North24Paragana1

Mar 14 2023, 12:51

সেনাতে যোগ দেওয়া হল না, গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ গারুলিয়ার যুবক


উত্তর ২৪ পরগনা: সেনাতে যোগ দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল গারুলিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকাশ ধানুকা ( ২১)। শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে সাইকেল নিয়ে প্রতিদিন অনুশীলন করতে আসতো আকাশ। মঙ্গলবার সকালে পাড়ার একটি মেয়ের সঙ্গে আকাশ অনুশীলনে এসেছিল।

অনুশীলন শেষে শ্যামনগর স্কুল ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায়। মেয়েটি ফোন করে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ডুবুরি নামিয়ে আকাশের খোঁজ চলছে। এখনও পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। মিশুকে স্বভাবের আকাশের গঙ্গায় নিখোঁজের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

North24Paragana1

Mar 14 2023, 12:19

ব্যারাকপুর পুলিশ কমিশনারের বড় সিদ্ধান্ত, ৪১ জন চেয়ারম্যান, কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান এর সিকিউরিটি তুলে নেওয়া হল


উত্তর ২৪ পরগনা: বারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে নেতা কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সুরক্ষার জন্য দেওয়া হয়েছিল প্রত্যেককে একজন বা দুজন করে সিকিউরিটি। ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি অর্ডার জারি করে সেই সমস্ত সিকিউরিটি তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারের মোট ৪১ জন এই সিকিউরিটি পেয়েছিলেন এতদিন।কাল থেকে সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। বিশেষ করে কাঁচরাপাড়া, হালিশহর ,নৈহাটি ,ভাটপাড়া জগদ্দল এ সমস্ত এলাকার নেতাদের কাছ থেকে এটা তুলে নেওয়া হয়। আজ পর্যন্ত তারা শেষ সিকিউরিটি পাবে, আগামীকাল থেকে এই সিকিউরিটি তাদের কাছে আর থাকবে না।

North24Paragana1

Mar 14 2023, 11:40

রাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর


উত্তর ২৪ পরগনা: গতকাল রাতে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়।ভাঙচুর করে এলাকার দুষ্কৃতীরা। শহীদ বিকাশ বসু স্মৃতি ভবন নোয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় পলতা। রাত্রে পার্টি অফিস বন্ধ করে বাড়ি যাচ্ছিল তৃণমূল কর্মী অলোক মজুমদার। পার্টিঅফিস থেকে কিছুটা গেলেই তাকে তিন দুষ্কৃতীয়া আক্রমণ করে। তারা এলাকারই ছেলে।

প্রথমে তারা বেধড়ক মারধর করে অলোক কে। কোন রকমের প্রাণ বাঁচিয়ে ছুটে পালায় আশ্রয় নেয় পার্টি অফিসের পিছনে তাড়া করে এসে পিস্তলের বাট দিয়ে মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়, সেলাই পরে তিনটি। ভাঙচুর করা হয় পার্টি অফিস। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় চেয়ার টেবিল। খবর পেয়ে ঘটনা চলে আসেন মোহনপুর থানার পুলিশ থানায়। ওই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকা ছেড়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

North24Paragana1

Mar 14 2023, 10:23

মঙ্গলবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা


উত্তর ২৪ পরগনা: শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।খড়দহের ৪টি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছেন ছাত্র ছাত্রীরা। রাজ্যের উচ্চমাধ্যমিক মধ্য শিক্ষা সংসদের তত্বাবধানে এই পরীক্ষা চলবে ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।এবছর

পরীক্ষার্থীর সংখ্যা ৮লক্ষ ৫৫হাজার।গত বারের থেকে ১ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা নেওয়া হচ্ছে ২৩৪৯টি কেন্দ্রে, অনন্য বারের মতো এবারও করা নিরাপত্তার আয়োজন করা হয়েছে।

খড়দহ থানা ও রহড়া থানার তরফে পরীক্ষাকে কেন্দ্র করে থানা এলাকায় আঁটোসাটে নিরাপত্তা রাখা হয়েছে।এছাড়াও পরীক্ষা কেন্দ্র গুলি ঘুরে দেখেন খড়দহ পুরসভার পুরপ্রধান নীলু সরকার।বাড়তি সতর্কতা হিসাবে মোবাইল ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ,স্পর্শ কাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টর ও অতিস্পর্শ কাতর কেন্দ্রে রেডিও ফ্রিকুয়েন্সি ডিকেক্টর পরীক্ষার ব্যবস্থা থাকছে রাজ্য জুড়ে। শুরুর এক ঘন্টার মধ্যে কোন পরিক্ষার্থী শৌচালয় যেতে পারবে না।মোটের উপর খড়দহ সহ বিভিন্ন অঞ্চলে নির্বিঘ্নেই শুরু হল ২০২৩এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

