kolkata

Apr 30 2023, 15:35

*খেলা* "নাইট গলফ"


কলকাতা:আজ রয়েল ক্যালকাটা গলফ ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ভেনকি মাইসোর ,অ্যাসিস্ট্যান্স কোচ জেমস ফস্টার এবং ফিল্ডিং কোচ রেয়ান টেন দোশ্চাতে । তারা জানান,নাইট গলফের মাধ্যমে গলফ স্টিক নিয়ে কে কে আর এর যে অর্থ উপার্জন হবে, সেটা বিভিন্ন সেবা মূলক কাজে ব্যবহার করা হবে।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 30 2023, 12:39

*১২ দিনের জেল হেফাজতে সুকন্যা*


গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন আগেই । এ বার কি বাবার পাশে তিহাড় জেলে ঠাঁই পেতে চলেছেন সুকন্যা মণ্ডলও ? তা নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। কারণ রবিবার সুকন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। তাঁকেও তিহাড় জেলে নিয়ে যাওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে আদালতের নির্দেশপত্র সামনে এলেই বিষয়টি স্পষ্ট হবে ।

গরুপাচার মামলায় বাবার পর এ বার জেলে যাচ্ছেন মেয়েও।রবিবার ছুটির দিন হওয়ায় এদিন সুকন্যাকে বিশেষ বিচারক নরেশকুমার লাকা-র এজলাসে ভার্চুয়ালি পেশ করা হয়। সুকন্যার তরফে জামিনের আবেদন বা ইডি-র তরফে জামিনের বিরোধিতা করা হয়নি।

kolkata

Apr 29 2023, 20:03

*ফের হার কে কে আর এর*


কলকাতা:বিজয় শংকরের ব্যাটের দৌলতে আজ কে কে আর এর হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিল গুজরাট টাইটানস।

আজ ইডেন গার্ডেনে আইপিএলের খেলায় কে কে আর মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটানসের। টসে জিতে গুজরাট প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট ২০ ওভারে কলকাতা ব্যাট করতে নেমে ৭ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। কে কে আর এর পক্ষে রাহামানুল্লাহ গুরবাজ মাত্র ৩৯ বল খেলে ৮১ রান তোলেন। কে কে আর এর পক্ষে আজও ব্যাটিং বিপর্যয় ছিলো অব্যাহত। অবশ্য অ্যান্ড্রু রাসেল শেষের দিকে নেমে ১৯ বলে ৩৪ রান তুলে দলকে কিছুটা মোকাবিলা করার মতো জায়গায় পৌঁছে দেন। উল্লেক্ষ্য আজ অ্যান্ড্রু রাসেলের জন্মদিন।

এদিকে গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২০ বলে ২৬ রান করেন এবং শুভমান গিল৩৫ বলে ৪৯ রান করে রাসেল এর হাতে ক্যাচ দিয়ে আউট হন। তবে ডেভিড মিলারের ( ৩২/১৮) সাথে জুটি বেঁধে মাত্র ২৪ বলে ৫১ রান করে অপরাজিত থেকে বিজয় শংকর গুজরাট টাইটানস কে ৭ উইকেটে জিতিয়ে দেন।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 29 2023, 15:40

বৃষ্টির জন্য ইডেনে খেলা শুরু হয় নি


কলকাতা:আজ কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল এর ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটানস বনাম কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে গুজরাট টাইটানস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বৃষ্টির জন্য ইডেনে খেলা এখনো শুরু হয়নি। আজ কলকাতা নাইট রাইডার্স কি পারবে তার জয়ের ধারাকে অব্যাহত রাখতে।

ছবি: সঞ্জয় হাজরা।

kolkata

Apr 27 2023, 14:42

কালিয়াগঞ্জ কাণ্ডের ঘটনার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব হাইকোর্টের


কলকাতা: পরিবারের আবেদনের ভিত্তিতে কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে পুলিশকে পরবর্তী শুনানিতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

তবে পুলিশি তদন্তে এখনই হস্তক্ষেপ করছে না আদালত। আদালতের নির্দেশ, ঘটনায় ময়নাতদন্তের সময়ে হাওয়া ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। আদালত প্রয়োজনে সে সব দেখবে। তবে এখনই পরিবারের আবেদন মেনে দ্বিতীয় ময়না তদন্তের আবেদন বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি, পুলিশকে তদন্ত সংক্রান্ত প্রাথমিক নথি জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনকে তুলে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ২ মে।

kolkata

Apr 27 2023, 12:24

বিষ্ণুপুরের একাধিক অশান্তির ঘটনায় দায়ের হওয়া পুলিশে অভিযোগ খারিজ করতে পারে কলকাতা হাইকোর্ট


