঠনের জন্য রয়েছে প্লে স্টেশন, প্লে কর্ণার, আন্তর্জাতিক মানের লাইব্রেরি, কম্পিউটার ল্যাব। ৫৮০ স্কোয়ার ফুটের প্রতিটি বিশ্বমানের ক্লাসরুমে থাকছে ডিজিট্যাল মাধ্যমে পড়াশোনার সুবিধাও। যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব স্কুল বাস। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে বসেছে সিসিটিভি। অভিজ্ঞ শিক্ষক- কেয়ারটেকার-সেবিকারা থাকছেন। বর্তমানে সব স্কুলের সঙ্গে সেন্ট ভিনসেন্ট'স আকাডেমিতে চলছে নতুন শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম বিলি। তবে এখনও ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা চালু রয়েছে এখানেও।তাই যাঁরা এখনও মনস্থির করতে পারেননি সন্তানের স্কুল বাছাইয়ে, তারা একবার ঘুরে দেখতে পারেন। স্কুলের আধুনিক পরিকাঠামো আর সুযোগ সুবিধা আপনাদের দিতে পারে সেরা ঠিকানা।
জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতালকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার বনদপ্তরের
বাঁকুড়া: দামোদর পেরিয়ে বর্ধমানের কসবার জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতালকে শুক্রবার ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করল বনদপ্তর। এদিন দুপুরে ঐ দলছুট হাতিকে ট্রাকে চেপে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে আনা হয়। এরপর তাকে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত, সোনামুখীর জঙ্গল থেকে দামোদর নদ পেরিয়ে হঠাৎই বর্ধমানের কসবার জঙ্গলে ঢুকে পড়ে দলছুট ঐ দাঁতালটি।
বিষয়টি জানার পর নড়ে চড়ে বসে বনদপ্তর। তড়িঘড়ি বাঁকুড়া উত্তর ও বর্ধমান বনবিভাগ যৌথভাবে হাতিটিকে চিহ্নিত করার কাজ করে। পরে এদিন ঘুমপাড়ানি গুলি করে হাতিটিকে কাবু করা হয়। ওখান থেকে ট্রাকে চাপিয়ে ঝাড়গ্রাম যাওয়ার পথে সাময়িকভাবে বেলিয়াতোড় রেঞ্জ অফিসে আনা হয়েছিল বলে জানা গিয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কলকাতায়
নিজস্ব প্রতিনিধি:আজ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতার দেশপ্রিয় পার্কে গভীর শ্রদ্ধা এবং পূর্ণ মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই অনুষ্ঠান উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কবিতা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন।
এছাড়াও কলকাতার রবীন্দ্র সদন , রবীন্দ্র ভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ হাই কমিশন দপ্তর সহ নানান জায়গায় যথাযথ মর্যাদার সাথে দিনটি পালিত হয়।
*ফটো গ্যালারী*
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কলকাতা
ছবি: সৌজন্যে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার
Mar 11 2023, 17:03