North24Paragana1

Mar 14 2023, 10:21

রাজ্যে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা


উত্তর ২৪ পরগনা: আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মিনাখার জয়গ্রাম জানকীনাথ উচ্চ বিদ্যালয় এ বছর চারটি বিদ্যালয়ের সিট পড়েছে পরীক্ষার। সকাল থেকে পুলিশে করা নিরাপত্তার মধ্য দিয়ে চারটি বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা এই জয়গ্রাম বিদ্যালয় ভেতর প্রবেশ করছে।

একটি গেট থেকে ছাত্রদের ওপর আরেকটি গেট থেকে ছাত্রীদের চেকিং করে বিদ্যালয়ের ভেতরে ঢোকানো হয়েছে। মোবাইল ফোন কাঠের পিচবোর্ড সহ অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে বিদ্যালয়ের ভেতর যাতে প্রবেশ করতে না পারে তার জন্য প্রতিটি বিদ্যালয়ের গেটে স্কুল শিক্ষিকা ও পুলিশ কর্মীরা ছাত্রদের চেকিং করে বিদ্যালয়ের ভেতর প্রবেশ করায়।

North24Paragana1

Mar 13 2023, 15:41

পুকুর ভরাট করাকে কেন্দ্র করে উত্তেজনা কামারহাটি ৯ নম্বর ওয়ার্ডে


উত্তর ২৪ পরগনা: কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করতে দুষ্কৃতীরা এসেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে। এলাকার তৃণমূল কংগ্রেস পৌরমাতা মায়া দাস খবর পেয়ে লোকজন নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে দুস্কৃতিরা পালিয়ে যায়।

পুকুরের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায় পৌরমাতা ও তার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এলাকায় এই ধরনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণেশ্বর থানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দক্ষিণেশ্বর থানার পুলিশ।

North24Paragana1

Mar 13 2023, 12:57

এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দের পৌর পিতা ও বিধায়কের শুভেচ্ছা


উত্তর ২৪ পরগনা: আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ।জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানিহাটি পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা স্বপন দাস এর উদ্যোগে ২'নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন পাড়ার প্রায় ৫৫ জন ছাত্রছাত্রীর হাতে পরীক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় পেন পেন্সিল স্কেল বোর্ড ।এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ও দু'নম্বর ওয়ার্ডের পৌর পিতা স্বপন দাসের শুভেচ্ছা বার্তা ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে।

North24Paragana1

Mar 12 2023, 19:11

খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত সাত দিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার


উত্তর ২৪ পরগনা:খড়দহ স্পোর্টস একাডেমির তরফে ও বেঙ্গল ফুটবল একাডেমির আই লিগের অনুর্দ্ধ ১৫ ফুটবল দল নিয়ে আয়োজিত আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল।প্রয়াত প্রখ্যাত ফুটবলার পরিমল দে ও চিন্ময় চ্যাটার্জীর স্মরণে খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত সাত দিনের এই ফুটবল প্রতিযোগিতা ১৮ই ফেব্রুয়ারী শুরু হয়ে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার।এডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি ও মহামাডেন স্পোর্টিং ক্লাবের সাথে এই ফাইনাল খেলায় এক এক গোল করার পর ট্রাইবেকারে জয় লাভ করে এডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি।

এই সমগ্র অনুষ্ঠানে খেলোয়াড় ও উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার পৌরপ্রধান নীলু সরকার,প্রখ্যাত ভারত সেরা ফুটবলেরারা।উপস্থিত ছিলেন ভাস্কর গাঙ্গুলি,রঞ্জিত মুখার্জী,মনোরঞ্জন ভট্টাচার্য,জগদীশ ঘোষ,কবির বসু,অনন্ত ঘোষ,মহ রফিক,পিনাকী দত্তের মত ফুটবল মাঠ কাঁপানো প্রতিভাবান প্রাক্তন ফুটবল খেলোয়াড়েরা।

এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত,ফুটবল খেলোয়াড় শেখ সাহিল,অনুর্দ্ধ ১৭ ভারতীয় দলের খেলোয়াড় জুলফিকার গাজী।এছাড়াও ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।আমন্ত্রণ মূলক এই ফুটবল প্রতিযোগিতাকে নিয়ে বলতে গিয়ে খড়দহ স্পোর্টস একাডেমির সম্পাদক পিনাকী দত্ত জানান

অন্যদিকে এই ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে বলতে গিয়ে ফুটবলার রঞ্জিত মুখার্জি ও জগদীশ ঘোষ জানান।

North24Paragana1

Mar 12 2023, 19:05

"শুভেন্দু বাড়াবাড়ি করলে ব্যারাকপুরে ওর আসা বন্ধ করে দেবো " এইভাবেই বিরোধী দলনেতাকে হুশিয়ারি দিলেন ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্র


উত্তর ২৪ পরগনা: প্রসঙ্গত গতকাল রাজ্য বিধানসভায় রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটীর বিধায়ক পার্থ ভৌমিককে একমাসের মধ্যে জেলে ঢোকানোর হুশিয়ারি দিয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিধানসভায় বিধায়কদের মধ্যে আলোচনার সময় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন বিধায়ককে দেখিয়ে বলেন এরা কোন দলের বিধায়ক । পাল্টা নৈহাটির বিধায়ক বলেন শিশির বাবু কোন দলে রয়েছেন । যার পরই রীতিমতো চটে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন এক মাসের মধ্যেই জেলে ঢুকিয়ে দেবো ।

এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে । রবিবার বিকেলে এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নির্মল কর । তিনি এদিন শুভেন্দু অধিকারী কে হুশিয়ারি দিয়ে বলেন, "আগামী এক মাসের মধ্যে ও পার্থ ভৌমিক কে জেলে ঢোকাবে বলেছে আমরাও দেখবো শুভেন্দুও কি করে ব্যারাকপুরে ঢোকে ।

শুভেন্দু হিরো হতে চাইছে ও আসুক ওকে জিরো বানিয়ে ছেড়ে দেবো আমরা । নির্বাচন অব্দি বিজেপি কর্মীরা কি ভাবে ব্যারাকপুরের রাস্তায় বেরোয় সেটাও আমরা দেখবো । আমরা সব বুঝে নেবো । আমরা পরিষ্কার বলছি ও পূর্ব মেদিনীপুরের ছেলে ওকে ওখানেই রাখা হবে । এখানে ওকে ভোটের দ্বায়িত্ব দিয়েছে বিজেপি কিন্তু আমরা ওকে এখানে ঢুকতে দেবো না । ও ব্যারাকপুর এলে এই এলাকার জনগন ওকে উত্তর দিয়ে দেবে ।" তিনি এদিন আরো বলেন পার্থ ভৌমিক যে কাজ করছে সেটা শুভেন্দু অধিকারী সহ্য হচ্ছে না । শুভেন্দু জানে না পার্থ ভৌমিক এর গায়ে হাত পড়লে শুভেন্দু বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে" ।

North24Paragana1

Mar 12 2023, 19:03

তৃণমূলের বিরুদ্ধে মিছিল করল তৃণমূলই


উত্তর ২৪ পরগনা: গত কয়েকদিন আগে হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে হাড়োয়ার বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাওয়া যায়। সেই পোষ্টারের নিচে লেখা ছিল আমরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। বিধায়কের বিরুদ্ধে যে পোস্টার মারা হয়েছিল তা তৃণমূলের পক্ষ থেকেই মারা হয়েছিল এমনটাই উদ্দেশ্য করে লেখা ছিল সেই পোস্টারে।

এই পোস্টার মারার বিরুদ্ধে অর্থাৎ যে সমস্ত তৃণমূলের কর্মীরা পোস্টার মেরেছিল তাদের বিরুদ্ধে আজ রবিবার হাড়োয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেন তৃণমূলের কর্মীরা। এই মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী নুরুল ইসলাম ,হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা সহ কয়েক হাজার তৃণমূলের কর্মীরা ও সমর্থকরা। হাড়োয়া বিডিও অফিস থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। হাড়োয়া বাজার শ্মশান ঘুরে কেরালা মোড়ের কাছে শেষ হয় এই মিছিল।