কলকাতা:দুটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একাধিক অশান্তির ঘটনায় দায়ের হওয়া পুলিশে অভিযোগ খারিজ করতে পারে কলকাতা হাইকোর্ট। ঈদ ও রাম নবমীকে কেন্দ্র করে সেখানে একাধিক এফআইআর রুজু হয়। দু তরফেরই অভিযোগ আর পাল্টা অভিযোগ পুলিশের তদন্ত পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার এই এফআইআর খারিজ সংক্রান্ত মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, কোন গোষ্ঠী বা দল নয়, এই সব গোলমাল লাগানোর পিছনে ব্যাক্তিগত স্বার্থ কাজ করে কিছু মানুষের। আর তাদের স্বার্থ রক্ষায় বারে বারে পুলিশকে ব্যাবহার করা হয়।

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার সাগরে একটি ধর্মীয় অনুষ্ঠানে সব ধর্মের মানুষের মিলেমিশে আয়োজনের উদাহরণ তুলে ধরে বিচারপতির বক্তব্য, এটাই আমাদের দেশ। এটাই গর্ব আমাদের। সেখানে বিষ্ণুপুরের মতো কিছু ঘটনার পিছন থাকে ব্যক্তিস্বার্থ। বিষ্ণুপুরে ৩০ মার্চ থেকে কয়েকদিনের গোলমালের জেরে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল থানায় গিয়ে বিক্ষোভ দেখান। তাঁর বিরুদ্ধে ৪টি এফআইআর হয়। বৃহস্পতিবার একাধিক কারণে

এফআইআর খারিজ সংক্রান্ত আবেদনের শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। তখনই এই নিয়ে নতুন করে অশান্তি যাতে না হয়, তা নিশ্চিত করতে পরবর্তী শুনানিতে সব এফআইআর খারিজ করে দেওয়ার ইঙ্গিত দেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি ১৫ মে।

kolkata

Apr 25 2023, 15:44

জোড়াসাঁকো ভবনের ভিতরের রাজনৈতিক দলের বেআইনি নির্মান ভাঙার নির্দেশ হাইকোর্টের


কলকাতা: রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ভবনের ভিতরে থাকা রাজনৈতিক দলের বেআইনি নির্মান ভাঙার নির্দেশ দিল হাইকোর্ট। দলীয় প্রতীক সহ অন্যান্য সমস্ত কিছু সরানোর নির্দেশ। সমস্ত খরচ বহন করবে কলকাতা পুরসভা। হেরিটেজ বিল্ডিং এর আগের অবস্থা ফেরাতে হবে।

ভাঙার সময় কলকাতা পুরসভার আরকিটেক্ট ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে কাজ হবে।আদালতের এই নির্দেশ কার্যকর করা হল কিনা সেই সংক্রান্ত রিপোর্ট পুরসভাকে ৪৫ দিনের মধ্যে আদালতে জমা করার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

kolkata

Apr 25 2023, 12:49

*পরিবার ছেড়ে পথে অভিষেক! শুরু জনসংযোগ যাত্রা*

                                                         

 আজ কোচবিহারের দিনহাটায় তৃণমূলের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সাহেবগঞ্জের ফুটবল গ্রাউন্ড থেকে তিনি বলেন, '২ মাস ঘর বাড়ি, পরিবার ছেড়ে এসেছি আপনাদের জন্য। কোনও শাসকদল এভাবে পথে নামে না। আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা ভেবে ভোট দেবেন। উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়া হয়েছে। মানুষের ভোট নিয়ে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।'

kolkata

Apr 25 2023, 11:55

*মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হল অভিষেকের যাত্রা*

আজ থেকে শুরু হচ্ছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। গতকালই কোচবিহারে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস রাস্তায় থাকবেন অভিষেক। আজ সকালে দিনহাটার বামনহাটে BSF-এর গুলিতে নিহতের পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক। এরপর মাধাইখাল কালী মন্দিরে পুজো দিলেন ।

এরপরই শুরু করেন জনসংযোগ যাত্রা । দিনহাটা, সিতাই, শীতলকুচিতে জনসভা করবেন অভিষেক। বিকেলে মাথাভাঙা কলেজ মাঠে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষের মতামত নেবেন অভিষেক। প্রস্তুত রাখা হয়েছে তৃণমূলে নবজোয়ার ও জনসংযোগ যাত্রা লেখা খোলা ছাদের বাস। ওই বাসে চড়ে রোড শো করবেন অভিষেক। ২৭ এপ্রিল তুফানগঞ্জ থেকে রোড শো করে অভিষেক রওনা দেবেন আলিপুরদুয়ারের উদ্দেশে।

kolkata

Apr 25 2023, 11:54

কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে


কলকাতা:কালিয়াগঞ্জে নাবালিকা খুনের ঘটনায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান মামলাকারীর আইনজীবী। তিনি বলেন, তথ্যপ্রমাণ নষ্টের আশঙ্কা থেকে যাচ্ছে। তাই আগামীকাল অর্থাৎ বুধবার মামলাটি শুনানির জন্য রাখা হোক। কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন দ্রুত শুনানি করা সম্ভব নয়, আগামী সোমবার মামলার শুনানির সম্ভবনা।