/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতালকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার বনদপ্তরের West Bengal Bangla
জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতালকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার বনদপ্তরের


বাঁকুড়া: দামোদর পেরিয়ে বর্ধমানের কসবার জঙ্গলে ঢুকে পড়া দলছুট দাঁতালকে শুক্রবার ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করল বনদপ্তর। এদিন দুপুরে ঐ দলছুট হাতিকে ট্রাকে চেপে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে আনা হয়। এরপর তাকে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।প্রসঙ্গত, সোনামুখীর জঙ্গল থেকে দামোদর নদ পেরিয়ে হঠাৎই বর্ধমানের কসবার জঙ্গলে ঢুকে পড়ে দলছুট ঐ দাঁতালটি।

বিষয়টি জানার পর নড়ে চড়ে বসে বনদপ্তর। তড়িঘড়ি বাঁকুড়া উত্তর ও বর্ধমান বনবিভাগ যৌথভাবে হাতিটিকে চিহ্নিত করার কাজ করে। পরে এদিন ঘুমপাড়ানি গুলি করে হাতিটিকে কাবু করা হয়। ওখান থেকে ট্রাকে চাপিয়ে ঝাড়গ্রাম যাওয়ার পথে সাময়িকভাবে বেলিয়াতোড় রেঞ্জ অফিসে আনা হয়েছিল বলে জানা গিয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কলকাতায়


নিজস্ব প্রতিনিধি:আজ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলকাতার দেশপ্রিয় পার্কে গভীর শ্রদ্ধা এবং পূর্ণ মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই অনুষ্ঠান উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কবিতা পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন।

এছাড়াও কলকাতার রবীন্দ্র সদন , রবীন্দ্র ভারতী ও কলকাতা বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ হাই কমিশন দপ্তর সহ নানান জায়গায় যথাযথ মর্যাদার সাথে দিনটি পালিত হয়।

*ফটো গ্যালারী*


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কলকাতা

ছবি: সৌজন্যে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার